পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃদ্ধবয়সে তাহা হইলে আমি কোথায় যাইব! তোমার কি ইচ্ছা যে, আমি দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া বেড়াইত?” কুসী চুপ করিয়া রহিল। মাসী পুনরায় বলিলেন,- “দেখ, কুসী! এখন আর উপায় নাই। এ কাজ আর বন্ধ হয় না। এখন যদি তুমি তোমার বােপকে বলিয়া দাও, তাহা হইলে এ মুখ আর আমি কাহাকেও দেখাইতে পারিব না। আমি তাহা হইলে গলায় দড়ি দিয়া মরিব।” কুসী চুপ করিয়া রহিল। অনেকক্ষণ চুপ থাকিয়া কুসী বলিল,- “মাসী! তুমি যাহা বলিলে, আমি তাহা শুনিলাম। এখন আমি যাহা বলি, তুমি তাহা শুন! এ বিবাহ কিছুতেই হইবে না। এ কাল-বিবাহ হইবার পূৰ্ব্বেই আমি মরিয়া যাইব ।” মাসীর সহিত এতক্ষণ কুসী যেভাবে কথা কহিল, তাহাতে তাহার মনের যে কিছু বৈলক্ষণ্য ঘটিয়াছিল, তাহা বোধ হয় না। কুসী পাগল হয় নাই, বায়ুগ্ৰস্ত হয় নাই, এই দুই বৎসর সে দুঃখ-সাগরে নিমগ্ন ছিল। দুঃখের ভারে তাহার হৃদয় একেবারে ভগ্ন হইয়া গিয়াছিল। সে অবস্থায় পৃথিবীর কোন বিষয়ে সে আর কি করিয়া লিপ্ত হয়! কি করিয়া সে আর লোকের সহিত কথা কয়! তাহার চক্ষু, তাহার কর্ণ, তাহার বাকশক্তি, তাহার মন, তাহার প্রাণ, সৰ্ব্বদা সেইখানে ছিল,-সেই যেখানে হীরালাল। যদি সন্ন্যাসীঠাকুর না আসিতেন, তাহা হইলে আমার বোধ হয়, কুসী। আজ রাত্রিতেই মারা পড়িত। “আমি অমুক দিন মারা পড়িব” এইরূপ ভাবিয়া লোক মারা পড়িয়াছে। কিম্বা “তুমি কণ্ঠলোক মারা পড়িয়াছে। এক প্রকার বিদ্যা অমুক দিন মারা পড়িবে।” এইরূপ শুনিয়াও অ vice, vaj3|(35fž9rf-TI (Hypnotis ঠুলে, তাহাতে মানুষের মনের অবস্থা পরিবর্তিত করিয়া, তাহাকে তুমি যেরূপ চিন্তা করি ত্বলি ধ, যে কাজ করিতে বলিবে, সে তাহা করিবে। এইরূপ মনের অবস্থা কােন কোন লেটিকর নিজে নিজেই হয়। তখন সে যেরূপ চিন্তা করে, কাৰ্য্যে তাহা পরিণত হয়। ইহাকে স্বতঃপ্রবৃত্তি (Selfsuggestion) বলে। কুসীরও বোধ হয়, তাহাঁই ঘটিয়াছিল। যেদিন হইতে সে বিবাহের কথা শুনিয়াছিল, সেইদিন হইতে সে আরও শীর্ণ, আরও বিবৰ্ণ হইতে লাগিল। বিবাহের আয়োজন হইতে লাগিল বটে, কিন্তু তাহার জন্য সে ভীত হইল না। আর একবার যে তাহার বিবাহ হইয়াছিল, সে কথা সে প্রকাশ করিল না। সে নিশ্চয় বুঝিয়াছিল যে, এ বিবাহের পূৰ্ব্বেই সে মরিয়া যাইবে। পিতার মিছামিছি টাকা খরচ হইতেছে, সেজন্য সে দুঃখিত হইল। তাহার মাসীকে ও তাহার নূতন মাকে সেজন্য সে সৰ্ব্বদা বলিত,- “এ সব কেন! আমি পূৰ্ব্বেই মরিয়া যাইব।” সাহস করিয়া একদিন তাহার পিতার নিকটে গিয়াও সে এই কথা বলিয়াছিল। কিন্তু তাহার কথা কেহই শুনিলেন না। সে বায়ুগ্ৰস্ত হইয়াছে, বিবাহ হইলেই সব ভুলিয়া যাইবে, এই কথা বলিয়া পিতা ও মাসী তাহার কথা উড়াইয়া দিলেন। এই অবস্থায় আমি রসময়বাবুর বাড়ীতে গিয়া উপস্থিত হইলাম। মাসীর বিবরণ সমাপ্ত হইল! পুনরায় বলি যে, মাসীর এই পূৰ্ব্ব-বিবরণ আমি আমার নিজের ভাষায় প্ৰদান করিলাম। এই বিবরণ সম্বন্ধে আমি নিজে যাহা দেখিয়াছি ও ইহার পরে অন্যান্য লোকের মুখ হইতে যাহা অবগত হইয়াছি, তাহাও যথাস্থানে সন্নিবেশিত করিয়াছি। ʻ*"*""7ʼ** ifGNRIligi oiiğiq5 q<5 38! ~v www.amarboi.com ~v ২৯১