পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্টেশনে যাই, সেই স্থানে গিয়া চলুন বসিয়া থাকি। তাহার পর গাড়ীর সময় হইলে টিকিট কিনিয়া আপনাকে আমি গাড়ীতে বসাইয়া দিব।” মাসী বলিলেন,- “এখনও অনেক বিলম্ব আছে। এত আগে থাকিতে গিয়া কি হইবে?” আমি বলিলাম,- “এ স্থানে বসিয়া থাকিলেই বা কি হইবে? তাহা অপেক্ষা চলুন ষ্টেশনে গিয়া বসিয়া থাকি।” মাসী সে কথায় সম্মত হইলেন। এক্কাওয়ালাকে আমি প্রস্তুত হইতে বলিলাম। সেই সময় তাহাকে গোপনভাবেও কিছু উপদেশ দিলাম। মাসী এক্কার উপর উঠিলেন। আমিও উঠিয়া তাহার একপার্শ্বে বসিলাম। এক্কাওয়ালা এক্কা হাকাইয়া দিল। এক্কা দ্বিগুণবেগে দৌড়িতে ब्लॉब्लि ! কিছুক্ষণ পরে মাসী বলিলেন, — “ষ্টেশন যে অতি নিকটে। সে স্থানে পৌছিতে এত বিলম্ব আমি কোন উত্তর করিলাম না । এক্কা দ্রুতবেগে চলিতে লাগিল। অল্পক্ষিণ পরে মাসী পুনরায় বলিলেন,- “আমি বুঝিতে পারিয়াছি, ফাঁকি দিয়া তুমি আমাকে বাড়ী লইয়া যাইতেছ। কিছুতেই আমি বাড়ী যাইব না। গাড়ীওয়ালা। গাড়ীওয়ালা দাড়া। আমি নামিয়া যাই!” আমি এক্কাওয়ালার গা টিপিলাম। মাসীর কথা শুনিল না। এক্কা দ্রুতবেগে চলিতে লাগিল । আমি তাঁহাকে বলিলাম,- “দেখুন! রসময়বাবুর আপনি অনেক ঘাড় হেঁট করিয়াছেন, আজ এই বিবাহ-সভায় যে কাণ্ড হইয়াছে, ভদ্রলোকের ঘরে/সেরাপ কখনও হয় না। রসময়বাবু পূৰ্ব্বে যে সব পাপ করিয়াছেন, মেয়ের যে এতদিন ফ্ৰেঙ্খর্বর তিনি লন নাই, সেই সকল পাপের ফল আজ বিলক্ষণ ভোগ করিয়াছেন। আর কেলেঙ্কারি করিবেন না, আর তাঁহার মাথা কিছুতেই যাইব না।” এই কথা বলিয়া মাসী পাগলিনীর মত হইয়া এক্কা হইতে লাফাইয়া পড়িবার উপক্রম করিলেন। আমি বড়ই বিপদে পড়িলাম। আমি তাঁহাকে ধরিয়া রাখিতে পারি না। একাদশ পরিচ্ছেদ হিপূ হিপূহুরে এই সময় যে স্থানে এক্কা গিয়া উপস্থিত ইহল, সে স্থানে এক অপূৰ্ব্ব দৃশ্য আমাদের নিয়নগোচর হইল। সেই দৃশ্য দেখিয়া মাসী এক্কাতে স্থির হইয়া বসিলেন। এক্কাওয়ালাকে আমি এক্কা থামাইতে বলিলাম। যে দৃশ্যটি আমাদের নয়নগােচর হইল, তাহা এই,- আমরা দেখিলাম যে, একদল বাঙ্গালী ষ্টেশন-অভিমুখে আসিতেছেন। এক্কা যখন স্থির হইয়া দাড়াইল, তখন দেখিলাম যে, তাহারা সেই বরযাত্রীদল। সেই দলের আগে আগে বিরসবদনে সভয় মনে দিগম্বরবাবু চলিয়াছেন। তাহার মুখ ঈষৎ হাঁ হইয়া গিয়াছে, বেশ আলু-থালু হইয়াছে, আঁকা ফোকুলা দিগম্বর RFC sNAls viði (SS BS! ro www.amarboi.com ro