পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বুড় করিয়া তাঁহার সহিত অনেক কথোপকথনও করিয়াছিল। সন্ন্যাসীর ক্ষমতা আছে বলিতে হইবে।” আর একজন বরযাত্রী বলিলেন,- “কন্যার রোগও হয় নাই, মূৰ্ছাও হয় নাই, সব ঠাট । বরের রূপ-গুণের কথা শুনিয়া সে এইরূপ ঠাট করিয়া পড়িয়াছিল। তাহার পর নবীন তপস্বীকে পাইয়া, নবীন তপস্বিনী হইবার সাধে তাহার রোগ ভাল হইয়া গিয়াছে, হাসি দেখা দিয়াছে, কথা ফুটিয়াছে। দিগম্বরী নম্বর টু হইতে তাহার ইচ্ছা নাই।” সে কথায় আমি কোন উত্তর করিলাম না। এক্কাওয়ালাকে পুনরায় এক্কা হাঁকাইতে বলিলাম। যাইতে যাইতে আমি মাসীকে বলিলাম,- “শুনিলেন তো! কুসী ভাল আছে। আপনাকে কেহ। কিছু বলিবে না, সে ভয় আপনি করিবেন না, সে ভার আমার রহিল।” মাসী কোন উত্তর করিলেন না। আমি দেখিলাম যে, তিনি কাঁদিতেছেন। আমি তাঁহাকে আর কিছু বলিলাম না! রসময়বাবুর বাটীতে এক্কা আসিয়া উপস্থিত হইল । যে, তিনি দ্বার বন্ধ করিয়া দিয়াছেন। দ্বার ঠেলিয়া আমি ডাকিতে লাগিলাম। স্ট্রীয় পঞ্জাবী চাকর আসিয়া দ্বার খুলিয়া দিল। এক্কাওয়ালাকে তাহার ভাড়া দিয়া, মাসীক্সেতঁইয়া, আমি বাটীর ভিতর প্রবেশ করলাম। বাহির বাটীতে দেখিলাম যে, জন-প্ৰাণী ঠুষ্ট কিছুক্ষণ পূৰ্ব্বে যে স্থান লোকের কলরবে পূর্ণ ছিল, এখন সেই স্থান নিৰ্জ্জন ও উদ্ধ হইয়াছিল। খিড়কি-দ্বার দিয়া আমরা দুইজনে একেবারে ভিতর বাড়ীতে যাইলাম। মঙ্গীকৈ একটি ঘরে প্রবেশ করিয়া দ্বার বন্ধ করিয়া দিতে Dys র। বাহির হইতে আমি দ্বার ঠেলিয়া ধরিলাম । আমি বলিলাম,- “দ্বারে খিল দিতেছেন কেন?” মাসী উত্তর করিলেন,- “তোমার সে ভয় নাই, আমি আত্মহত্যা করিব না। অনেক পাপ করিয়াছি। সে পাপ আর করিব না।” আমি দ্বার ছাড়িয়া দিলাম। মাসী দ্বার বন্ধ করিয়া দিলেন। কিন্তু তৎক্ষণাৎ পুনরায় ঈষৎ একটু খুলিয়া আমাকে তিনি ডাকিলেন। আমি তাহার নিকট ফিরিয়া যাইলাম। মাসী বলিলেন,- “একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি।” আমি জিজ্ঞাসা করিলাম,- “কি কথা?” মাসী উত্তর করিলেন, — “তুমি না। আমাকে বলিয়াছিলে যে, কাশীতে তুমি কুসীর ‘বাবুকে দেখিয়াছিলে?” আমি উত্তর করিলাম,- “হাঁ! কাশীতে আমি তাহাকে দেখিয়াছিলাম।” মাসী বলিলেন,- “সন্ন্যাসীকে গিয়া একবার ভাল করিয়া দেখ।” sNAls viði (SS BS! ro www.amarboi.com ro