পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার সকল চিন্তা দূর হয়! তাঁহাকে আপনি খুঁজিয়া পান নাই?” আমি উত্তর করিলাম,- “হঁ। তাঁহাকে আমি বাড়ী আনিয়াছি। বাবু!” তুমি গিয়া তাঁহাকে প্ৰবোধ দাও । আমাদের কথায় হইবে না। তোমাকে কি করিয়া তিনি মুখ দেখাইবেন, সেই লজ্জায় তিনি অভিভূত হইয়া আছেন। দ্বার বন্ধ করিয়া ঘরের ভিতর তিনি পড়িয়া আছেন। চল ‘বাবু” তাঁহাকে তুমি সাস্তুনা করিবে চল। রসময়বাবু! আপনি আসিবেন না?” “বাবু” আমার সহিত চলিল। দ্বারে ধাক্কা মারিয়া কুসুমের মাসীকে আমি ডাকিতে লাগিলাম। আমি বলিলাম,- “বিশেষ একটা কথা আছে, দ্বার একবার খুলিয়া দিন।” আমার কণ্ঠস্বর শুনিয়া তিনি দ্বার খুলিয়া দিলেন। যাই তিনি দ্বার খুলিলেন, আর “বাবু’ গিয়া তাহার পায়ে পড়িল। মাসী পূৰ্ব্ব হইতেই রোদন করিতেছিলেন, এখন আরও কাঁদিতে লাগিলেন। তাঁহার কান্না দেখিয়া “বাবু”ও কাদিয়া ফেলিল। কিছুক্ষণ পরে বাবু বলিল,— “মাসী-মা! আর ক্যাদিও না। আমি যে পুনরায় বঁচিয়া আসিয়াছি, সেজন্য এখন আহাদ করিবার সময়, এখন কান্দিবার সময় নয়।” কাঁদিতে কাঁদিতে মাসী বলিলেন,-“এ পোড়ামুখ আমি তোমাকে কি করিয়া দেখাইব। আমার মরণ কেন হইল না।” “বাবু” বলিল,- “কোন মাসী-মা! হইয়াছে কি ! এ সমুদয় আমার দোষ। আমি যদি না মিথ্যা সংবাদ দিতাম, তাহা হইলে তো আর এরূপ হইত না। যাহা হউক, কুসী যে মারা যায় নাই, তাঁহাই আমার সৌভাগ্য!” মাসী কােন উত্তর করলেন না। নীরবে কঁদিতে লুণ্ঠিলেন। “বাবু” পুনরায় বলিল,-“কুসীকে আপনি বড়ঙািলবাসেন। কুসীর ভালর জন্য আপনি এ কাজ করিতে গিয়াছিলেন। আমি হইলে, আমিঠু বৈাধ হয় ঐ রূপ করিতাম। তাহাতে আর কান্না কি? সমুদয় আমার দোষ। সে যাহা খন আমার বড় ক্ষুধা পাইয়াছে। সন্ন্যাসীর বেশে আজ দুই বৎসর মাঠে-ঘাটে বেড় । চল মাসী-মা! আমাকে খাবার দিবে চল । তুমি নিজে আমাকে খাবার দিবে, তুমি আমার কাছে বসিয়া থাকিবে, তবে আমি আহার করিব, তা না হইলে আমি আহার করিব না। আমার বড় ক্ষুধা পাইয়াছে, মাসী-মা! না খাইতে পাইয়া, এই দেখি কত রোগী হইয়া গিয়াছি।” পথ-শ্রাত্তিতে হীরালাল নিতান্ত শ্ৰান্ত আছে, না খাইতে পাইয়া তাহার শরীর কৃশ হইয়া গিয়াছে, এখন তাহার বড় ক্ষুধা পাইয়াছে, এরূপ কথা শুনিয়া মাসী আর চুপ করিয়া থাকিতে পারিলেন না। চক্ষু মুছিতে মুছিতে তৎক্ষণাৎ তিনি উঠিয়া দাড়াইলেন, আহারীয় সামগ্ৰী আয়োজন করিয়া কাছে বসিয়া হীরালালকে তিনি আহার করাইলেন। সেই আহারের সময় নানারূপ কথা হইল। পরদিন আমি হীরালালকে বলিলাম,-“তুমি তো বড় Naughty boy (বাদৃ ছােকুরা) দেখিতে পাই। আচ্ছা কীৰ্ত্তি তুমি করিয়াছ। কোন বিবেচনায় তুমি এরূপ মিথ্যা মৃত্যুসংবাদ দিলে? দৈববলে কেবল কুসী বঁচিয়া গিয়াছে। সে যদি মরিয়া যাইত, তাহা হইলে কি হইত?” হীরালাল উত্তর করিল,-“আমি যে বড় মন্দ কাজ করিয়াছি, সে বিষয়ে আর কোন সন্দেহ নাই। এতদূর যে হইবে, তাহা আমি বুঝিতে পারি নাই। হাতে সূতা বাঁধা সম্বন্ধে কাল রাত্রিতে দিগম্বরবাবু যাহা বলিয়াছেন, এ বিষয়ে আমারও সেই কথা,-ওটা আমার ঠাওর হয় নাই।” দিগম্বরবাবুর ঠাওর স্মরণ করিয়া আমি হাসিয়া ফেলিলাম। আমি বলিলাম,-“বাবু! তুমি যে ফোকুলা দিগম্বর sNAls viði (SS BS! ro www.amarboi.com ro Sasa