পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলিলেন। আমি কিছুতেই খাইলাম না। ডাক্তারবাবু বলিলেন,- “এ ডাক্তারি ঔষধ নহে, দেশী গাছগাছড়া। অনেক কষ্টে আমি ইহা যোগাড় করিয়াছি। এ ঔষধ সেবন করিলে সত্বর আপনি আরোগ্যলাভ করিতে পরিবেন।” ঔষধ খাইতে আমি কিছুতেই সম্মত হইলাম না। আমাকে তিনি অনেক বুঝাইলেন, অনেক ভয় দেখাইলেন, কিন্তু ঔষধ খাইতে কিছুতেই আমি স্বীকৃত হইলাম না। তখন ডাক্তারবাবু, তাহার সঙ্গিগণের সহায়তায় বলপূৰ্ব্বক আমাকে শয়ন করাইয়া, আমার বুকে হাঁটু দিয়া সেই ঔষধ আমাকে সেবন করাইলেন। ইহার পর কি হইল, আর আমি ঠিক বলিতে পারি না। ঔষধ সেবন করিবামাত্র আমি অজ্ঞান হইয়া পড়িলাম। চতুর্থ রজনী যিনি ভূমিকম্প করেন কতদিন এরূপ অজ্ঞান হইয়া পড়িয়ছিলাম, তাহা আমি বলিতে পারি না। ক্রমে আমার অল্প অল্প জ্ঞানের উদয় হইল। জ্ঞান হইবার পর একদিন আমি আমার ভ্রাতার ব্যবহার ও নিজের অবস্থা ভাবিতেছিলাম। আমার স্ত্রী ও শাশুড়ীঠাকুরাণী আমার শোচনীয় অবস্থায় সং পাইলুন কি না ও ভ্রাতার হাত হইতে তাঁহার্যমুঢ়াৱৈ উদ্ধার করিতে পরিবেন কি না, এইরূপ es নানা চিন্তায় মন আমার নিতান্ত কাতর। তেঁছিল। এমন সময় এক কোণ হইতে কে আমাকে AY is খ্রিস্টানিকট রাত্রিকালে আমি একটি আলোকের প্রার্থনা করিয়াছিলাম। ডাক্তার তাহাতে হইয়াছিলেন। আমার ঘরের এক পার্শ্বে মিট-মিটু করিয়া একটি প্ৰদীপ জ্বলিতেছিল। “সুবল! সুবলা!” বলিয়া কে যখন আমাকে ডাকিল, তখন আমি চমকিয়া উঠিলাম। সে শব্দ শুনিয়া আমি বুঝিতে পারিলাম যে, আমাকে যে ডাকিতেছে, সে ঘরের ভিতরেই আছে। ঘরের এদিকে-ওদিকে চারিদিকে আমি চাহিয়া দেখিলাম, কিন্তু ঘরের ভিতর কাহাকেও দেখিতে পাইলাম না। অবশেষে আমি মনে করিলাম যে, ভ্রমবশতঃ এইরূপ শব্দ শুনিয়াছি, প্রকৃত কেহ আমাকে ডাকে নাই। এইরূপ মনে করিয়া পুনরায় আমি আমার অবস্থার বিষয় চিন্তা করিতে লাগিলাম। এমন সময় পুনরায় সেই শব্দ আমার কর্ণকুহরে প্রবেশ করিল। পুনরায় কে যেন আমাকে ডাকিল,- “সুবল! সুবল!” পুনরায় আমি চমকিয়া উঠিলাম। চমকিত হইবার আরও কারণ এই যে, এবার আমি সে কণ্ঠস্বর বুঝিতে পারিলাম। কিন্তু আশ্চর্য্যের বিষয় এই যে, যাহার এ কণ্ঠস্বর, বহুকাল পূৰ্ব্বে তিনি ইহধাম পরিত্যাগ করিয়াছেন। পুনরায় সেই শব্দ হইল,— “সুবল! সুবল!” আমি বলিলাম,- “কে আমাকে ডাকিতেছেন? আমি কাহাকেও দেখিতে পাইতেছি না।” সেই স্বর বলিল,- “আমাকে দেখিতে পাইতেছ না কেন, এই যে আমি বসিয়া আছি!” আমি বলিলাম,- “কোথায়?” vHM VOSd ଧ୍ରୁ ଓft-aliଣୀ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro