পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পান করিতেছিল। আমি মনে করিলাম, ঝিনুকটির ভিতর গিয়া কিছুকাল বিশ্রাম করি। এইরূপ মনে করিয়া আমি তাহার মুখের ভিতর প্রবেশ করিলাম। কিন্তু যেই তাহার ভিতর গিয়াছি, আর ঝিনুক তৎক্ষণাৎ তাহার খোলা দুইখানি বন্ধ করিয়া দিল। যাহা হউক, পূর্বেই বলিয়াছি যে, ঝিনুকটি বৃহৎ একখানি মানােয়ারি জাহাজের মত বড়। সেজন্য তাহার ভিতর বায়ুর অভাব ছিল না, নিশ্বাস-প্ৰশ্বাস কাৰ্যে আমার কোন ক্লেশ হয় নাই। ঝিনুকের পেটের ভিতর তাহার নাড়ীর এক অংশ বালিশ করিয়া আমি শয়ন করিলাম। গির্জার চূড়ায় ঘূর্ণায়মান অবস্থায় অনেকদিন আমি নিদ্রা যাইতে পারি নাই। ঝিনুকের ভিতর আজ যেমন শয়ন করিলাম, তেমনি নিদ্রায় অভিভূত হইয়া পড়িলাম। বলিতে পারি না। বোধহয়, তিন-চারি দিন একাদিক্ৰমে নিদ্রা গিয়া থাকিব। নিদ্রা হইতে উঠিয়া ক্ষুধায় আমি কাতর হইলাম। ঝিনুকের উন্দরটি নিতান্ত তমসাচ্ছন্ন ছিল না; কারণ, ইহার পেটের ভিতর জালার ন্যায় বৃহৎ একটি মুক্তা ছিল। সেই মুক্তার আলোকে ঝিনুকের উদারদেশ আলোকিত ছিল। ইতিপূৰ্ব্বে ঝিনুকমাংসের আমিষ গন্ধ আমার নাসারান্ধে প্রবেশ করিয়াছিল। এক্ষণে হাত দিয়া দেখিলাম যে, ঝিনুকটি বৃহৎ বটে, কিন্তু তাহার মাংস নিতান্ত কঠিন নহে। কাকের মাংস ভক্ষণে কাঁচা মাংসের প্রতি আমার বিতৃষ্ণা দূর হইয়াছিল; সুতরাং জঠরের জ্বালায় আমি এইবার ঝিনুকের কাচা মাংস খাইতে আরম্ভ করিলাম। কথায় আছে যে, এমন কাজ নাই, যাহা ক্ষুধাৰ্ত্ত ব্যক্তি না করিতে পারে। ঝিনুকের উদরে থাকিয়া তিনমাসকাল তাহারাষ্ট্রগুইন্স ভক্ষণ করিয়া আমি জীবনধারণ করিলাম। তিনমাস পরে সে মাংস নিঃশেষ হইয়াৰ্ছগৈল। এখন হইতে কি খাইয়া প্রাণধারণ করিব, তাহাই ভাবিতে লাগিলাম। ধ্ৰুঠংসভক্ষণে ঝিনুকটি কিছুদিন পূৰ্ব্বে মরিয়া গিয়াছিল। সেজন্য শেষকালের মাংসে দুৰ্গন্ধও হইয়াছিল। দুইদিন উপবাসী থাকিয়া বাহির হইবার চেষ্টায় ভিতর কের খোলা ধরিয়া আমি টানাটানি করিতে লাগিলাম । আমার টানাটানিতে বজ্ৰপাতের ন্যায় শব্দ হইয়া ঝিনুকটি দুই খণ্ড হইয়া গেল। এক এক খণ্ড একখানি জাহাজের ন্যায় সমুদ্রের উপর ভাসিতে লাগিল। যে খণ্ডের উপর আমি ছিলাম, তাহাতে সে জালাসদৃশ মুক্তাটি ছিল না। অপর খণ্ড, যাহাতে মুক্তাটি ছিল, তাহা কিছুদূরে ভাসিতেছিল। আমি ভাবিলাম যে, যেমন করিয়া হউক, মুক্তাটি আমায় দেশে লইয়া যাইতে হইবে। এতবড় মুক্তা কেহ কখন দেখে নাই, ইহার মূল্য সাত রাজার ধন, ইহা বিক্রয় করিয়া পুরুষ-পুরুষানুক্রমে আমি ধন্যবান হইতে পারিব। এইরূপ মনে করিয়া আমি জলে ঝাঁপ দিয়া ঝিনুকের অপর খণ্ড, যাহার উপর মুক্তা ছিল, সঁাতার দিয়া তাহাতে গিয়া উঠিলাম। আমাকে লইয়া ঝিনুকের খোলা সেই অকূল সমুদ্রে ভাসিতে ভাসিতে চলিল। দুই দিন পরে দূরে একখানি জাহাজ দেখিতে পাইলাম। দাঁড়াইয়া, আমি আমার চাদর নড়িয়া, জাহাজের লোককে সঙ্কেত করিতে লাগিলাম। কিন্তু তাহারা আমাকে দেখিতে পাইল না। অবিলম্বে জাহাজখানি অদৃশ্য হইয়া পড়িল । এইরূপে আরও পাঁচ দিন কাটিয়া গেল। সাত দিন আমি অনাহারে ছিলাম, জল পৰ্যন্ত আমার উদরে যায় নাই। আমার শরীর ক্ষীণ ও অবসন্ন হইয়া পড়িল, দুৰ্ব্বলতায় আমার নিদ্রা আসিয়া গেল। অজ্ঞান-অভিভূত হইয়া আমি শুইয়া পড়িলাম। , Č čit<synt!!! !!!>ri>{ VORM sÀ 315 až 35 GK RG! MV www.amarboi.comí**ő §න්ද්