পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাঁদিল! নিজের দুঃখ চাপা দিয়া, “মাকে আজ কি বলিয়া মুখ দেখাইব,”—কেবল তাঁহাই সে ভাবিতে লাগিল। যাহা হউক, আর কি করিবে? অনেকক্ষণ পরে চক্ষু মুছিয়া সে ধীরে ধীরে উঠিল; তাহার পর হাটে প্রবেশ করিল। সে স্থানে স্বামীকে দেখিতে পাইল না। একজন অপরিচিত লোকের নিকট হইতে দুই আনা পয়সা ধার করিয়া লঙ্কা, হলুদ, লবণ প্রভৃতি যাহা আবশ্যক ছিল, তাহা ক্রয় করিল। তাহার পর দুই প্রহর অতীত হইয়া গেলে, বিষগ্ৰবদনে বাটী ফিরিয়া আসিল । বাটী আসিয়া, আদুৱী পিড়া অর্থাৎ দাওয়ার উপর থপ্‌ করিয়া বসিয়া পড়িল ও দুই হাতে চক্ষু দুইটি ঢাকিয়া অবিরত কঁদিতে লাগিল। মা যত বলিলেন, — “আব্দুরী, কাঁদিস্য কেন?” “আব্দুরী, কাঁদিস কেন?”— আব্দুরী তাহার কোনও উত্তর না দিয়া, কেবল ততই কাঁদিতে লাগিল। মা সান্তুনা করিতে লাগিলেন। অনেক সান্তুনার পর অবশেষে কাঁদিতে কাঁদিতে আব্দুরী বলিল,— “মা! আজ যে কাহার মুখ দেখিয়া উঠিয়ছিলাম, তাহা বলিতে পারি না।” মা বলিলেন,- “আজ যাহার মুখ দেখিয়া উঠিয়াছিস, প্রতিদিন যেন তাহার মুখ দেখা আমাদের ভাগ্যে ঘটে ।” এ আবার কি কথা! আরাসীর জন্য তো গালাগালি তিরস্কারই হইবে,- তাহা না হইয়া, মায়ের মুখে মিষ্টকথা! চক্ষু হইতে হাত দুইখানি সরাইয়া বিস্মিতভাবে আব্দুরী মাতার মুখপানে bांश्लि। আদুরীর মা বললেন,–“হাটের নিকট আমবাগৃঞ্জামাইকে দেখিয়া তুই অপথে চলিয়া গিয়াছিলি কেন? তোর বড় ননন্দ, যে তোকে বড় তাহার শ্বশুরবাড়ী হইতে সে আজ হাটে আসিয়াছিল। তোর ছোট ননদ বিনা ধ। তোরে মারিয়াছে— ভাই-ভগিনীতে সেই কথ্য হইতেছিল । হাটের মাঝখানে ঘৱে না বলিয়া আমবাগানে একটু আড়ালে গিয়া ভাই-ভগিনীতে কথাবাৰ্ত্তা s দেখিয়া তুই অপথ দিয়া পলাইয়া গেলি 6?" আদুরীর তখন চক্ষু ফুটিল। আব্দুরী তখন বুঝিতে পারিল যে, তাহার স্বামী সীেরভী নাপতিনীর সহিত কথাবাৰ্ত্ত কহিতেছিলেন না, আপনার বড় ভগিনীর সহিত কথাবাৰ্ত্তা কহিতেছিলেন। আদুরীর মা পুনরায় বলিলেন,- “তোর বড় ননদ তোকে দেখিতে আসিয়াছে। তোর জন্য চমৎকার একখানি নীলাম্বরী কাপড় আনিয়াছে; গুলবসানো ভালো নীলাম্বরী কাপড়— দেখিলে চক্ষু জুড়ায়। জামাইও আসিয়াছেন। তাঁহারা স্নান করিতে গিয়াছেন। আর আদুরি! এখনও তোকে আমি সকল কথা বলি নাই। বড় আহিলাদের কথা, আব্দুরী—” স্বামী আসিয়াছেন শুনিয়া, আব্দুরীর মন প্ৰফুল্প হইল। সহাস্যবিদনে আব্দুরী জিজ্ঞাসা করিল,- “কি মা? কি আহাদের কথা?” আদুরীর মা বলিলেন, — “বল দেখি, কি? সেই যারে বলে চন্দ্রহারা” ব্যগ্ৰ হইয়া আদুর জিজ্ঞাসা করিল,— “কি মা? কি? কি বল না!” আদুরীর মা বলিলেন,- “এত দেশ থাকিতে তোর আয়ী আর স্থান পায় নাই। আরসীর পিছনের কাঠ খুলিয়া, নোট যে তাহার ভিতর গুজিয়া রাখিবে, আবার কাঠটি যেরূপ ছিল, সেইরূপ করিয়া জুড়িয়া দিবে, এত কারখানা যে তোর আয়ী করিবো, – একথা আমি কি s মুক্তা-মালা sNAls viði (SS BS! ro www.amarboi.com ro 8