পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরাতন কৃপ প্ৰথম অধ্যায় নীলকুঠি কানপুরের নিকট নবাবগঞ্জ নামক একটি স্থান আছে। সেই স্থানে একটি পুরাতন কূপ আছে। সেই কূপে এক বাঙ্গালী বালক একবার পড়িয়া গিয়াছিল। বাঙ্গালী বালক সেই সময়ে পড়েনী নামক এক ব্ৰাহ্মণীর নিকট বাস করিতেছিল। পাড়েনীর স্বামী বালকের পিতার পাচক-ব্ৰাহ্মণ ছিল। এই ঘটনার কুড়ি বৎসর পরে জনকয়েক বাঙ্গালীবাবু পাড়েনীকে একবার জিজ্ঞাসা করিয়াছিলেন। তাঁহাদের নিকট পাড়েনী সেই ঘটনা এইরূপে বর্ণনা করিলঃ পাড়েনী বলিল,— কানপুর হইতে ফরাক্কাবাদের রাস্তায় জোন সাহেবের নীলকুঠি ছিল। গোবিন্দবাবু সেই নীলকুঠিতে কাজ করিতেন। বড়বাবু ছিলেন। সাহেব, বাবুকে অতিশয় ভালবাসিতেন। নিকটে একটি গৃহ নিৰ্ম্মীরিয়া দিয়াছিলেন। পরিবার লইয়া, গােবিন্দবাবু তাহাতে বাস করিতেন। পরিবারের মপ্লে গােবিন্দবাবুর বৃদ্ধ মাতা ও স্ত্রী। আমার স্বামী সেই সংসারে পাচক ব্রাহ্মণের কাজ কুঠুরী । কালক্রমে গোবিন্দবাবুর। ভাৰ্য্যা যুগল পুত্রসন্তান প্রসব করিয়া, সূতিকাঘরে সংবরণ করেন । এ অঞ্চলে তখন বাঙ্গালীদিগের যথেষ্ট সম্মান ছিল। হাহাকার পড়িয়া গেল। গোবিন্দবাবুর বিপদে আবালবৃদ্ধবনিতা সকলেই কাঁদিতেvলাগিল। তিনি নিজে শোকে অধীর হইয়া পড়িলেন। সদাশয় জোন সাহেবও তাঁহার দুঃখে দুঃখিত হইলেন। গোবিন্দবাবুর বৃদ্ধ মাতা নবপ্রসূত শিশু দুইটিকে লালন-পালন করিতে লাগিলেন। একসঙ্গে দুই জনে জন্মগ্রহণ করিয়াছিল, সে নিমিত্ত পিতামহী তাঁহাদের নাম লব-কুশি রাখিলেন। কিছুদিন পরে বাবু দেশে গিয়া পুনরায় বিবাহ করিয়া নববধূ লইয়া কৰ্ম্মস্থানে প্রত্যাগমন করিলেন। নূতন বন্ধুটির ক্রমে চক্ষু-মুখ ফুটিল, সেই সঙ্গে সপত্নীপুত্রদ্বয়ের উপর তাহার বিদ্বেষ দিন দিন প্রস্ফুটিত হইতে লাগিল। বাবু নিজেও ক্ৰমে ছেলেদের প্রতি অনাস্থ্যপ্রকাশ করিতে লাগিলেন। নিতান্ত দুরন্ত, এই বলিয়া সৰ্ব্বদাই তিনি তাহাদিগকে তাড়না করিতেন। কিন্তু যতদিন তাঁহার বৃদ্ধ মাতা জীবিতা ছিলেন, ততদিন শিশু দুইটির বিশেষ কোন অযত্ন হইতে পায় নাই। ছেলে দুইটির বয়স যখন পাঁচ বৎসর, দুর্ভাগ্যক্রমে সেই সময়ে পিতামহীর পরলোক হইল। পিতামহীকে হারাইয়া বালক দুইটি একেবারে নিঃসহায় হইয়া পড়িল। বাপ স্নেহহীন, বিমাতা শত্ৰু । উঠিতে-বসিতে প্ৰহার, তিরস্কার ও কুবাক্যে তাঁহাদের সুকোমল হৃদয় জর্জরিত হইল। বালক দুইটি দেখিতে কিন্তু রাজপুত্রের ন্যায়। সাধ করিয়া পিতামহী তাহদের মস্তকে কেশ বাড়িতে দিয়াছিলেন। ঝোঁকড়া-কেঁকড়া w8 gafigfrite gibeliiga sNAls viði (SS BS! ro www.amarboi.com ro