পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খোলার ঘর সেই অপূৰ্ব্ব রূপরাশিতে আলোকিত হইল। বাজার হইতে পেড়া, জিলেপি প্রভৃতি খাবার কিনিয়া দিয়া, আমার স্বামী পুনরায় বাবুর নিকট প্রত্যাগমন করিলেন। অজ্ঞাত স্থানে, অপরিচিত লোকের কাছে আসিয়া ছেলে দুইটি প্রথমে একটু ভীত হইয়াছিল। কিছুক্ষণ তাহারা বিষন্ন বদনে বসিয়া রহিল। কিন্তু আমার আদর ও স্নেহে ক্রমে তাহাদের সাহসী হইল! ক্ৰমে তাহারা দুই-একটি কথা কহিতে লাগিল। তাহার পর যখন কে লব কে কুশি এই লইয়া আমি ক্রমাগত ভুল করিতে লাগিলাম, তখন আর তাহারা হাসি রাখিতে পারিল না; হা-হা করিয়া দুই ভাই একসঙ্গে হাসিয়া উঠিল। সেই সময় হইতে তাহারা ভয় ও লজ্জা-ভাঙ্গা হইয়া গেল। বস্তুতঃ কে লব আর কে কুশি, তাহা চিনিবার যো ছিল না। একরূপ মুখ, একরূপ চক্ষু, সব ঠিক একরূপ । তাহার উপর আবার একরূপ চুল ও একরূপ পোষাক। কে লব কে কুশি, চারি-পাচ দিন আমার চিনিতে গেল। একদিন লব আমাকে জিজ্ঞাসা করিল,— “পাড়েনি। তোমরা হিন্দুস্থানী; বাবাকে বঁধিয়া তোমরা মারিয়াছিলে। তোমরা কি আমাদিগকে কাটিয়া ফেলিবে?” আমি বলিলাম,- “না। বাবা! তোমাদিগকে কেহ কিছু বলিবে না। কাহার এমন পাষাণ হৃদয় আছে যে, তোমাদের গায়ে হাত তুলিবে?” কুশি জিজ্ঞাসা করিল,- “তোমার কঁসিখানি আমাকে বাজাইতে দিবে, পাড়েনি? কাঁসি বাজাইতে আমি বড় ভালবাসি।” আমি বলিলাম,- “কুশি! কাসিখানি একবার বাজাইতে দিব। অধিক বাজাইলে কাসি ভাঙ্গিয়া যাইবে। আমরা গরীব মানুষ; পুনর কোথায় পাইব?— তোমরাই বা কিসে রুটি খাইবে?” শুনিয়াছিলাম, ছেলে দুইটি বড় দুরন্ত । নাই। ছেলে মাত্রই মিষ্ট কথার বশ । র কাছে তাহারা কিছুমাত্র দুষ্টপনা করে তাহাঁই ছিল। তবে দোষের মধ্যে এই যে, আমি তাহাদিগকে ঘরে আটক ত পারিতাম না। তাহারা মাঠে মাঠে, এ-বাগানে সে-বাগানে বেড়াইতে যাইত। ছোট গাছে উঠিত। মাঝে মাঝে নবাবগঞ্জের বাজারেও যাইত, কিন্তু নবাবগঞ্জের সকল লোকেই তাহাদিগকে ভালবাসিত। রামদীন নামক নবাবগঞ্জে একটি যুবক ছিল। সে ভাল লোক ছিল না। এই দুদিনে মন্দ লোকের বড়ই প্ৰভুত্ব বাড়িয়াছিল। দ্রব্যাদি লুণ্ঠন করা তো সামান্য কথা, এখন কেহ কাহার গলা কাটিয়া ফেলিলেও তাহার দাদ-ফরিয়াদ ছিল না। একদিন লব-কুশিকে রামদীনের সঙ্গে বেড়াইতে দেখিয়া আমার প্রাণে বড় আতঙ্ক হইল। বাঙ্গালীর ছেলে বলিয়া যদি সে তাহাদিগকে কাটিয়া ফেলে, আমার সেই আশঙ্কা হইল। কিন্তু ভয়ে আমি কিছুই বলিতে পারিলাম না । আর একদিন দুই ভাই একটি পায়রার ছানা লইয়া বাটী আসিল। আমি জিজ্ঞাসা করিলাম,- “পায়রার ছানা তোমরা কোথায় পাইলে?” কুশি বলিয়া ফেলিলে,— “রামদীন আমাদিগকে পাতকোর ভিতর হইতে ধরিয়া দিয়াছে।” লব আমনি বলিয়া উঠিল,- “কুশি! কুশি! করিলে কি? বলিয়া দিলে! ‘রামদীন যে মানা করিয়াছিল। রামদীন যে তোমাকে কাটিয়া ফেলিবে ।” আমি জিজ্ঞাসা করিলাম,- “কৃপ! কোন কূপ হইতে রামদীন তোমাদিগকে পায়রা ধরিয়া निशाgछ?” \ মুক্তা-মালা sNAls viði (SS BS! ro www.amarboi.com ro Σ