পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লব নবাবগঞ্জের দিকে দৌড়িল । মাঝে মাঝে আমি কূপের ভিতর মুখ করিয়া, কুশি কুশি’ করিয়া-ডাকিতে লাগিলাম। মাঝে মাঝে চীৎকার করিয়া লোক ডাকিতে লাগিলাম। মাঝে মাঝে শিরে করাঘাত করিয়া কাদিতে লাগিলাম। মনে করিলাম যে, আর এখন লোক আসিলেই বা কি হইবে! যা হইবার, তা হইয়া গিয়াছে, ঘোর সর্বনাশ ঘটিয়াছে! কূপে তখন প্রায় চারি-পাঁচ হাত জল ছিল। হয় কুশি। তাহাতে ডুবিয়া মরিয়াছে, আর না হয় কূপের দূষিত বায়ুতে শ্বাসরোধ হইয়া তাহার মৃত্যু ঘটিয়াছে। এখন লোক আসিলে আর কোন ফল হইবে না, কেবল তাহার মৃতদেহটি তুলিবে। আশা-ভরসা একেবারে গেল বটে, তথাপি মন বুঝিল না। প্ৰায় আধঘণ্টা হইয়া গেল, তখনও লব ফিরিল না। আমি আর থাকিতে পারিলাম না। নিজে নবাবগঞ্জের দিকে দৌড়িলাম। পথে দেখিলাম, লব দুইজন পুরুষমানুষ সঙ্গে লইয়া আসিতেছে। তাঁহাদের একজনের হাতে কৃপ হইতে লোটা তুলিবার কাটা ছিল। সকলে পুনরায় কূপের নিকট আসিলাম। রজ্জ্ব-সংযুক্ত কাঁটা প্রথম তাহারা কূপের ভিতর নামাইয়া দিল। জল ভেদ করিয়া কাঁটা গিয়া ভূমি স্পর্শ করিল! চারিদিকে ঘুরাইয়া-ফিরাইয়া কাটা দিয়া তাহারা কূপের নিম্নদেশে তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিল। কাটাতে কোন বস্তুই বাধিয়া গেল না। কূপের ভিতর কুশির চিহ্নমাত্রও তাহারা দেখিতে পাইল না। অবশেষে একজন লোক কৃপের ভিতর গিয়া নামিল। জলে ডুব দিয়া অনেক অনুসন্ধান করিল। কুশির মৃতদেহ তাহারা পাইল না। কুশি যে কূপের ভিতর , তাহাতে কিছুমাত্ৰ সন্দেহ ছিল না। যখন সে কূপের ভিতর প্রবেশ করে, লব তখন উত্থয়ৈ সে আগাগোড়া সমুদয় দেখিয়াছে। দূর হইতে আমিও কুশির মাথা দেখিতে । সুতরাং সে যে কূপে পড়িয়া মারিয়াছে, সে বিষয়ে সন্দেহ হইতে পারে না। কিন্তু মৃত্যুদ্রোিঠগৈল কোথা? যে লোকটি কূপের ভিতর বলিল,- “কূপের পার্শ্বে অনেকগুলি গহবর আছে, এমন কি জলের ভিতরও একটি প্ৰকাণ্ড গৰ্ত্ত। সেই গৰ্ত্ত বোধ হয়, পাতাল পৰ্যন্ত গিয়াছে। রাক্ষসে হয়তো তাহীর মৃতদেহ টানিয়া লইয়া খাইয়া ফেলিয়াছে।” ক্ৰমে সে স্থানে আরও অনেক লোক আসিল । আরও দুই-চারি জন কৃপের ভিতর নামিল। কিন্তু কুশির কিছুমাত্ৰ সন্ধান হইল না। রাত্রি দশটা বাজিয়া গেল। আর কি করিব! লবকে লইয়া আমি আমার কুটীরে যাইলাম। তৃতীয় অধ্যায় শুভসং “কুশি কোথায় গেল, কুশির কি হইল,” এই কথা বলিয়া লব কীদিয়া আকুল হইল। দুইজনে এক প্ৰাণ এক শরীর বলিলেও হয়। আজ কুশিকে হারাইয়া চারিদিক সে অন্ধকার দেখিতে লাগিল। আমি মনে মনে ভাবিলাম যে, লবও বঁচিবে না! তাহার পর আমার নিজের কথা । আমার ছেলেপিলে হয় নাই। কুশি৷ যদি আমার নিজের ছেলে হইত, তাহা হইলে, সেদিন আমি AA Ôዕቅ\5 মুক্তা-মালা sNAls viði (SS BS! ro www.amarboi.com ro 6