পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘাটে সৰ্ব্বত্র অনুসন্ধান হইয়াছে; কিন্তু কোথাও হরিদাসীকে পাওয়া যায় নাই। তাহার গায়ে গহনা ছিল, নিশ্চয় তাহাকে চোরে মারিয়া ফেলিয়াছে। এতদূর বলিয়া কুটুম্বের দিকে লক্ষ্য করিয়া শঙ্কু ঘোষ জিজ্ঞাসা করিলেন,- “মহাশয়! নিদ্রা cब्जन्म दिक'?' কুটুম্ব উত্তর করিলেন,- “না, নিদ্রা যাই নাই। সকল কথা শুনিতেছি। তাহার পর কি ?" শষ্ণু পুনরায় বলিলেন,- নয়নের পুতলী আমার হরিদাসী নাই, প্রতিবাসিনীয় মুখে এই নিদারুণ শুনিয়া আমি জ্ঞান-হারা পাগলের ন্যায় হইয়া পড়িলাম। কাহাকেও কোন কথা না। বলিয়া পুনরায় ঘর হইতে বাহির হইলাম। রাস্তায় যে স্থানে আমার গাড়ী দাঁড়াইয়াছিল, নক্ষত্রবেগে সেই স্থানে আসিয়া উপস্থিত হইলাম। গাড়ী হইতে তুলিয়া শিশুটিকে বুকে লইলাম। দৌড়িয়া পুনরায় ঘরের ভিতর গিয়া প্ৰদীপের আলোকে শিশুর মুখখানি নিরীক্ষণ করিয়া দেখিলাম। সেই চাঁদ-মুখখানি দেখিয়া শূন্য দেহে আমি প্ৰাণ পাইলাম। তাহার পর অনেক তাপ দিয়া, অনেক শুশ্ৰষা করিয়া মেয়েকে আমরা ভাল করিলাম। কুটুম্ব জিজ্ঞাসা করিলেন, — “বাটী হইতে মাঠের মাঝে সে কি করিয়া গিয়াছিল?” শঙ্কু বলিলেন,- “আমি যে সেদিন বাটী পীে ছিব, হরিদাসী তাহা শুনিয়াছিল। বাবা কখন আসিবেন, কখন আমার জন্য পুতুল আনিবেন, সমস্তদিন সে বার বার সবলকে এই কথা জিজ্ঞাসা করিতেছিল। বৈকালবেলা আর থাকিতে পারিলুনা। চুপি চুপি একাকী আগে হইতে আমাকে আনিবার নিমিত্ত সে বাটী হইতে বাহির হইল)’পাঁচ বৎসরের শিশু! পথ-ঘাট জানে। VE হইল, অন্ধকার হইল। জনশূন্য সেইككدNV মাঠের মাঝখানে কত কঁদিল, কাহারও স ভৃগুড় পাইল না। ভয়ে ও শীতে মৃতপ্রায় হইয়া সেই নদীর ধারে ঝোপের ভিতর গিয়া শুইয়ুগুড়িল । ভাগ্যে আমার মনে একটু দয়ার উদয় হইল, કૃષ્ણુનર বলি যে, জীবে দয়া করা ভাল। যে জীবে দয়া ত্ৰৈলোক্যনাথ রচনাস। EO uskla »ižo 33 m vi.amarboi.comio §ණුiඳී