পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ললিত ও লাবণ্য প্ৰথম পরিচ্ছেদ প্ৰাইজের পুস্তক হাসিতে হাসিতে ললিত আজ বাটী আসিল। কুলে ললিত আজ প্রাইজ পাইয়াছে। ললিত সাত বৎসরের ছেলে। কিন্তু এরূপ সুবােধ শিশু। পৃথিবীতে অতি বিরল। প্ৰাইজের পুস্তকগুলি ললিত মাতাকে দেখাইতে লাগিল। পাঁচ বৎসরের ভগিনী লাবণ্য আহাদে কাছে দাড়াইয়া রহিল। ললিত বলিল,— “মা ! আমি ভাল পড়া বলিতে পারি, সেজন্য এই বইখানি পাইয়াছি; কাহারও সহিত ঝগড়া করি না, একটিও মিথ্যাকথা বলি না, সেজন্য এই বইখানি ললিতের মা বললেন,-“বাঁচিয়া থাক, বাবা! ঢুক্তজীবী হও” লাবণ্য জিজ্ঞাসা করিল,- “ইহাতে ছবি আছে $?” ললিত উত্তর করিল,—“কেবল একটি গুরুর্ভুক্ত একটি ঘোড়ার ছবি আছে; ভাল ছবি নাই।” ধূমরায় বলিল,— “মা! বইগুলি বাবাকে দেখাইব? থাকে কপালে, কেবল আজ। আমি তাঁহাকে ছেলের কথা শুনিয়া ললিতের মা ঘাড় হেঁট করিয়া রহিলেন, তাহার চক্ষু দিয়া টিস্ টস করিয়া জল পড়িতে লাগিল। মাতার কান্না দেখিয়া লাবণ্য তাঁহার গলা জড়াইয়া ধরিল। লাবণ্য কাঁদিতে লাগিল। হয়তো মন্দ কথা বলিয়াছি, এই মনে করিয়া ললিত অপ্ৰতিভ হইল। সন্ধ্যা হইলে পিতা বাটী আসিলেন। রাগতমনে আরাক্তনয়নে তিনি স্বতন্ত্র ঘরে গিয়া বসিলেন। কিছু পরে কপিতে কঁাপিতে ললিত দ্বারের নিকট গিয়া বলিল,— “বাবা! আজি আমি প্ৰাইজ পাইয়াছি, এই বইগুলি পাইয়াছি।” ঘরের ভিতর হইতে কর্কশবচনে পিতা উত্তর করিলেন,- “যা যা, ছোড়া আমাকে বিরক্ত করিসনে ৷” বিষন্নবদনে ললিত ফিরিয়া যাইতেছে, এমন সময় পিতা কি ভাবিয়া পুনরায় বলিলেন, — “কই! কি বই পাইয়াছিস, দেখি?” ললিত পুস্তক দুইখানি লইয়া পিতার নিকট গেল। পিতা বলিলেন, — “বই এখন এইখানে রাখিয়া যা, পরে দেখিব।” ଧ୍ରୁ ୫-୩୫୩ WSV) sNAls viði (SS BS! ro www.amarboi.com ro