পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুস্তকগুলি পিতার নিকট রাখিয়া ললিত চলিয়া গেল। কিছুক্ষণ পরে পিতা পুস্তক দুইখানি বাজারে লইয়া বিক্রয় করিলেন!! নয় আনা পয়সা হইল। সেই নয় আনা পয়সায় মদ খাইয়া প্রতিদিন যে স্থানে তিনি রাত্রিযাপন করেন, সেই স্থানে গিয়া রাত্রিযাপন করিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ মেয়ের হাতের বালা ললিতের পিতার কিছু সম্পত্তি ছিল। সে সমুদয় তিনি নষ্ট করিয়াছেন। যে দুই বিষয়ে মানুষ অধঃপাতে যায়, সে দুই বিষয় এখনও পরিত্যাগ করিতে পারেন নাই। সংসার চলিবার আর উপায় নাই; কিন্তু তাঁহার কনিষ্ঠভ্রাতা আসামে ভাল কৰ্ম্ম করেন। বড় ভ্ৰাতৃবধূকে তিনি মাতার ন্যায় ভক্তি করেন, আর ললিত ও লাবণ্যের প্রতি তাহার প্রগাঢ় স্নেহ। পাছে ইহাদের কোনওরূপ কষ্ট হয়, সে নিমিত্ত তিনি প্ৰতি মাসে টাকা পাঠাইয়া দেন। যে টাকা পঠাইয়া দেন, তাহাতে সংসার সুখে-স্বচ্ছন্দে চলিতে পারে। কিন্তু কৰ্ত্তাটির দোষে সংসারে নিয়তই কষ্ট । চারি মাস পূৰ্ব্বে ভাই কলিকাতায় ংসারের কথা লইয়া দুই ভ্ৰাতায় বাদানুবাদ ও অবশেষে বিবাদ উপস্থিত হইয়াছিল! দুৰ্জ্জরিপ বকবকির পর, কনিষ্ট বললেন,— “তুমি যাহা জান, তাহা কর। এখন হইতে তোমুক্ত আর একটি পয়সাও দিব না।” ললিতের মাতা সেই কথা শুনিতে । সুতরাং স্বামী যখন তাঁহাকে বলিলেন যে,- “ভাই আর আমাকে টাকা পাঠ্যয়ন্তী” তখন কাজেই তাঁহাকে সে কথায় বিশ্বাস করিতে হইল । ভাই রাগবশতঃ টাকা বন্ধ করিবার কথা বলিয়াছিলেন, কিন্তু প্রকৃত তাহা করেন নাই। তিনি মাসে মাসে টাকা পাঠাইতেছিলেন। স্ত্রীকে লুকাইয়া কৰ্ত্তাটি সে টাকা লইয়া অপব্যয় করিতেছিলেন। সে নিমিত্ত সেই দিন হইতে সংসারে আরও ঘোরতর কষ্ট হইল। খিদিরপুরে এক বিধবা স্ত্রীলোকের বাটীতে দুইটি ঘর ভাড়া করিয়া হঁহারা বাস। করিতেছিলেন। বিধবার এই ভাড়াটিই ছিল দিনযাপনের একমাত্র সম্বল। তিন মাস তিনি ভাড়া পান নাই। সেজন্য অনেক তাগাদা ও অনেক ভৎসনা করিয়া অবশেষে বিধবা ইহাদিগকে বাটী হইতে উঠিয়া যাইবার নিমিত্ত বার বার বলিতেছিলেন। এই একখানি যা গহনা ছিল, ললিতের মাতা তাহা বিক্রয় করিয়া ফেলিলেন। কিন্তু সে লইয়া ললিতের মাতা বড় বিপদে পড়িলেন। তাহাদের আহারের নিমিত্ত ঘটি-বাটি পৰ্য্যন্ত বিক্রয় করিতে আরম্ভ করিলেন। দুই-তিনখানি থালা, দুই-একটি লোটা ও লাবণ্যের হাতের দুইগাছি ছোট ছোট সোনার বালা, ইহা ভিন্ন ঘরে আর কিছুই রহিল না। কিন্তু সে দুইগাছি বালাও একদিন গেল। কৰ্ত্তাটি একদিন মেয়ের হাত হইতে সেই বালা দুইগাছি বলপূৰ্ব্বক খুলিয়া লইলেন। পাঁচ বৎসরের শিশুকন্যা! মাটীতে গড়াগড়ি দিয়া সে কাঁদিতে লাগিল । পিতার মনে দয়ার লেশমাত্র হইল না । S află cios (gs se - www.amarboi conf**