পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এস! ঘরে প্রদীপ জুলিতেছে, তবু কোন চারিদিক অন্ধকার হইয়া আসিতেছে? আমি তোমাদিগকে ভালরূপ দেখিতে পাইতেছি না। আমি বড় নিষ্ঠুর, তোমাদিগকে আমি বড় কষ্ট দিয়াছি। কিন্তু এখন হইতে আমি খুব ভাল হইব। এখন হইতে তোমাদিগকে খুব আদর করিব। আমি খুব ভাল হইব; এখন হইতে আমি খুব—” বাকি কথা আর মুখ দিয়া বাহির হইল না! চক্ষু দুইটি কপালে উঠিল। আর তাঁহার ভাল হইতে হইল না, জনমের মত ললিতের পিতার সব ফুৱাইল! ললিতের মাতা কাদিয়া উঠিলেন। মাটিতে পড়িয়া ললিত কাঁদিতে লাগিল। লাবণ্য কাঁদিতে লাগিল । সে রাত্রিতে আর কিছুই হইল না। পরদিন ঘটি-বাটি যাহা কিছু বাকি ছিল, তাহা বিক্রয় করিয়া কৰ্ত্তার অন্ত্যেষ্টিক্রিয়া নিৰ্ব্বাহিত হইল। সহায়সম্পত্তিহীনা স্ত্রী, শিশুসন্তান দুইটিকে লইয়া যে কি করিবেন, কি খাওয়াইবেন, তাহার কোন উপায় ছিল না। চতুৰ্থ পরিচ্ছেদ মা, তুমি না খাইলে ভূমিখাইব না (ČS মা কথাগুলি বলিয়া দিলেন, ললিত শিশুহাতে পত্র লিখিল,— “খুড়ি মহাশয়! পিতার হঠাৎ পরলোক হইয়াছে। আপনি কয় মািৰ্মঙ্খরচ দেন নাই। তাহাতে ঘরের গহনা-গাটি, বাসন-কোষণ যাহা ছিল, সমুদয় য়া গিয়াছে। মাতার হাতে আর কিছুই নাই। আপনি শীঘ্ৰ আসিয়া আমাদের যাহা হয় বিলি করিবেন। তা না করিলে, অনাহারে আমরা মরিয়া যাইব ।” বাড়ীওয়ালী বলিলেন, — “ললিতের মা! আমি অনাথা বিধবা। ঘর দুইটি ভাড়া দিয়া আমার চলে। তিন মাস ভাড়া পাই নাই। আমি কি করিয়া খাই, তা বল। তুমি বাছা, অন্য স্থানে যাও।” ললিতের মাতা উত্তর করিলেন,- “দিদি! লিলিতের কাকাকে চিঠি লেখা হইয়াছে। চিঠি পাইলেই তিনি আসিবেন। তখন তোমার ভাড়া দিয়া আমরা চলিয়া যাইব । আর দুই দিন অপেক্ষা কর। তা না করিলে, শিশু দুইটিকে লইয়া কোথায় যাই, তা বল? আমার বাপের বাড়ীতে কেহ নাই যে, একদিন গিয়া দাঁড়াই।” দুই দিন গেল, তিন দিন গেল। বাড়ীওয়ালী পুনরায় উঠিয়া যাইবার নিমিত্ত উত্তেজনা করিলেন। চারিদিন গেল, পাচ দিন গেল, তবুও কাকার কোন সংবাদ নাই। বাড়ীওয়ালী পুনরায় বলিলেন,- “দুই ভাইয়ের তুমুল ঝগড়া হইয়াছিল। তোমার স্বামী তাঁহাকে বাড়ী হইতে তাড়াইয়া দিয়াছিলেন। তোমার দেবর, বাছা, আসিবেন না; আর তিনি তোমাদের মুখ দেখিবেন না। সে আশা ছাড়িয়া দাও। আমার বাটী হইতে আজই তোমরা উঠিয়া যাও।” যাহা হউক, আরও দুই দিন কাটিয়া গেল। তবুও কাকার কোনও সংবাদ নাই। সাত দিনের দিন, “আমি তারকেশ্বরে যাই”—এই কথা বলিয়া, ললিতের মাতা ও শিশু দুইটিকে ঘর হইতে বাহির করিয়া দিয়া, দ্বারে চাবি দিয়া, বাড়ীওয়ালী কোথা চলিয়া গেলেন। w8 দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.comৰ্ম্মিািক্যনাথ রচনাসংখ্যাই