পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু দুইটির হাত ধরিয়া ললিতের মাতা কাঁদিতে কাঁদিতে রাস্তা দিয়া যাইতে লাগিলেন। কোথায় যে যাইবেন, তাহা কিছু ঠিক করিতে পারিলেন না। ক্রমে গড়ের মাঠে আসিয়া উপস্থিত হইলেন। নিভৃত একটি পুষ্করিণীর ধারে বসিয়া অনেকক্ষণ কাঁদিলেন। কাঁদিতে কাঁদিতে মনে হইল যে, তাহার পিতার একজন জ্ঞাতি কলিকাতায় বাস করেন। তাঁহার বাটীতে ললিতের মাতা একবার গিয়াছিলেন। কুলের কুলবধূ; পথ-ঘাট জানেন না। অনেক সন্ধান করিয়া, অতি কষ্ট অপরাহে, তাহার বাটী আসিয়া ললিতের মাতা দিন কয়েকের নিমিত্ত আশ্রয় প্রার্থনা করিলেন । পিতার জ্ঞাতি অতি নিষ্ঠাবানু ব্ৰাহ্মণ ছিলেন। তিনি বলিলেন,- “তোমাদের এখন অশৌচ অবস্থা। আমার ঘর-দ্বার অধিক নাই। আমাকে ত্রিসন্ধ্যা করিতে হয়, পূজা-অৰ্চনা করিতে হয়, শুদ্ধাচারে থাকিতে হয়, তাহার উপর আমার স্ত্রীর শুচি-যাই। তোমার ছেলে-পিলে আমার পূজার দ্রব্যাদি সব ছুইয়া ফেলিবে। আমার এখানে বাছা, স্থান হইবে না।” তখন পৰ্যন্ত কেহ কিছু আহার করে নাই। লাবণ্য ক্ষুধা ক্ষুধা করিয়া কাঁদিতেছিল। ললিত নীরবে ছলছল নয়নে চুপ করিয়াছিল। ললিতের মাতার কেবল চারটি পয়সা ও একটি সিকি ছিল। ললিত গিয়া যেই চার পয়সার মটর ডাল ও কদলী কিনিয়া আনিল। মটর ডাল ভিজাইয়া মাতা পুত্ৰ-কন্যাকে ভাগ করিয়া দিলেন, নিজের জন্য কিছুই রাখিলেন না। ললিত বলিল,— “না, মা! তুমি যদি না খাও, তাহা হইলে আমি খাইব না।” পুত্রের অনুরোধে কাজেই তাঁহাকে খাইতে হইল। বাকি আচলে বাধিয়া রাখিলেন। লইয়া সে রাত্রি মাতা সেই গঙ্গার ঘাটেই রহিলেন। (> తో পঞ্চম পরিচ্ছেদ একবার ওঠ বাবা! পরদিন প্ৰাতঃকালে উঠিয়া পুনরায় তিন জনে আস্তে আস্তে খিদিরপুরে গমন করিলেন। সে স্থানে গিয়া তিনি জানিতে পারিলেন যে, ললিতের কাকা আসেন নাই, তাহার নিকট হইতে কোন চিঠিও আসে নাই। নিরাশ হইয়া পুনরায় কলিকাতা অভিমুখে যাত্ৰা করিলেন। পথে লাবণ্য ক্ষুধা ক্ষুধা করিয়া বড়ই কাঁদিতে লাগিল। ললিত অতিশয় শ্ৰান্ত হইয়া পড়িল। গড়ের মাঠে সেই নিভৃত পুষ্করিণীর ধারে পুনরায় তিন জনে গিয়া বসিলেন। পূৰ্ব্বদিনের মটর ডালের কিয়দংশ মায়ের আঁচলে বাধা ছিল। শিশু দুইটিকে তাহাই খাইতে দিলেন। তাহার পর পুনরায় সেই ঘাটে আসিয়া বসিলেন। লাবণ্য পুনরায় ক্ষুধার জ্বালায় কাঁদিতে লাগিল। মাতার নিকট তখনও একটি সিকি ছিল। সিকিটি ভাঙ্গাইয়া চারি পয়সার কদলী আনিবার নিমিত্ত ললিতকে তিনি দোকানে পাঠাইলেন। ললিত দোকানে যাইতেছে, এমন সময় দৈবক্রমে তাহার হােত হইতে সিকিটি পড়িয়া গেল। সিকিটি গড়াইয়া একখানি ইটের ধারে গিয়া লাগিল। নিমিষের মধ্যে ইতর লোকের একটি VG মুক্তা-মালা sNAls viði (SS BS! ro www.amarboi.com ro 6