পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনিয়াছিল। বালক অনেক চেষ্টা করিল; কিন্তু অঙ্কটি বড় ছিল, কিছুতেই সে ঠিক দিতে পারিল না। হতাশ হইয়া বিরাসবদনে শ্লেটের পানে চাহিয়া ভাবিতেছে, এমন সময় তাহার কাধের উপর বসিয়া একটি সাপ মুখ বাড়াইল। তাহার পর সাপটি আরও অগ্রসর হইয়া পেন্সিল সহিত তাহার দক্ষিণ হন্তে অনেকগুলি পাক দিয়া জড়াইয়া ধরিল। এইরূপে বালকের হাত ধরিয়া শ্লেটের উপর তাহাকে লিখাইতে লাগিল। মুহুৰ্ত্তমধ্যে বিনা ভুলে যোগটি সমাপ্ত করাইল। তাহার পরদিন আমরা সকলে মিলিয়া বালককে ত্রৈরাশিক প্রভৃতি আরও নানারূপ কঠিন কঠিন অঙ্ক দিলাম। বালক যোগও ভাল করিয়া শিক্ষা করে নাই। কিন্তু সেই সৰ্পের সহায়তায় মুহুর্তের মধ্যে সমুদয় অঙ্কগুলি সে কষিয়া ফেলিল। সেই অবধি মুহুরিগিরি করিবার নিমিত্ত সাপটিকে আমরা পুষিয়া রাখিয়াছি। সংসার খরচের হিসাব, গয়লার সহিত দুধের হিসাব, ধোপার সহিত কাপড়ের হিসাব, আমাদের সামান্য একটু পৈতৃক সম্পত্তির হিসাব,—কড়ায়-গণ্ডায় সমুদয় হিসাব সেই সাপটি রাখে। জমিদারী সেরেস্তায় হিসাবের গোলমাল হইলে, সাপটিকে ভাড়া দিয়া আমরা মাঝে মাঝে বিলক্ষণ দু’পয়সা উপাৰ্জন করি। তাহাকে আমার মাহিনী দিতে হয় না, খাইতে দিতেও হয় না। সাপটি বনে চলিয়া আসে। তবে ভাল ব্যাঙ পাইলে, সমাদর করিয়া কখন কখন তাহাকে আমরা নিমন্ত্ৰণ করি ।” আডিডাধারী জিজ্ঞাসা করিলেন, — “আপনার বাড়ীতে যে মুহুরিগিরি করে, এ কোন জাতীয় সাপ? এ সাপের নাম কি?” তিনু উত্তর করিলেন,- "ইহার নাম শঙ্খচূড় হিসাবপত্র এ জাতীয় সাপ সাক্ষাৎ kove " (O) ডিনুবাবুর গল্পে সকলেই ঘোরতর বিক্ষিত ষ্টুর্ন। সকলেই তাঁহাকে ধন্য ধন্য করতে W2ʻRW2 * Gl-Nfrii sNAls viði (SS BS! ro www.amarboi.com ro G