পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিয়াছে। তুমি বোধ হয়, তামাসা করিয়া বাক্স লুকাইয়া রাখিয়াছ। আর কেন, দাও। বাক্স বাহির করিয়া দাও।” গিরিশ উত্তর করিলেন,- “সে কি মহাশয়! আপনার সহিত আমি তামাসা করিব, এ কি সম্ভব! বাক্স তক্তপোষের উপর ছিল, তাহা আমিও দেখিয়াছি। বন্ধুবান্ধবকে আনিয়া। আপনি দেখাইতেছেন, তাহাও শুনিতেছি। কিন্তু আমি আপনার মনে কাজ করিতেছি। আপনার বাক্সতে আমি হাত দিই নাই। বাক্স কে লইল, কোথায় গেল, তাহার বিন্দু বিসর্গ আমি জানি না!” গোপীবাবু ক্রুদ্ধ হইয়া বলিলেন, “বাক্সর পা নাই যে চলিয়া যাইবে, পাখা নাই যে উড়িয়া যাইবে। আমার মা কিছু আর বাক্স চুরি করেন নাই। বাক্স তক্তপোষের উপর রহিয়াছে, তিনি দেখিয়া গিয়াছেন। আহাদী বিও তাহা দেখিয়া গিয়াছে। তাহার পর এ দালানে অপর কোন ব্যক্তি আসে নাই। তুমি একেলা এই দালানে আছ। দাও, বাক্স কোথায় রাখিয়াছ, বাহির করিয়া দাও।” গিরিশও রাগত হইয়া উত্তর করিলেন, “তবে কি মহাশয় আমাকে চোর বলেন নাকি?” গোপীবাবু আরও কুপিত হইয়া বলিলেন,- “বাক্স না পাওয়া গেলে আর কি বলিব?” গিরিশ বলিলেন, — “তবে এই আপনার ঔষধ রহিল, এই কাগজ রহিল, এই দোয়াতকলম রহিল, আমি চলিলাম। এই দেখুন, আমার হাতে কিছুই নাই, কাপড়ে কিছু নাই, চাদরে কিছু নাই, জামার ভিতর কিছু নাই। আপনার মোহর আমি খাইয়া ফেলি নাই।” এই কথা বলিয়া গিরিশ চলিয়া যাইতে উদ্যত হইলেন । ক্ৰোধে কম্পিত হইয়া গোপীবাবু বলিলেন,- “তুমি যাবে কোথা? বাক্স বাহির করিয়া দিয়া তবে যেখানে ইচ্ছা! চলিয়া যাও । তা না হইলে তোমাকে আমি ডুব না। ওরে, এরে ধর তো। ঐ ছোট কুঠরিতে বন্ধ করিয়া রাখা।” পূৰ্ব্বে গােপীবাবুর ডাক্তারখানা হইতে অনুপ্ত ঔষধ চুরি যাইত। কম্পাউণ্ডার, দ্বারবান প্রভৃতি চুরির ছোট কুঠরিতে লইয়া গেল। সেই স্থানে লইয়া, কাপড় দ্বারা মুখ বন্ধ করিয়া, গিরিশকে তাহারা নিদারুণ প্রহার করিতে লাগিল। প্ৰহারের চোটে গুরুতর আঘাত লাগিয়া গিরিশের মুখ দিয়া ভলকে ভলকে রক্ত বাহির হইতে লাগিল। সে রক্ত মুখ হইতে বাহির হয় নাই; সে রক্ত কৃষ্ণবর্ণের নহে। গিরিশের শ্বাস-প্ৰশ্বাস-যন্ত্র বাল্যকাল হইতেই দুৰ্ব্বল ছিল। সে রক্ত লোহিত্যুবৰ্ণ: বক্ষঃস্থলের ভিতর হইতে বাহির হইয়াছিল। গিরিশকে যাহারা মারিতেছিল, শোণিত দেখিয়া তাহাদের ভয় হইল। হাতেমুখে জল দিয়া গিরিশকে তাহারা একটু সুস্থ করিল, রক্তের চিহ্ন ধুইয়া ফেলিল। তাহার পর গিরিশকে সেই ঘরে বন্ধ করিয়া, দালানে ও সকল স্থানে পাতি পাতি করিয়া তাহারা মোহরের বাক্স খুঁজতে লাগিল। কিন্তু সকল অনুসন্ধান বৃথা হইল, মোহরের বাক্স বাহির হইল না। যখন এই সমুদয় ব্যাপার ঘটিয়াছিল, তখন মাধব চক্ৰবৰ্ত্তী ডাক্তারখানায় ছিলেন না। তিনি তাগাদায় গিয়াছিলেন । , এই গোলযোগের সময় গোপীবাবুর দরওয়ান তাঁহাকে বলিল যে,- “মহাশয়! গতকল্য গিরিশবাবুর নিকট আমি একটা মোহর দেখিয়াছি। কাল আমার সাক্ষাতে গিরিশবাবু পকেটে হাত দিয়া কতকগুলি পয়সা বাহির করিলেন। সেই পয়সার সহিত একটা মোহর দেখিয়াছিলাম।” দরওয়ান বলিল, কাল সে গিরিশের নিকট মোহর দেখিয়াছে। গোপীবাবুর মোহর চুরি গেল, আজ প্ৰাতঃকালে। সে কথা গোপীবাবুর বড় হৃদয়ঙ্গম হইল না। ক্ৰোধে ও দুঃখে তিনি vobro أعلاهثة sNAls viði (SS BS! ro www.amarboi.com ro