পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্লেশের আগার হইল, প্ৰত্যেক নিশ্বাস-প্ৰশ্বাস তাঁহার যন্ত্রণাদায়ক হইল। ইহার উপর তাহার দুইটি পুত্ৰই বিসূচিকা রোগ দ্বারা আক্রান্ত হইয়া একদিনেই মৃত্যুমুখে পতিত হইল। একটি বয়ঃক্রম দ্বাদশ ও অপরটির বয়স দশ বৎসর। ইহার কিছুদিন পরে গোপীবাবুর আর একটি বিপদ ঘটিল। তাঁহার একমাত্র কন্যা ছিল। সেই কন্যার একটি শিশুপুত্র ছিল। যেদিন মোহর চুরি যায়, সেদিন তাহারই কান্না শুনিয়া গোপীবাবুর মাতা তাড়াতাড়ি বাটীর ভিতর গমন করেন। কয়েক বৎসর পরে গোপীবাবুর কন্যার শ্বশুরবাড়ীতে একদিন তাঁহার পুত্ৰ পুষ্করিণীর জলে পড়িয়া যায়। তখন ঘাটে আর কেহ ছিল না। পুত্রকে বঁাচাইবার জন্য গোপীবাবুর কন্যা জলে ঝাঁপ দিলেন। কিন্তু তিনি সাতার জানিতেন না। মাতা-পুত্র দুই জনেই জলমগ্ন হইয়া মৃত্যুমুখে পতিত হইলেন। গোপীবাবু এইরূপে নিঃসন্তান হইলেন। সকলেই বলিল, এমন কি, তাহার নিজের মাতাও বলিলেন যে, বিনা দোষে গিরিশের প্রতি অন্যায় হইয়াছিল, তাহারই প্রতিফলস্বরূপ তাঁহার এই সমুদয় বিপদ ঘটিল। কিন্তু এ পৰ্যন্ত সে মোহরের কোন সন্ধান হয় নাই। সে নিমিত্ত এখনও তাঁহার মনে নিশ্চিন্ত বিশ্বাস ছিল যে, গিরিশই তাঁহার মোহর চুরি করিয়াছে। গিরিশের সহিত পুনরায় সদ্ভাব করিতে মাতা তাঁহাকে বারবার অনুরোধ করিলেন। কিন্তু এই বিশ্বাসের বশবৰ্ত্তী হইয়া তিনি মাতার অনুরোধ রক্ষা করিলেন না। বাল্যকাল হইতেই গিরিমের বক্ষঃস্থলে বড় ভাল ছিল না। বিশেষ কোন রোগ ছিল না বটে, কিন্তু বক্ষঃস্থলের সঙ্কুচিত গঠন দেখিয়া, তিনি নিজেই সৰ্ব্বদা ভয় পাইতেন। তাঁহার শ্বাসপ্রশ্বাসযন্ত্র ভালরূপ সবল নহে, গিরিশের মনে এই ধাকৃষ্ণু ছিল। তুহার পর গােপীবাবুর লােক দ্বারা প্ৰহারের পর তাঁহার বক্ষঃস্থলে যে বেদনা সুঞ্জ বেদনা কিছুতেই দূর হয় নাই। সেই সময় হইতে মাঝে মাঝে কাসি হইয়া তিনি বড়ই কষ্ট পাইতেন। এই সকল কারণে, অর্থে পাৰ্জ্জন করিতে আরম্ভ করিয়াই, গিরিশুল্লাইফ ইনশিয়োর অর্থাৎ ফণ্ডে টাকা জমা দিতে যে, গিরিশের মৃত্যু হইলে সে ফাণ্ড ਜਜ থাকিবেন, ততদিন মাসে মাসে দশ টাকা করিয়া পাইবেন। প্রথম স্থানে গিরিশকে ছয় মাসে অন্তর পঞ্চাশ টাকা দিতে হইত; দ্বিতীয় স্থানে তিনি প্রতি মাসে তিন টাকা করিয়া দিতেন। অষ্টম অধ্যায় সঙ্কট পীড়া এইরূপে প্ৰায় সাত বৎসর কাটিয়া গেল। মাধব চক্ৰবৰ্ত্তী মহাশয়ের শরীর আর সুস্থ ও সবল হইল। না। গ্ৰীষ্মকালে তাঁহার বাত-বেদনার প্রকোপ যখন কিছু হাস হইত, তখন তিনি একটু উঠিয়া হাঁটিয়া বেড়াইতে পারিতেন। কিন্তু সে কেবল অল্পদিনের জন্য। বলিতে গেলে প্ৰায় বারো মাস তাহাকে বিছানায় পড়িয়া থাকিতে হইত। সরলার আর সন্তানাদি হয় নাই, কেবল সেই একমাত্র কন্যা, – লীলা। লীলা পিতার বড় আদরের সামগ্ৰী । পিতার সহিত তাহার যত মনের কথা Հsj-Հtթ1] ՖԵԳ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro