পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দাগ খাইয়া ফেলে, তাহা হইলে কি হয়।” বন্ধু উত্তর করিলেন,- “কি হয়, তাহা কি তুমি জান না? দুৰ্ব্বল লোকের কথা দূরে থাকুক, সুস্থ সবল ব্যক্তিও মরিয়া যায়।” ঈষৎ হাসিয়া গিরিশ বলিলেন, — “তাই জিজ্ঞাসা করিতেছি।” সেদিন এইরূপে গত হইল। তাহার পরদিন সন্ধ্যাকালে গিরিশ বলিলেন, — ‘সরলা! লীলা মা! তোমরা দুই জনে আমার নিকট এস। সরলা, তুমি একপাশে থাক, লীলা তুমি একপাশে থাক। তোমরা দুই জনে আমার নিকটে থাকিলে আমি ভাল থাকি।” গিরিশ খাটে শুইয়া আছেন। সরলা বাম পাশে বসিল, লীলা তাঁহার দক্ষিণ পাশে বসিল। বাম হাতে গিরিশ সরলার একটি হাত ধরিলেন। সন্ধ্যাকাল, অন্ধকার হইয়াছে। ঘরে প্রদীপ জ্বলিতে গিরিশ বারণ করিলেন। সরলা ও লীলার হাত ধরিয়া সেই অন্ধকার ঘরে নিঃশব্দে চক্ষু বুজিয়া গিরিশ শয়ন করিয়া রহিলেন । এইভাবে আধা ঘণ্টা শয়ন করিয়া আছেন, এমন সময় সহসা সেই ঘরে একজন পুরুষমানুষ আসিয়া উপস্থিত হইলেন। সরলা চমকিত হইয়া দাঁড়াইলেন। সে পুরুষমানুষ কে? গিরিশ যে সময়ে সরলা ও লীলাকে কাছে বসাইলেন, সেই সময়ে গোপীবাবুর বাটীতে এক অভাবনীয় ঘটনা ঘটিয়াছিল। র বৃদ্ধা মাতা যে ঘরে শয়ন করিতেন, সেই ঘরের দ্বার-জানালায় কিছু ফাক হইয়া গিয়াছিল। অগ্রহায়ণ মাস, নৃতন শীত পড়িয়াছে। আহাদী ঝিকে ডাকিয়া গোপীবাবুর মাতা বলিলেন, — “আহােদি! দ্বার-জানালার ফাঁক দিয়া রাত্রিতে ঘরে বড় হিম আসে। বুড়ো হাড়। সমস্ত রাত্ৰি যেন কুকুরে চিবায়। গায়ের ব্যথায় সকালে উঠিতে পারি না। তুই এক কৰ্ম্ম কর। এই ছেড়া কাপড়খানা ছিড়িয়া নেকড়া করু, আর সেই নেকড়া জানালার ফাঁকে ফাঁকে গুজিয়া দে। তাহা করিলে রাত্রিতে ঘরে হিম আসিবে না।” আহাদী বলিল,— “ঠাকুরমা ! সেদিন চোরকুঠরি ঝাড়িতে ঝাড়িতে একটা ভাঙ্গা বােক্সর ভিতর কতকগুলো চট দেখিয়াছি। সেই চাঁট দিয়া পৰ্দা করিলে হয় না?” গোপীবাবুর মাতা বলিলেন, — “চাের-কুঠরিতে চট কোথা হইতে আসিল?” আহাদী বলিল,— “তা জানি না। একটা ভাঙ্গা বাক্স, ডালা নাই, তাহার ভিতর রহিয়াছে দেখিলাম।” গোপীবাবুর মাতা বলিলেন, — “চল দেখি, দেখি! কি চট, কোথা হইতে আসিল, আর তাহাতে পৰ্দা হইবে কি না?” ঝিকে সঙ্গে লইয়া গোপীবাবুর মাতা চােরকুঠরিতে গিয়া উপস্থিত হইলেন। চাের-কুঠরির ভিতর সহজেই অন্ধকার, তাহাতে সন্ধ্যা হইয়াছে। আহাদী গিয়া প্ৰদীপ আনিল। একটা কাঠের বাক্সে কতকগুলো ছেড়া চট রহিয়াছে, গোপীবাবুর মাতা তাহা দেখিতে পাইলেন। Vesd দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboicon-3