পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপীবাবুর মাতা বলিলেন,- “ওরে! ও আহাদি! এ সেই চট! তোর মনে পড়ে? যেদিন মোহর চুরি যায়, সেইদিন গিরিশের কােছ হইতে বাক্স-মোড়া চট আমি আনিয়াছিলাম। সেই চটগুলি আনিয়া আমি এই বাক্সটার ভিতর ফেলিয়াছিলাম। তাহার পর সেই মোহর লইয়া হাঙ্গামহুজ্জৎ, মকদ্দমা-মামলা! এ চটের কথা আমি একেবারেই ভুলিয়া গিয়াছিলাম। সে আজ সাত-আট বৎসরের কথা। এ চটগুলা দেখিয়া আমার প্রাণে যেন কেমন একটা আতঙ্ক হইতেছে।” আহাদী ঝি বলিল,— “হী! ঠাকুরমা ! এ চটের কথা এখন আমার সব মনে পড়িতেছে। তাড়াতাড়ি আমরা দুই জনে আসিয়া এই বাক্সর ভিতর চটগুলা ফেলিয়া রাখিলাম। তাহার পর সেই হাঙ্গাম, সেই পুলিশের লোক। এখনও সে সব কথা মনে হইলে ভয় হয়। আহা! গিরিশবাবু না কি মরমর হইয়াছেন।” গোপীবাবুর মাতা উত্তর করিলেন,- “হী! আমি শুনিয়াছি, ডাক্তারে জবাব দিয়াছে। টুড়ির দশা যে কি হইবে! এতদিন পরে এ চটে আর কি কোনও কাজ হইবে? পচিয়া হয়তো গোবর উঠিয়া গিয়াছে!” চটের ভিতরু হইতে তৎক্ষণাৎ একটি কুঞ্জ বস্তু ভূতলে পতিত হইল, আর সেই উজ্জ্বল নূতন পয়সা মত কি সব ঘরের চারিদিকে গঁড়াইয়া গেল। আহাদী ভয়ে চীৎকার করিয়া উঠিল। গোপীবাবুর মাতা থৰ্প করিয়া মাটিতে বসিয়া পড়িলেন, আর বলিলেন,- “আহাদি! আমাকে বাতাস কর, আমার গা ঝিম্ ঝিম্ করিতেছে!” একটু সুস্থ হইলে তিনি পুনরায় বলিলেন,- “শীঘ্ৰ গোপীকে ডাকিয়া আন।” আহাদী তাড়াতাড়ি গোপীবাবুকে ডাকিয়া আনিল। মাতা বলিলেন,- “গোপী! এই দেখা কি বাহির হইয়াছে!” গোপীবাবু আশ্চৰ্য্য হইয়া দেখিলেন যে, চটের সঙ্গে সেই সাবানের বাক্স দুই ভাগ হইয়া গিয়াছে। গোপীবাবু সাবানের বাক্সটি তুলিয়া লইলেন ও মোহর কুড়াইতে লাগিলেন। আহাদী কুড়াইতে বলিলেন। s আহাদী বলিল,— “না, ও মোহরে আমি হাত দিব না, ও বড় অপয়া মোহর, যে ইহাতে হাত দিবে, তাহার। সৰ্ব্বনাশ হইবে।” গোপীবাবু নিজেই সমস্ত মোহর কুড়াইয়া গণিয়া দেখিলেন যে,-ঠিক পঞ্চাশটি মোহর রহিয়াছে। মাতা তখন বলিলেন,- “গোপী! আমি হতভাগীই তবে চোর! গিরিশের মত হাতে হাতকড়ি দিয়া আমাকে এখনি পুলিশের লোক ধরিয়া লইয়া যাইবে! আমাকে জেলখানায় lief Vidè एक sNAls viði (SS BS! ro www.amarboi.com ro