পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপীবাবু খাটের নিম্নে ভূমিতে হাঁটু গাড়িয়া বসিলেন; বসিয়া আস্তে আস্তে গিরিশের একটি হাত ধরিলেন। গিরিশ চক্ষু চাহিলেন। গোপীবাবু কাঁদিতে কাঁদিতে বলিলেন,- “গিরিশ। গিরিশ! আমাকে ক্ষমা কর।” ধীরে ধীরে গিরিশ উত্তর করিলেন,- “এ সময় কাহারও উপর আমার রাগ-দ্বেষ নাই। সকলকেই আমি ক্ষমা করিয়াছি।” গোপীবাবু পুনরায় বলিলেন,- “গিরিশ, আমি অতি পাপিষ্ঠী; আমি অতি নরাধম। বিনাদোষে আমি তোমার প্রতি ঘোরতর অত্যাচার করিয়াছি। তোমার এ রোগের কারণ আমি । ক্ষমার পাত্র আমি নই বটে, কিন্তু তোমার হাতে ধরিয়া বলিতেছি, তুমি আমাকে ক্ষমা কর!” গিরিশ বলিলেন, — “আপনাকে আমি ক্ষমা করিয়াছি। আপনি নিশ্চিন্ত মনে বাটী প্রত্যাগমন করুন। আমার কথা কহিবার শক্তি নাই। আমি নিদ্রা যাইব ।” গোপীবাবু পুনরায় বলিলেন,- “তুমি যে সম্পূর্ণ নিৰ্দোষ, আজ এইমাত্র তাহা আমরা জানিতে পারিলাম। জানিতে পারিয়াই তোমার নিকট দৌড়িয়া আসিয়াছি। সেই মোহর আজ পুনরায় বাহির হইয়া পড়িয়াছে। আমার মা না দেখিয়া চটের সহিত গুটিাইয়া মোহরের বাক্স বাটীর ভিতর লইয়া গিয়াছিলেন। বাটীর ভিতর চোর-কুঠরিতে একটা ভাঙ্গা বাক্সে সেই চটের সহিত মোহরগুলি এতদিন পড়িয়াছিল। আজ তাহা পুনরায় বাহির হইয়া পড়িয়াছে। এই দেখ, সেই সাবানের বাক্স, আর ইহার ভিতর সেই পঞ্চাশটি মোহর।” গিরিশ ঈষৎ হাসিয়া বলিলেন, ৮ “আপনি নিজে ডাক্তার। আপনি সব জানেন। এক্ষণে আপনি বাটী গমন করুন, আমি আর কথা কহিতে পারি না।” গোপীবাবু বলিলেন, — “আর কেবল একটি কথা বলি। তোমাকে আর অধিক কষ্ট দিব না। সেই কথাটি বলিয়াই আজ আমি বিদায় হই । পুনরায় কাল আসিয়া তোমার ভালরূপ চিকিৎসার আয়োজন করিব।” গিরিশ জিজ্ঞাসা করিলেন,- “কি কথা?” গোপীবাবু বলিলেন,- “এই মোহরগুলি তোমাকে দিয়া যাইতে মাতা আজ্ঞা করিয়াছেন। এ মোহরগুলি আমি রাখিয়া যাই। এ মোহর এখন তোমার, এ আমার নয়।” গিরিশের মুখ ঈষৎ রক্তিমন্বর্ণে রঞ্জিত হইল। অপেক্ষাকৃত একটু উচ্চৈঃস্বরে তিনি বলিলেন, — “কি ঐ মোহরগুলি আমি লাইব। কখনই না!” ኳ মোহর লইবার নিমিত্ত গোপীবাবু গিরিশকে বারবার অনুরোধ করিতে লাগিলেন। কথা কহিতে গিরিশে অতিশয় কষ্ট হইতেছিল। এমন কি, এক্ষণে শ্বাসপ্ৰশ্বাস-ক্রিয়া-সম্পাদনেও তাহার ক্লেশ হইতেছিল। হাঁপাইতে হাঁপাইতে গিরিশ বলিলেন, — “মহাশয়! কথা কহিবার আর আমার শক্তি নাই। মিনতি করি, এ শেষ অবস্থায় আর আমাকে কষ্ট দিবেন না। আপনার মোহর আমি কিছুতে লাইব w8 দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com%ি" "*********