পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

না। আপনার ইচ্ছা হয়, গরীব-দুঃখীকে ইহা দান করিবেন। আমার স্ত্রী কি আমার কন্যা, কি আমার শ্বশুর-শাশুড়ী কেহ যেন এ মোহর স্পর্শ না করে, অনাহারে মৃত্যু হইলেও কেহ যেন আপনার নিকট হইতে একটি পয়সাও গ্ৰহণ না করে। সরলা! লীলা! যদি অনাহারে তোমাদের মৃত্যু উপস্থিত হয়, তাহা হইলেও এ মোহর কি ইহার একটি পয়সা কখন স্পর্শ করিও না। সরলা! আমার এই অন্তিম দশায় তোমাকে আমি এই আজ্ঞা করিলাম। কখনও ভুলিও না।” একটু নিঃশব্দে থাকিয়া, গোপীবাবুর মুখপানে চাহিয়া গিরিশ পুনরায় বলিলেন,- “মহাশয়। বিনা অপরাধে আমার প্রতি যাহা কিছু অত্যাচার হইয়াছে, সেসব আমি ক্ষমা করিলাম। কিন্তু মোহর লইতে। আর আমাকে অনুরোধ করিবেন না। আমার শ্বশুর-শাশুড়ী, অথবা আমার স্ত্রী, অথবা আমার কন্যা, আমার অবৰ্ত্তমানে কেহ আপনার মোহর স্পর্শ করিবে না। এক্ষণে বাটী প্ৰত্যাগমন করুন। এই আমার শেষ কথা। আর আমি কথা কহিতে পারি না।” এই কথা বলিবার পর গিরিশের মূৰ্ছিা হইবার উপক্রম হইল। সরলা তাড়াতাড়ি আসিয়া বাতাস করিতে লাগিল। তাহার পর হাতযোড় করিয়া সে গোপীবাবুকে বলিল,- “মোহরের কথা, মহাশয় আর কখন মুখে আনিবেন না। প্ৰাণ গেলেও আপনার মোহর কখনই লইব না। আপনি বাটী প্রত্যাগমন করুন। আপনাকে দেখিলে ইহার মনে কষ্ট হয়। এ স্থানে আপনার আগমন না করাই ভাল ছিল ।” গোপীবাবুকে সরলা একপ্রকার বাটী হইতে দূর করিয়া দিল। নিতান্ত অপ্ৰতিভ হইয়া মোহরের বাক্স হাতে করিয়া, বিরস বদনে তিনি স্বগৃহে করিলেন । 9 کیم (N অধ্যায়। উআর কেন ভাই সরলা লীলা পুনরায় গিরিশের দুই পার্শ্বে বসিল। গিরিশ পূৰ্ব্ববৎ তাহাদের হাত ধরিয়া রহিলেন। মোহর প্রদানের কথা শুনিয়া উত্তেজিত হইয়াছিলেন, সেই কারণেই হউক, অথবা অন্য কারণেই হউক, গিরিশের চক্ষু রক্তবর্ণ হইয়া উঠিল, ঘন ঘন সবলে নিশ্বাস পড়িতে লাগিল । সেই নিশ্বাসে কিরূপ একপ্রকার শব্দ হইতে লাগিল । সরলাও অতিশয় ভয় পাইল। তাড়াতাড়ি পিতাকে সে সেই ঘরে ডাকিয়া আনিল। লাঠি ধরিয়া মাধব চক্ৰবৰ্ত্তী অতিকষ্টে সেই ঘরে আসিলেন। ঘরে আসিয়া গিরিশের অবস্থা দেখিয়া তিনি স্ত্রীকে বলিলেন,- “শীঘ্ৰ যাও। গোপালকে শীঘ্ৰ ডাক্তার আনিতে বল।” গিরিশ চক্ষু চাহিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, “না মহাশয়! ডাক্তাৱ আনিতে হইবে না। শীঘই আমি সুস্থ হইব।” সরুলার মাতা সে কথা শুনিলেন না । ডাক্তার আনিবার নিমিত্ত তিনি গোপালকে বলিতে গেলেন। গোপাল একজন প্রতিবাসী। কিছুক্ষণ পরে গিরিশের বন্ধু সেই ডাক্তার আসিয়া উপস্থিত হইলেন। গিরিশের পার্শ্বে যাই তিনি খাটের উপর বসিয়াছেন আর তাঁহার পা লাগিয়া খাটের নীচে কি ঠন করিয়া পড়িয়া Wy6ł Հrsi-wթ]] sNAls viði (SS BS! ro www.amarboi.com ro