পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভয়ানক আংটি প্ৰথম পরিচ্ছেদ হারাধনের নাম কলিকাতার নিকট হাবড়া। হাবড়ার নিকট রাজীবপুর। রাজীবপুরে পরাণ বীডুয্যের বাড়ী। পরাণ বীডুয্যের একমাত্র পুত্র,-তাহার নাম হারাধন। হারাধন কলেজে পড়েন, ছােকরা বয়স, নিতান্ত ছোকরা নয়, উনিশ-কুড়ি বৎসরের যুবা । রাত্রি হইয়াছে। শয্যায় শয়ন করিয়া হারাধন আরব্য উপন্যাস পাঠ করিতেছেন!! কমর-উলজমানের গল্প, যে গল্পে পরীতে এক দেশের রাজকন্যা আনিয়া অন্য দেশের রাজপুত্রের সহিত বিবাহ দিয়াছিল। হারাধন একমনে এক ধ্যানে সেই গল্প পড়িতেছিলেন। নিদ্রায় হারাধনের চক্ষু জুড়িয়া যাইতে লাগিল। একটি নিশ্বাস পরিত্যাগ করিয়া হারাধন পুস্তকখানি বন্ধ করিলেন। পাশ ফিরিয়া হার্য মনে বলিলেন,- “আমার ঐরাপ হয়! পৃথিবীর মধ্যে সৰ্ব্বাপেক্ষা যে পরমাসুন্দরী কুর্মুষ্টি জিন কি পরীতে আনিয়া তাহার সহিত আমার বিবাহ দেয়া!” ஜூ কন্যাটির কি প্রকার রূপ হইবে, , চক্ষু, কি প্রকার হইবে, হারাধন সেই বিষয় মনে মনে ভাবিতে লাগিলেন। একখানি চিত্র তাহার হৃদয়ে অঙ্কিত হইয়া গেল। চিত্রই বা কি করিয়া বলি? সৌদামিনীসদৃশ অপূৰ্ব্ব প্রভােরাশিসম্পন্ন, অলৌকিক রূপলাবণ্যে গঠিত, সহাস্য-বদন দ্বাদশবৰ্ষীয়া এক কন্যাকে তিনি যেন প্রত্যক্ষ দেখিতে লাগিলেন। সেই স্বগীয় রূপরাশি দর্শনে বিমোহিত হইয়া হারাধন নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন। নিদ্রায়ও হারাধন অৰ্দ্ধ-প্ৰস্ফুটিত-মনােহর-পুষ্প-মুকুলসদৃশ সৌন্দৰ্য্যময়ীকে দর্শন করিলেন। হারাধন স্বপ্ন দেখিলেন যে,-সেই কন্যার বিবাহ দিবার নিমিত্ত তাহার পিতা স্বয়ম্বর সভা করিয়াছেন। নানা দেশ হইতে রাজগণ আগমন করিয়া সভায় ঘটের মত সারি সারি বসিয়া আছেন। মাল্য-চন্দনপূর্ণ পাত্র হস্তে কন্যা বাহির হইল। অৰ্জ্জুনের সম্মোহন বাণে প্ৰপীড়িত কীেরবরথিগণের ন্যায় রাজগণ কন্যার রূপে মুগ্ধ হইয়া পড়িলেন। ঘোর চীৎকারে মালা প্রার্থনা করিয়া, তাহারা আপন আপন গলা বাড়াইয়া দিতে লাগিলেন। হাৱাধীন সভার '‘একপার্শ্বে বসিয়াছিলেন। কন্যা অন্য কাহারও প্রতি কটাক্ষপাত না করিয়া, হারাধনের নিকটে আসিয়া, তাহারই গলায় মাল্য প্ৰদান করিল। চারিদিকে হৈ হৈ পড়িয়া গেল। দ্ৰৌপদীর স্বয়ম্বরের ন্যায় রাজগণ ক্ষেপিয়া উঠিলেন। কামান, বন্দুক, গোলাগুলি লইয়া তাহারা হারাধনের সহিত যুদ্ধ করিবার নিমিত্ত অগ্রসর হইলেন। হারাধন যুদ্ধ করিলেন না, তিনি বক্তৃতা করিতে আরম্ভ মুক্তা-মালা VEse sNAls viði (SS BS! ro www.amarboi.com ro