পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা আসিলেন বটে; কিন্তু নটাবরের মনে মনে সেই গীত, সেই অমানুষিক শব্দ সৰ্ব্বদাই জাগিতে লাগিল। “কেন এত নিদয় হইলে,” এই কথাগুলি যেন তাহার জপমন্ত্র হইল। কত চেষ্টা করিলেন, কিন্তু মন হইতে সে কথাগুলি কিছুতেই তিনি দূর করিতে পারিলেন না। নটবরকে যেন পাগল করিয়া তুলিল। নটাবর ভাবিলেন যে,- “কাহার সে গীত, কাহার চীৎকার, তদন্ত করিয়া মীমাংসা করিতে হইবে। তা না করিলে আমি পাগল হইয়া যাইব ।” এইরূপ মনে করিয়া, নটাবর তাহার পরদিন শিয়ালদহে গাড়ীতে উঠিয়া দমদমা গমন করিলেন। দমদমা ষ্টেশনে নামিয়া সেই স্থানটার অনুসন্ধান করিতে লাগিলেন; কিছুতেই খুজিয়া পাইলেন না, কিন্তু হতাশ হইলেন না। মাঝে মাঝে সৰ্ব্বদাই তিনি এই স্থানে আসিতে লাগিলেন। সেই নারীকণ্ঠস্বর পুনরায় শুনিবার প্রতীক্ষায় দিবাকালে ও রাত্রিকালে সৰ্ব্বদাই তিনি এই অঞ্চলে পথে পথে ঘুরিতে লাগিলেন। পুনরায় পূর্ণিমা আসিল। সেদিন অনেক রাত্ৰি পৰ্যন্ত নটাবর এই স্থানে ঘুরিতে লাগিলেন। রাত্রি দুই প্রহর হইল। নটাবর ক্লান্ত হইয়া পড়িলেন। নিকটে দুইটি বাগানবাড়ী দেখিতে পাইলেন। একটিতে বড় একখানি দোতলা বাড়ী, অপরটিতে ছোট একখানি একতলা অট্টালিকা আছে। দুই বাগানের মাঝখানে একটি মতিঝিল আছে, ঝিলের উপর এক স্থানে একটি পুল বা সঁকো আছে। এ-বাড়ী হইতে ও-বাড়ী যাইবার পথ ঐ পুলের উপর দিয়া গিয়াছে। দুইটি বাড়ীই খালি পড়িয়া আছে বলিয়া বোধ হইল। এ করিবার নিমিত্ত নটাবর ছোট বাগানটিতে প্ৰবেশ করিলেন । চাদরেখানি মাথায় ལུ་ཧ য়া কে একজন উকি-কুঁকি মারিতেছে। ঠু শব্দ হইল। গাড়ীখানি বাগান হইতে কিছু দূরে থামিল। অল্পক্ষিণ পরেই নটবর ক্টেী'যে, বাগানের ফটক পার হইয়া ত্রয়ােদশ কি চতুর্দশ বৎসরের এক বালিকা দ্রুতবেগে চলিয়া আসিতেছে। ঘোরতর বিস্ময়াপন্ন হইয়া নটাবর বরেণ্ডায় চুপ করিয়া পড়িয়া রহিলেন। বালিকা হনু-হন শব্দে আসিয়া একটি অশোক বৃক্ষের নিকট দাঁড়াইল। তাহার পর বাতাসাপূর্ণ একখানি সরা সেই বৃক্ষতলে রাখিয়া হাতযোড় করিয়া মনে মনে কি বলিতে লাগিল। যে লোকটা বাহির হইতে উকি মারিতেছিল, সেই সময় সে এক লফে প্রাচীর পার হইয়া বালিকার সম্মুখে আসিয়া দাঁড়াইল। উজ্জ্বল শাণিত একখানি ছোরা বাহির করিয়া বালিকাকে সে বলিল,— “যদি চীৎকার করা কি একটি কথা কও, তাহা হইলে এখনি তোমাকে কাটিয়া ফেলিব। শীঘ্ৰ হাতের বালা দুইগাছি খুলিয়া দাও।” বালিকা ভয়ে কঁাপিতে লাগিল। শাণিত ছােরা দেখাইয়া লোকটা আরও ভয় দেখাইতে লাগিল। নটবর আর থাকিতে পারিলেন না। দৌড়িয়া সেই স্থানে উপস্থিত হইলেন ও আপনার ছড়ির দ্বারা লোকটার হাতে নিদারুণ প্ৰহার-করিলেন। তাহার হাত হইতে ছােরা দূরে গিয়া পড়িল। সহসা সেই স্থানে অন্য একজন পুরুষ দেখিয়া লোকটা নিমিষের নিমিত্ত চমকিত ও স্তম্ভিত হইয়া রহিল। তাহার পর ছোরাখনি কুড়াইয়া এক লফে প্রাচীর পার হইয়া পলায়ন করিল। ভয়ে বালিকা কাপিতেছিল। হাত ধরিয়া নটাবর তাহাকে বারেণ্ডার ধারে আনিয়া বসাইলেন। আশ্বাস প্রদানপূৰ্ব্বক নটাবর তাঁহাকে বলিলেন,- “তোমার আর কোন ভয় 8YSq দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboicon 23