পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায় নরমুণ্ড বিশেষরূপে তদন্ত করিবার নিমিত্ত একদিন নটাবর সেই বাগান আগমন করিলেন। একজন উড়িয়া মালীর সহিত তাঁহার সাক্ষাৎ হইল। মালী বাগান খুঁড়িতেছিল। নটাবর তাহার পশ্চাতে আসিয়া দাঁড়াইলেন। সহসা কোদালি হাতে করিয়া মালী চুপ করিয়া দাড়াইল। একান্ত মনে কান পাতিয়া কি যেন সে শুনিতে লাগিল। কিছুক্ষণ পরে আপনার মনে সে বিড়-বিড় করিয়া दलिब्न 3 অবসান নিশি, অস্ত গেল। শশী, দাসীরে ভুলিয়া নাথ কোথায় রহিলে।” ঘোরতর বিস্মিত হইয়া নটাবর তাহাকে জিজ্ঞাসা করিলেন,- “তুমি ও কি বলিতেছ?” চমকিত ও রাগত হইয়া মালী উত্তর করিল,— “আমি যা বলি না কেন, তোমার সে কথায় কাজ কি?” মালীর নিকট হইতে নটাবর সে বালিকারও কোন সন্ধান পাইলেন না। নটাবর ভাবিলেন“এই মালীর মুখে সেই গীত আজ আমি পুনরায় শুনিলাম। ইহার নিগুঢ় তত্ত্ব আমাকে বাহির করিতে হইবে। কিছুদিনের নিমিত্ত এই বাটী ভাড়া ཉི་རྒྱུ་ ম। এ স্থানে বাস করিব। দেখি কি श!” এইরূপ স্থির করিয়া নটাবর মালীকে র নাম ও ঠিকানা জিজ্ঞাসা করিলেন। অবগত হইলেন যে, এই দুইখানি বাগানৰ্থ র। গোকুলবাবুর বাটীতে গিয়া নটবর ছােট বাড়ীখানি ভাড়া লইতে চাহিলোম্ব১ে বলিলেন যে, ও বাড়ীর অখ্যাতি আছে, সকলে বলে যে, ও বাড়ীতে ভূত আছিল আমার পুত্রবধূ সম্প্রতি ঐ বাটিতে মারা পড়িয়াছেন। নটাবর সে কথায় ভয় পাইলেন না। পুনরায় অতিশয় আগ্রহসহকারে বাড়ীটি প্রার্থনা করিলেন। অবশেষে বিনা ভাড়ায় সে বাটীতে বাস করিতে গোকুলবাবু তাঁহাকে অনুমতি প্ৰদান করিলেন । সন্ধ্যার সময় নটাবর বিছানাপত্ৰ লইয়া ও একজন চাকর সঙ্গে করিয়া সেই বাটীতে আসিয়া উপস্থিত হইলেন। বাড়ীখানিতে চারিটি ঘর ছিল। একটি ঘরে তালা বন্ধ ছিল। তাহাতে গৃহস্বামীর টেবিল, চৌকি, খাট প্রভৃতি দ্রব্যাদি ছিল। আর একটি প্রশস্ত ঘরের মেজেতে নটাবর আপনার বিছানা করিলেন। চাকরকেও এক পাশে তাহার বিছানা করিতে বলিলেন। নিদ্রা হইল না। রাত্রি দুই প্রহর হইল। অতিশয় গ্ৰীষ্ম বোধ করিয়া নটাবর বাহিরে বারাণ্ডায় আসিয়া শয়ন করিলেন। পদতলে বসিয়া চাকর তাঁহার পা টিপিতে লাগিল । সহসা চাকর বলিয়া উঠিল,- “ও কাহারা? মহাশয়! দেখুন, দেখুন, ও কি?” তাড়াতাড়ি নটাবর উঠিয়া বসিলেন। অশোকবৃক্ষের উত্তর দিকে আস্তাবল অথবা মালীর ঘরের মত একটু স্থান ছিল। নটাবর দেখিলেন যে, তাহার নিকট কৃষ্ণবর্ণ কাপড়ে আবৃত দুইটি মানুষ একসঙ্গে বেড়াইতেছে, আর আস্তাবলের ভিতর হইতে একটি স্ত্রীলোক উকি মারিতেছে। বৃক্ষের ছায়ায় সে স্থানটি অন্ধকারে আবৃত ছিল, নটবর ভাল করিয়া দেখিতে পাইলেন না। 8S8 দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarbojicom"3"o"oo"****