পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিন্তু কৃষ্ণকায় সেই দুইটি মনুষ্যের চক্ষু হইতে গন্ধকের অগ্নির ন্যায় নীলবর্ণের অল্প অল্প অগ্নিশিখা বাহির হইতেছিল। সেই আলোকে নটাবর মানুষ তিনটিকে দেখিতে পাইলেন। আস্তাবল হইতে যে স্ত্রীলোকটি উকি মারিতেছিল, সে ঠিক যেন সেই বালিকার মত, যে বালিকার সহিত সেদিন তাহার সাক্ষাৎ হইয়াছিল। অন্ততঃ নটবরের মনে প্ৰথম তাহাঁই বোধ হইয়াছিল। কিন্তু পরীক্ষণেই তাঁহার সে বিশ্বাস দূর হইল। কৃষ্ণকায় দুই ব্যক্তির মুখ নিরীক্ষণ করিয়া দেখিলেন যে, জীবিত মানুষের মত তাঁহাদের মুখ নয়। মুখে মাংস কি চৰ্ম্ম কিছুমাত্র নাই, কেবল অস্থি, শ্মশানঘাটে যেরূপ নরমুণ্ড পড়িয়া থাকে, অনেকটা সেইরূপ, কিন্তু অতি ভয়ানক। তাহার পর তাহাদিগের চক্ষুকোিটর হইতে যে নীলবর্ণের অগ্নিশিখা নিৰ্গত হইতেছিল, তাহাও অতি ভয়ানক । চাকরি ভয়ে থর থর কঁাপিতে লাগিল। ভয়ে বাকশক্তিহীন হইয়াছিল, চীৎকার করিতে পারিল না। নটাবর নিজেও ঘোরতর ভীত হইলেন বটে, কিন্তু অনেকটা ধৈৰ্য ধরিয়া রহিলেন । হাত ধরিয়া চাকরকে ঘরের ভিতর আনিয়া তাহাকে বুঝাইতে লাগিলেন। নটাবর বলিলেন,- “নিকটে লোকের বাড়ী নাই যে, সে স্থানে পলাইব । মালী রাত্রিকালে এ বাটীতে শয়ন করে না। যে, তাহার কাছে যাইব । বাতি জ্বলিয়া দুই জনে আয়, সমস্ত রাত্রি জাগিয়া বসিয়া থাকি; তাহার পর সকালবেলা পলাইব। ভূতে মানুষ খায় না, ভয় কি? রাম রাম বল।” চাকর কাঁদিতে লাগিল! মাঝে মাঝে পলাইবার চেষ্টা করিতে লাগিল। কিন্তু নটাবর তাহার হাত ধরিয়া রহিলেন । রাত্র যতই অধিক হইতে লাগিল, উপদ্রব ততই বু আপনা-আপনি খুলিয়া যাইতে লাগিল, আবার ভূপৃষ্ঠা যে ঘরে দুই জনে বসিয়া আছেন, সেই ঘরেরূর্সেজেতে নরমুণ্ড সব গড়াইয়া বেড়াইতে লাগিল। তাহা দেখিয়াও নাটবার ধৈৰ্য্য ধরিয়া ব্ল রেঁস্ তাহার পর যে ঘরে তালা বন্ধু ছিল, সেই ঘর 《: সুগ্ৰীষ্ঠ অতি ধীরে ধীরে বাহির হইতে লাগিল,— দাসীরে ভুলিয়া নাথ কোথায় রহিলে।” মধুর বটে, কিন্তু অতি অমানুষিক স্বর। গীতের শেষ কথাটি নটাবর যেই শুনিতে পাইলেন, চীৎকার হইল। নটাবর আর ধৈৰ্য ধরিয়া থাকিতে পারিলেন না। চাকরের হাত ধরিয়া কাপিতে কাপিতে ঘরের ভিতর হইতে বাহির হইলেন, তাহার পর প্রাণপণে দৌড়িতে আরম্ভ করিলেন। কলিকাতায় নিজ বাটীতে আসিয়া তবে তাঁহাদের প্রাণ সুস্থ হইল। সে রাত্ৰি নটবরের নিদ্রা হইল না। সমস্ত রাত্রি এই অদ্ভুত ঘটনার কথা ভাবিতে লাগিলেন। আস্তাবলের ভিতর ঠিক যেন সেদিনের বালিকাকে আমি আজ রাত্ৰিতে দেখিয়াছি। তবে সেদিনের সে বালিকা কি ভূত? সে চােরও কি ভূত? সে পিসীও কি ভূত? সে গাড়ীও কি ভূত? তবে কি একটা ভূতিনীর উপর আমি আমার প্রাণ সঁপিয়াছি? না, তা কখন হইতে পারে না। সে মানুষী, তাহাকে নিশ্চয় আমি একদিন পাইব । পরদিন প্ৰভাতে সূৰ্য্যালোকে নটবরের পুনরায় সাহস বৃদ্ধি হইল। নটাবর ভাবিলেন যে, এ বিষয়ে বিশেষরূপে তদন্ত না করিয়া আমি ক্ষান্ত হইতে পারি না । পুনরায় তিনি সেই বাগানে মুক্তা-মালা sNAls viði (SS BS! ro www.amarboi.com ro 8 SG