পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাড়ীর মধ্যস্থিত সেই মতিঝিলের উপর যে পুল ছিল, লোকটি তাহার উপর উপস্থিত হইয়া সবলে পড়িয়া গেল। পুলের মধ্যস্থলে পড়িল না, পার্শ্বে কাষ্টনিৰ্ম্মিত রেলের গায়ে পড়িল । তাহার ভারে রেল ভাঙ্গিয়া গেল। রেল ভাঙ্গিয়া লোকটি ঝিলের জলে পড়িল । ঝিলটি অপ্ৰশস্ত বটে, কিন্তু ইহাতে জল বিলক্ষণ গভীর ছিল। লোকটি ডুবিয়া গেল। মুহূৰ্ত্তের মধ্যে তাহার মাথাটি একবার ভাসিয়া উঠিল। মাথা তুলিয়া হাঁপাইতে হাঁপাইতে লোকটি মালীকে বলিল,— “জগু! আমি সাঁতার জানি না । আমার প্রাণ রক্ষা কর । তোরে অনেক টাকা দিব ।” এই কথা বলিতে না বলিতে লোকটি পুনরায় ডুবিয়া গেল। তাহার প্রাণরক্ষা করিতে জগু জলে ঝাঁপ দিল না। দুই হাত আপনার বুকে রাখিয়া জলের দিকে চাহিয়া চুপ করিয়া পুলের উপর দাঁড়াইয়া রহিল। নটবরও দৌড়িয়া সঙ্গে সঙ্গে আসিয়াছিলেন। তিনি সীতার জানেন না। তিনি জলে ঝাঁপ দিতে পারিলেন না। জগুকে তিনি অনেক সাধ্যসাধনা করিলেন, জগু কিছুতেই জলে পড়িল না। হাবুডুবু খাইয়া লোকটির মাথা আর একবার উপরে উঠিল। আর একবার অতি কাতরস্বরে জগুর নিকট সে প্রাণভিক্ষা চাহিল। জগু পূৰ্ব্বব্যুৎ চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। লোকটি পুনরায় ডুবিয়া গেল। এমন সময় জগুরা ঠিক সম্মুখে জ্যোৎস্না কিঞ্চিৎ গাঢ় হইয়া যেন জ্যোৎস্না-নিৰ্ম্মিত কিরূপ একটি মূৰ্ত্তির আবির্ভাব হইল। জও একদৃষ্টিতে সেইদিকে চাহিয়া রহিল, আর একান্তমনে যেন সে কি শুনিতে লাগিল। নটাবর জ্যোৎস্না-নিৰ্ম্মিত সেই মূৰ্ত্তিটি দেখিতে পাইলেন বটে, কিন্তু কোন কথা শুনিতে পাইলেন না একান্তমনে মালী কি শুনিয়া উত্তর করিল,- “আচ্ছা, মা! তুমি যখন বলিতেছ, আজ্ঞা আমার শিরোধাৰ্য্য । তােমার পতি হইবার উপযুক্ত। ও পাপিষ্ঠ নহে! যার্থী হউক, তােমার আজ্ঞায় নরাধমের আমি প্রাণরক্ষা করিতেছি।” ஜூ এই বলিয়া মালী তৎক্ষণাৎ জলে ঝাপ সঁ। সেই সময় তৃতীয়বার লোকটির মাথা জলের উপর উঠিয়ছিল। জুগু ভুহার চুলঞ্জেী ফেলিল। কিন্তু লোকটি দুই হাত দিয়া মালীকে জড়াইয়া ধরিল। মালী বলিল,— “পাপিষ্ঠী! যদি আমাকে এরূপ জড়াইয়া ধরিবি, তবে কি করিয়া আমি তোর প্রাণরক্ষা করি?” নটবরের কানে মালীর কেবল এ কয়টি কথা প্ৰবেশ করিল। তাহার পর তিনি দেখিলেন যে, মালী ও সেই লোকটি জড়ােজড়ি করিয়া দুই জনেই ডুবিয়া গেল। চীৎকার করিতে করিতে নটাবর পুল হইতে নামিয়া ঝিলের কিনারায় গিয়া দাড়াইলেন। সাঁতার জানেন না, সে নিমিত্ত নটাবর জলে ঝাপ দিতে সাহস করিলেন না। মনে করিলেন যে, যদি কোন প্রকারে কিনারার গোড়ায় আসিয়া পড়ে, তাহা হইলে তিনি তাহাদিগকে ধরিয়া তুলিবেন। কিন্তু নিকটে কেহই আসিল না। দুই জনেই জলমগ্ন হইয়া গেল। একবারও তাহারা আর উপরে উঠিল না। ANSA s 2 Փ|-Հյթ]] sNAls viði (SS BS! ro www.amarboi.com ro BS