পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্থ অধ্যায়। शिळ्लक्ष নটবর ক্রমাগত চীৎকার করিতে লাগিলেন। তাঁহার চীৎকার শুনিয়া বড় বাড়ীর মেয়ে-পুরুষ চাকর-বাকির সকলেই দৌড়িয়া আসিল । কিন্তু তাঁহাদের মধ্যে কেহই জলে নামিতে সাহস করিল না। ক্রমে দূর হইতে অপর লোকও আসিয়া উপস্থিত হইল। তাহারা জলে নামিয়া দুই জনকেই সেই রাত্রিতে তুলিল। কিন্তু দুইটিই মৃতদেহ; অনেকক্ষণ পূৰ্ব্বে দুই জনেরই প্ৰাণবিয়োগ হইয়াছে। বলা বাহুল্য যে, যাহাকে মালী তাড়া করিয়াছিল ও যাহাকে বঁাচাইতে সে জলে ঝাঁপ দিয়াছিল, সে লোকটি আর কেহ নয়, উদ্যানস্বামী গোকুলবাবুর পুত্র নবীন,- মা-লক্ষ্মীর স্বামী। কলিকাতায় থাকিতে কি হইয়াছিল, সেইজন্য সে গলায় ছুরি মারিয়া স্ত্রীকে বধ করিয়াছিল, আর সেই কু-অভিপ্ৰায়সাধনের নিমিত্তই সে স্ত্রীকে এই নিৰ্জ্জন বাগানবাড়ীতে আনিয়াছিল। এই বিপত্তির সময় নটাবর ভিড়ের মাঝে এক ব তাহার চীৎকার শুনিয়া বড় বাড়ী হইতে স্ত্রী-পুরুষ মুকুট দৌড়িয়া আসিয়ছিল। তাহাদিগের মধ্যে তাঁহার হৃদয়ধন সেই বালিকাকে তিনি দেখিতে পাইলেন,- সেই স্বর্ণ- চোরের হাত হইতে যাহাকে তিনি রক্ষা করিয়াছিলেন। স্কুণ্ঠআঁর কেহ নহেন, মা-লক্ষ্মীর ভগিনী। পূৰ্ব্বকথা স্মরণ করিয়া, মদের নেশায় উন্মত্ত যখন তাহার ভগিনীর গলায় ছুরি মারে, স্বর্ণ তখন সেই ঘরে ছিল, স্বর্ণ তাহা দেখিয়াছিল। ব্ৰহ্মদেশ হইতে পিতা আসিয়া নবীনের সহিত তাহার বিবাহ স্থির করিলেন । সে নরাধমকে কি করিয়া স্বর্ণ বিবাহ করে? মৃত্যুকালে ভগিনীর পায়ে হাত দিয়া স্বর্ণ দিব্য করিয়াছিল; সে নিমিত্ত পিতার নিকট সকল কথা সে খুলিয়া বলিতে পারে নাই। মাঝের-গার সেই মেয়েমানুষ ভিতরের সকল সন্ধান লইয়া তাহদের বাটীতে আসিয়াছিল। “তোমার ভগিনী উপদেবতা হইয়া বাগানবাড়ীতে আছেন। সিন্নি দিয়া হাতযোড় করিয়া তাঁহার নিকট প্রার্থনা কর, তাহা হইলে তুমি নবীনের হাত হইতে অব্যাহতি পাইবে।” মাঝের-গার মেয়েমানুষ এই কথা বলিয়াছিল। তাহার পর সে চোর পঠাইয়া দিয়াছিল। প্ৰাণের দায়ে অসীম সাহসে ভর করিয়া স্বর্ণ সেই রাত্রি ভূতের বাটীতে পূজা দিতে আসিয়াছিল। আর অধিক বলিবার কিছু নাই। কিছুদিন পরে পীতাম্বর বসু পরম আনন্দে নটবরের হস্তে স্বৰ্ণকে সমর্পণ করিলেন। পরম আনন্দে নটবরের মাতা নববধূকে বরণ করিয়া ঘরে তুলিলেন। স্বৰ্ণ হেন স্ত্রীরত্ন লাভ করিয়া নটবর সুখে কালব্যাপন করিতে লাগিলেন। নটাবর বলেন“ভূতের কৃপায় আমি মনের মত পত্নী লাভ করিয়াছি। ইংরেজী খাবাবুদিগের সুমতি হউক, ভূতের প্রতি তাঁহাদিগের ভক্তি হউক, এই আমার প্রার্থনা।” sNAls viði (SS BS! ro www.amarboi.com ro