পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আসিয়া ইহার প্রাণদান করিবে। কত স্থানে এরূপ কত ঘটনা হইয়া গিয়াছে।” বিন্দুমাত্র আশা থাকিতে কে আর প্রিয়জনকে পরিত্যাগ করে? চণ্ডালেরা তাঁহার কথায় সম্মত হইল। নূতনপাড়ার বাহিরে মাঠের মাঝখানে যে একটি পুরাতন পুষ্করিণী আছে, সেই পুষ্করিণীর ধারে এ স্থানের লোকে শবদাহ করে। বাঁশের মাচা না করিয়া, চণ্ডালেরা সেই পুষ্করিণীর ধারে একটি বটগাছের উপর আত্মীয়ের মৃতদেহ বিঁধিয়া রাখিল। গৌরীশঙ্করবাবুর আনন্দের আর সীমা রহিল না। কারণ, একে চণ্ডালের মড়া, তাহার উপর আবার সর্পাঘাতে মৃত্যু-শব-সাধনের পক্ষে দুর্লভ সামগ্ৰী। শাস্ত্রের বচনটা বােধহয় তিনি শুনিয়াছিলেন, যথা:- যষ্টি বিদ্ধং শূলবিদ্ধং খড়গবিদ্ধং পয়ােমৃতং।। রজ্জ্ববিদ্ধং সৰ্পদষ্টং চাণ্ডালং বাতিভূতিকং৷ তরুণং সুন্দরং শূদ্ৰংরণে নষ্টং সমুজ্জ্বলং। পলায়নবিশূন্যঞ্চ সংমুখে রণবৰ্ত্তিনং৷ গৌরীশঙ্করবাবুর কপালে আর একটি সুবিধা হইল। চণ্ডালের মৃত্যুর তিন দিন পরেই শনিবার অমাবস্যা পড়িল। নানারূপ শুভ লক্ষণ দেখিয়া তিনি মনে মনে ভাবিতে লাগিলেন, — “বিপুল ধনসম্পত্তির অধিস্বামী এইবার নিশ্চয় হইব।” ধন্যবান হইয়া কোথায় কাহার কন্যাকে বিবাহ করবেন, কোন স্থানে রাজভবনসদৃশ অট্টালিকা নিৰ্ম্মাণ করবেন, কিরূপ জমিদারী ক্রয় করিবেন, কি উপায় অবলম্বনে মহারাজ উপাধি লাভ এখন এই সমুদয় কথা তিনি চিন্তা করিতে লাগিলেন। তাহার বয়ঃক্রম প্ৰায় ত্রিশ ; কিন্তু নিম্নশ্রেণীস্থ ব্ৰাহ্মণ বলিয়া, ধ্ৰুংঙ্কারে বৃদ্ধ মাতা ব্যতীত আর কেহ ছিল না। কৃষ্ঠের জন্য গৌরীশঙ্কর বিশেষ লালায়িত ছিলেন। ঝুণ্ডম একান্ত বাসনা ছিল, সে কথা সুর বলা বাহুল্য। এক্ষণে সেই সমুদয় বাসনা পূর্ণ ষ্ট্র চণ্ডালের মড়া পাইয়া, সম্মুখে শনিবার অমাবস্যা পাইয়া, গৌরীশঙ্করবাবু আনন্দসাগরে ভাসিতে লাগিলেন। শুভদিন আসিয়া উপস্থিত হইল। মদ্য, মৎস্য, মাংস, গুড়, পিষ্টক, পরমান্ন, তিল, কুশ, সর্ষপ, দীপ, এলাচি, কপূর, খয়ের, পান, আদা, পাটের দড়ি, প্রভৃতি নানারূপ কুলাচার-দ্রব্য তিনি আহরণ করিলেন। রাত্রি এক প্রহরের সময় পূজার উপকরণ লইয়া, গৌরীশঙ্কর একাকী শ্মশান অভিমুখে যাত্ৰা করিলেন। গ্রাম হইতে প্ৰায় আধ ক্রোশ, মাঠের মাঝখানে, জনশূন্য সেই শ্মশানক্ষেত্র। সেকালে এই পুষ্করিণীর ধারে দুষ্ট দৗসু্যাগণ পথিকগণকে মারিয়া ফেলিত। এখনও দিনের বেলা এ স্থানে যাইতে ভয় হয়। ঘোর তিমিরাবৃত অমাবস্যা নিশার তো কথাই নাই! কিন্তু গৌরীশঙ্করের মনে বিন্দুমাত্র ভয়ের উদয় হইল না। নিৰ্ভয় চিত্তে একাকী তিনি গমন করিতে লাগিলেন। যদি লোভাবশতঃ অজ্ঞানতাসহকারে এ কাৰ্য তিনি না করিতেন, তাহা হইলে বলিতাম,- “ধন্য গৌরীশঙ্কর! তোমার সাহসকে ধন্য! তুমি বীরপুরুষ বটে। বীর সাধনে মন্ত্রসিদ্ধ হইবার নিমিত্ত তুমি উপযুক্ত পাত্র বটে। কিন্তু তোমার অজ্ঞানতার জন্য দুঃখ হয় । তুমি মনুষ্যের নিকট উপদেশ না গ্ৰহণ কর, সমুদয় চরাচর জগতের শিক্ষাদাতা সদাশিবকে একান্ত মনে গুরুপদে বরণ করা নাই কেন?” একাকী নিৰ্ভয় হৃদয়ে গৌরীশঙ্কর যাইতে লাগিলেন । ঘোর অন্ধকার!! ভয়াবহ নিৰ্জ্জন শ্মশানভূমি। রাত্রি এক প্রহরের সময় তিনি সেই স্থানে গিয়া উপস্থিত হইলেন। শ্মশানে উপস্থিত 8 SSR fitRig sniž3. g3 ze - www.amarboi.com%"*"***"****