পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূত বলিল,- “আমি পূৰ্ব্বেই বলিয়াছি যে, আপনি যাহা বলিবেন, আমি তাঁহাই করিব। আপনি মহাত্মা লোক। মানুষে আপনাকে জানে না, কিন্তু আমি আপনাকে জানি। বিষ্ণুপ্রিয়াগ অঞ্চলে তুষারাবৃত হিমালয়শিখরে যেরূপে তাঁহার সহিত আপনার সাক্ষাৎ হয়। যেরূপে আপনি প্রভুর নিকট শিক্ষালাভ করিয়া, নানা শাস্ত্রে অভিজ্ঞতা লাভ করেন, তাহা আমি জানি। যোগিগণ কেবল সমাধিযোগে যাহার দর্শন লাভ করেন, তিনি সৰ্ব্বদাই আপনা হৃদয়-মন্দিরে বিরাজ করিতেছেন! অতি সূক্ষ্ম পরমাণু হইতে জড়াজগতের অপর পারে সেই মহান জ্যোতিৰ্ম্মণ্ডল পৰ্য্যন্ত সকল বিষয় আপনি অবগত আছেন । কেবল লোক-শিক্ষার নিমিত্ত অজ্ঞের ন্যায় অজ্ঞ সাজিয়া আপনি সংসারে বিচরণ করেন। মোহ মুগ্ধ, ক্ষুধায় ক্ষীণ, রোগে রুগ্ন, শোকে আকুল, ভারতের কোটি কোটি লোকের দুঃখ-নিবারণের নিমিত্ত কত ক্লেশ, কত অপমান, আপনি না ভোগ করেন! জগতের হিতের নিমিত্ত দীনবেশে সামান্য লোকের ন্যায় আপনি অর্থ উপাৰ্জ্জন করিয়া অকাতরে তাহা বিতরণ করেন। হে মহাত্মন! আমি৷”— বাঙ্গালী বলিলেন, —“চুপ!” এই বলিয়া তিনি গৌরীশঙ্করের মুখের দিকে একদৃষ্টি চাহিয়া রহিলেন। অগ্নি-শিখার ন্যায় সেই দৃষ্টি যেন রোগীর উপর পড়তে লাগিল। তাঁহার সমুদয় মনের ভাব যেন রোগীর মনকে বিদ্ধ করিয়া, তাহার ভিতর ওতপ্ৰোতভাবে প্রবেশ করিতে লাগিল । সে দৃষ্টি সহ্য করিতে না পারিয়া, গৌরীশঙ্কর অর্থাৎ ভূত, মস্তক অবনত করিয়া বলিল,— “বেশ! আপনার যাহা ইচ্ছা তাঁহাই হউক! অজ্ঞ সাজিয়া সংসারে আপনি থাকিতে ইচ্ছা করেন, এক্ষণে আপনার কি আজ্ঞা বলুন।” C বাঙ্গালী বলিলেন,- “এ ব্ৰাহ্মণকে আর “যে আজ্ঞা” বলিয়া ভূত ৫ে OX ○ निष्ठ १ांतिहद ना |” হইতে প্ৰস্থান করিল। গৌরীশঙ্কর সম্পূর্ণরূপে আরোগ্যলাভ করিলেন। মাতার সহি দেশে প্রত্যাগমন করিলেন। বাঙ্গালীর কৃপায় তাহার ভাল কৰ্ম্ম হইল। যথাসময়ে তিনি বিবাহ করিলেন। গৌরীশঙ্করের মাতা, পুত্র ও পুত্রবধু লইয়া পরমসুখে ঘর-কান্না করিতে লাগিলেন। গড়াগড়ি মহাশয় বলিলেন,- “এই গল্পটি শেষ করিয়া আমি দেখিলাম যে, এখন কেবল একটি মুণ্ড বাকী আছে। মুণ্ড-মালার আর সমুদয় মুণ্ডগুলি রক্ত মুক্তার আকার ধারণ করিয়াছে।” এই শেষ মুণ্ড আমাকে বলিল,— “তুমি এইমাত্র যে গল্পটি বলিলে, সেটি অতি চমৎকার গল্প। সে গল্পটি আমাদের সম্বন্ধে। গৌরীশঙ্করকে যে বেতাল পাইয়াছিল, সে আমার ভগিনীপতির আঁবুই খুড়ো। এখন আমার নিকট সেইরূপ আর একটি ভাল গল্প কর।” ভগিনীপতির আঁবুই খুড়ো কাহাকে বলে, তাহা আমি বুঝিতে পারিলাম না। যাহা হউক, আমি শেষ মুণ্ডকে বলিলাম,- “আপনাদিগের নিকট আমি অনেক গল্প করিলাম। কিন্তু ডাকিনীর হাত হইতে কেহই আমাকে পরিত্রাণ করিলেন না। আমাকে ফাঁকি দিয়া সকলেই লাল-মুক্ত হইয়া বসিলেন। আপনিও কি তাঁহাই করিবেন?” মুণ্ড উত্তর করিল,— “ডাকিনীর জন্য তোমার কোন চিন্তা নাই। তুমি ভাল একটি গল্প ब्न * আমি ভাবিলাম যে,- “পূৰ্ব্বেই আমি স্থির করিয়াছি যে, ইহার শেষ পৰ্যন্ত দেখিব। একান্তই যদি ডাকিনীর হাত হইতে নিস্কৃতি না পাই, তাহা হইলে মায়ের এই খড়গদ্বারা আমার মুক্তা-মালা 8 sNAls viði (SS BS! ro www.amarboi.com ro