পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰাতঃকালে ভট্টাচাৰ্য মহাশয়ের সহিত আমার এইরূপ কথাবাৰ্ত্ত হইল। আফিস হইতে আসিয়া সেই দিন সন্ধ্যাবেলা আমি তাঁহার বাসায় গমন করিলাম। যে বাড়ীতে তিনি থাকেন, সেই বাড়ীটি আমি দেখিলাম। ইহা দক্ষিণ-দ্বারী চক্‌-মিলান দোতলা বাড়ী। সম্মুখেই পূজার দালান, তাহাতে একজন স্বর্ণকার কাজ করে। বাড়ীর ভিতর প্রবেশ করিয়া, একতলার দক্ষিণদিকে যে ঘরটি, তাহাতে ভট্টাচাৰ্য মহাশয় বাস করেন। বামদিকের ঘরটিতে একজন উৎকলবাসীর মুড়ি-মুড়কির ও তেলেভাজা-কচুরির দোকান। পূৰ্ব্বদিকে একখানি ঘরে পীড়িত পুত্ৰ লইয়া নিয়োগী মহাশয় আছেন। একতলার পশ্চিমদিকে একখানি ঘরে একজন বৃদ্ধ ব্ৰাহ্মণ থাকেন। তাহার কি মোকদ্দমা আছে। সেই মোকদ্দমার কথা একবার জিজ্ঞাসা করিলে আর রক্ষা নাই। দুই ঘণ্টা ধরিয়া তোমাকে তিনি সেই পরিচয় প্ৰদান করিবেন। তুমি তখন মনে করিবে যে, একথা জিজ্ঞাসা করিয়া কি কুকৰ্ম্ম করিয়াছি। বাহির-বাটীর উপরের ঘরগুলিতে আফিসের বাবুদের বাসা। কোনও ঘরে একজন, কোনও ঘরে দুই জন, কোনও ঘরে বা তিনচারি জন বাবু বাস করেন। নীচের তলার অবশিষ্ট ঘরগুলিতে তাঁহাদের রন্ধন হয়। উপরের একটি ঘরে একজন সামান্য গোচের দালাল থাকেন। কেশব সেন জীবিত থাকিতে তিনি ঘোরতর ব্ৰাহ্ম ছিলেন। মাঘোৎসবের সময় তিনি পথে নিশান ধরিয়া যাইতেন। এখন পুনরায় তিনি হিন্দু হইয়াছেন। এখন আর তিনি মুরগী ভক্ষণ করেন না। ভিতর-বাড়ীতে দোতলার পশ্চিমদিকে সারি সারি যে তিনটি ঘর আছে, তাহা ব্যতীত অন্দর মহলে এখন আর অন্য বাসোপযোগী ঘর নাই। বাড়ীটি পুরাতন ও ভগ্নী। ভিত্যুির-বাটীর বাকি সমুদয় ঘর ভাঙ্গিয়া গিয়াছে। পশ্চিমদিকে বাসোপযোগী সেই তিনটি মহাশয় একেলা সপরিবারে বাস করেন। তাঁহার পরিবার অধিক নহে, কেবল }৬ সেই কন্যা। ভিতর-বাড়ীর দােতলায় যে ঘরে পাল মহাশয় নিজে থাকেন, ঠিক তাহরণ্ঠ দিয়া বাহির-বাটী হইতে ভিতর-বাটীতে যাইতে পারা যায়। কিন্তু এখন ইহা সৰ্ব্বদা ভিতরে খিল ও বাহিরে শৃঙ্খল দ্বারা বন্ধ থাকে। বাড়ীর দক্ষিণে প্রশস্ত রাজপথ, পশ্চিমে একটি গলি। গৃহস্বামীর অবস্থা এক্ষণে মন্দ। সেজন্য বাড়ী ভাড়া দিয়া তিনি কাশীতে গিয়া বাস করিয়াছিলেন। বাড়ীটি ভট্টাচাৰ্য মহাশয়ের জিন্মায় আছে। ভাড়া আদায় করিয়া প্ৰতি মাসে তিনি গৃহস্বামীর নিকট প্রেরণ করেন। সেজন্য ভট্টাচাৰ্য মহাশয় যে ঘরে থাকেন, তাহার ভাড়া আঁহাকে দিতে হয় না। বাড়ীটির অবস্থা ভালরূপ অবগত হওয়া আবশ্যক। সে নিমিত্ত আমি এই বিস্তারিত বিবরণ প্ৰদান করিলাম । ভট্টাচাৰ্য মহাশয়ের পরামর্শ অনুসারে আমি উপরের সেই ঘরটি ভাড়া লইয়া, তাহাতে বাস করিতে লাগিলাম। কিন্তু দিনের পর দিন কাটিয়া যাইতে লাগিল, পাল মহাশয়ের সহিত আমার আলাপ-পরিচয় হইল না; তাহার কন্যাকেও আমি দেখিতে পাইলাম না। আমার ঘরটি ভিতরবাটীর ঠিক নিকটেই ছিল; সেজন্য কখন কখন তাহার কণ্ঠস্বর ও মলের শব্দ শুনিতে পাইতাম । পাল মহাশয় বাড়ীর ভিতর হইতে বড় বাহির হইতেন না; অন্ততঃ প্ৰাতঃকালে ও সন্ধ্যার সময় আমি যখন বাড়ীতে থাকি,তাম, তখন তাঁহাকে বড় বাহিরে আসিতে দেখিতাম না। দুই দিন কেবল ক্ষণকালের নিমিত্ত আমি তাঁহাকে দেখিয়াছিলাম। একখানি পুস্তক হাতে লইয়া ঘাড় হেঁট করিয়া Bob 's. N1s við F (ST Te! - www.amarboi.coms%"*"**"&*