পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসিলাম, ঝি, তখন উপস্থিত ছিল না। আহার করিতে বসিয়া আমাদের যাহা কিছু প্ৰয়োজন হইল, সে সমুদয় পাল মহাশয়ের কন্যা আনিয়া দিল। সেই দিন তাহাকে দর্শন করিয়া আমার নয়ন সার্থক হইল। নিশ্চয় নয়ন সার্থক হইল। তাহাকে দেখিলে কাহার না নয়ন সার্থক হয়? কেমন মাজা-মাজা উজ্জ্বল রং কেমন নরম-নরম গোল-গোল গায়ের গড়ন! চাঁদের মত মুখখানি বটে, কিন্তু চাঁদ যেরূপ চাকার ন্যায় গোল, সেরূপ গোল নহে। চাঁদের মুখে অলকা-তিলকা আছে, ইহার তাহা নাই। নাকটি শুষ্ক-চষ্ণুর ন্যায় বটে, কিন্তু সেইরূপ বঁড়শীর ন্যায় বক্র নহে। চক্ষু দুইটি মৃগনয়নের মত বটে, কিন্তু সেরূপ ড্যাবৃডেবে নহে। বাহু দুইটি মৃণালের মত বটে, কিন্তু ততটা। সরু নহে। উরুদ্বয় রাম-রস্তাকে পরাজয় করে বটে, কিন্তু তত মোটা নহে। ফলকথা, কালিদাস, ভারতচন্দ্র প্রভৃতি কবিদিগের রূপ-বৰ্ণনা পাঠ করিয়া যেরূপ মুখশ্ৰী আমি মনে মনে কল্পনা করিয়াছিলাম, তাহার কিছুই নহে। তাহার মুখ ও অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক মানুষের মত; কবি-কল্পিত কোনরূপ অলৌকিক অদ্ভুত জীবের ন্যায় নহে। তাহাকে দেখিয়া আপনাদের দাসানুদাস মদনের মুণ্ড ঘুরিয়া গেল। প্ৰথমে শাকের ঘন্ট না খাইয়া, প্ৰথমে অম্বলের বড়ি মদন বদনে দিয়া বসিলেন! পাল মহাশয়ের সহিত এইরূপে আমার আলাপ-পরিচয় হইল। দিন দিন তাঁহার সহিত আমার সদ্ভাব বৃদ্ধি পাইতে লাগিল। তাঁহার রূপেগুণে আমার মন মোহিত হইয়া গেল। কি করিয়া তাহাকে পাইব, কেবল সেই চিন্তায় আমি দিনপাত করিতে লাগিলাম। রাক্ষসকে আর আমি দেখিতে পাই নাই। সে রাত্রির ঘটনা স্বপনের ন্যায় মিথ্যা বলিয়া ক্রমে আমার প্রতীতি হইল । কিছুদিন গত হইলে, পাল মহাশয়ের কন্যার সহিত আমার বিবাহের কথা উত্থাপন করিবার নিমিত্ত ভট্টাচাৰ্য মহাশয়কে আমি অনুরোধ করিলাম। তখন বৈশাখ মাস। ফল দিবার নিমিত্ত পাল মহাশয়ের গৃহিণী একদিন ভট্টাচাৰ্য মহাশয়কে বাটীর ভিতর ডাকিলেন। ফল গ্ৰহণ করিয়া, কিছুক্ষণের নিমিত্ত তিনি পাল মহাশয়ের নিকট বসিলেন। সেই অবসরে তিনি আমার বিবাহের কথা উত্থাপন করিলেন। পাল মহাশয়ের সহিত এ সম্বন্ধে যেরূপ কথাবাৰ্ত্ত হইয়াছিল, সেই দিন সন্ধ্যাবেলা ভট্টাচাৰ্য মহাশয় আমাকে তাঁহার ঘরে ডাকিয়া, সে সমুদয় বিবরণ প্ৰদান করিলেন। পাল মহাশয়ের সহিত তাঁহার এইরূপ কথাবাৰ্ত্ত হইয়াছিলাম। 鴨 কঠিন হইয়া উঠিতেছে। এ যাত্রা সে আর রক্ষা পাইবে না।” পাল মহাশয় উত্তর করিলেন,- “হাঁ! পীড়া বড়ই কঠিন হইয়াছে।” ভট্টাচাৰ্য মহাশয় বলিলেন,- “আমি শুনিয়াছি যে, আপনার কন্যার সহিত তাহার বিবাহ 88ty ifting -iba gas sel, www.amarboiconf:5"""" a'V'