পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলিল,- “মিহির পাল! এ কেন মিহির পাল হবে?” এই কথা শুনিয়া থানার দারোগা আমাকে জিজ্ঞাসা করিলেন,- “তবে তুমি কে?” এইবার আমার মুখ দিয়া কথা ফুটিল। আমি বলিলাম,- “আমি মদন ঘোষ।” দারোগা জিজ্ঞাসা করিলেন,- “মদন ঘোষ আবার কে?” নাম-ধাম প্রভৃতি বলিয়া, আমি আমার সমুদয় পরিচয় প্রদান করিলাম। তাহা শুনিয়া, উপস্থিত সকল লোকেই ঘোরতর বিস্মিত হইল । দারোগা জিজ্ঞাসা করিলেন,- “তবে কলিকাতা পুলিশ তোমাকে ধরিয়া আনিল কেন? আর মিহির বলিয়া তোমাকে এ স্থানে দিয়া গেল কেন?” আমি উত্তর করিলাম,- “পাল মহাশয় ও আমি এক বাটীতে বাস করি। তাঁহার সহিত আমার সদ্ভাব আছে। তামাসাচ্ছলে রাক্ষসের মত মুখস পরিয়া, পাল মহাশয়ের পরিবারবর্গকে আমি ভয় দেখাইতে গিয়াছিলাম। সেই অবস্থায় কলিকাতা পুলিশের লোক আমাকে মিহির মনে করিয়া ধৃত করিল।” দারোগা জিজ্ঞাসা করিলেন,- “কলিকাতার থানায় তুমি আপনার পরিচয় প্ৰদান করা নাই কন?” আমি বলিলাম,- “ভয়ে আমি হতবুদ্ধি হইয়া গিয়াছিলাম।” যাহা হউক, হুগলীর পুলিশের লোক আমাকে তৎক্ষণাৎ ছাড়িয়া দিল না। সে স্থানের সাহেবের নিকট আমাকে লইয়া গেল। আরও দুই দিন ধরিয়া ভালরূপে তদন্ত করিল। হুগলীর যে সমুদয় লােক মিহিরকে জানিত, তাহাদিগকে আনিয়ু আমাকে দেখাইল। পাল মুহাশয়ের গ্রামের কয়েক জন লোককে আনিয়া আমাকে যখন সকলেই বলিল যে, আমি মিহির (3 wig নিয়োগী মহাশয়ের গান তিন দিন পরে অপরাহে আমি আমার কলিকাতার বাসায় প্রত্যাগমন করিলাম। বাটীর ভিতর প্ৰবেশ করিয়া দেখিলাম যে, নিয়োগী আপনার ঘরের দ্বারের নিকট একটি কেরোসিন তেলের পুরাতন ও ভাঙ্গা বাক্সর উপর বসিয়া খবরের কাগজ পাঠ করিতেছেন! সকলে যেভাবে সংবাদপত্র পাঠ করে, নিয়োগী সেভাবে পাঠ করিতেছিলেন না; গীত গাহিবার ন্যায় সুর করিয়া গদ্য লেখা তিনি পাঠ করিতেছিলেন। যথা— N-VA-VON-VON-CR-4-4-*-o-VANT-VANT-VANT-GE-4-4-NK RASJfî সংবাদপত্রের যে কথাগুলি লইয়া তিনি মনের আনন্দে গান করিতেছিলেন, তাহা এইরূপ ছিল,- “মহেশ পালের পুত্র মিহির দুই বৎসর পূৰ্ব্বে হুগলীতে খুনী মোকদ্দমায় অভিযুক্ত হইয়া ফেরার হইয়াছিল। মুখস পরিয়া ছদ্মবেশে মাঝে মাঝে সে পিতা-মাতার সহিত সাক্ষাৎ করিত। এই অবস্থায় সেদিন সে ধরা পড়িয়াছে।” ইত্যাদি। মিহির পাল ধরা পড়িয়াছে। আনন্দে নিয়োগী মহাশয়ের মন একেবারে পরিপূর্ণ হইয়া 8vaS দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboicon: "***