পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিয়াছে। আনন্দের বেগ সহ্য করিতে না পারিয়া, তিনি সেই গদ্য ভাষায় লিখিত সংবাদটি গীতের ন্যায় গাহিতেছিলেন। নিয়ােগী। তখনও জানিতে পারেন নাই যে, প্রকৃত মিহির সে রাত্রি ধরা পড়ে নাই, জাল মিহির ধরা পড়িয়াছিল। “কি হে মদন! এতদিন কোথায় ছিলে?” আমি উত্তর করিলাম,- “সেসব কথা আপনাকে পরে বলিব। পাল মহাশয় কেমন আছেন?” ভট্টাচাৰ্য মহাশয় বলিলেন,- “পাল মহাশয় এখানে নাই। যে রাত্রিতে তাঁহার পুত্র ধরা পড়িল, সেই রাত্ৰিতেই সপরিবারে তিনি এ স্থান হইতে চলিয়া গিয়াছেন। পুত্রের মোকদ্দমার তদ্বির করিবার নিমিত্ত তিনি বোধ হয়, হুগলী গিয়াছেন। ভাল কথা! তোমার ঘরের চাবি আমার কাছে আছে। তিনি আমাকে সেই চাবি দিয়া গিয়াছেন।” ভট্টাচাৰ্য মহাশয়ের নিকট হইতে চাবি লইয়া, আমি আমার ঘরে গমন করিলাম। পাল মহাশয় কোথায় গিয়াছেন, বিছানায় শুইয়া সেই কথা ভাবিতে লাগিলাম। কয়দিন অনুপস্থিতির পর, আমি আফিস যাইলাম। আফিস হইতে আসিয়া বাসার সকলকে আমি পাল মহাশয়ের সন্ধান জিজ্ঞাসা করিলাম; কিন্তু কেহই আমাকে বলিতে পারিল না। রবিবার দিন আমি পুনরায় হুগলীতে গিয়া, তাহার অনুসন্ধান করিলাম। সে অনুসন্ধান নিস্ফল হইল। তাহার পর, আর একদিন রবিবার তাঁহার গ্রামে গিয়া তাঁহার অনুসন্ধান লইলাম। কিন্তু সে স্থানেও কেহ কিছু বলিতে পারিল না। এইরূপে বহুদিন ধরিয়া ত আমি তাহার অন্বেষণ করিলাম । কিন্তু আমার সকল চেষ্টা বিফল হইল। অবশেষে য়া আমি চুপ করিয়া রহিলাম। নিয়োগী মহাশয় ক্রমে জানিতে পারিলেন যে মিহির ধরা পড়ে নাই; আমি যে মিহির সাজিয়া ধরা দিয়াছিলাম, সকল লোকেই ক্ৰমে ক্ৰমে জানিতে পারিল। একদিকে প্ৰতিহিংসা ও পুরষ্কার নিয়ােগী বিফলমনােরথ উক্লী; অপরদিকে উহার পুত্ৰ বেচুৰ ক্ৰমে আসন্নকাল উপস্থিত হইল। w একদিন বেলা নয়টার সময় আমি আফিস যাইতেছি, এমন সময় বেচু আমাকে তাহার নিকট ডাকিল। তাহার অবস্থা দেখিয়া আমি বুঝিতে পারিলাম যে, সে আর অধিক দিন दीप्ति का । বেচু আমাকে বলিল,— “মদনবাবু! আপনাকে আমি একটি বড় গোপন কথা বলিব। সেই কথা বলিবার নিমিত্ত আজ কয়দিন ধরিয়া আমি সুযোগ খুঁজিতেছি; কিন্তু পিতার ভয়ে আমি বলিতে পারি নাই । আজ পিতা আমাদের গ্রামে গিয়াছেন । সেইজন্য আপনাকে ডাকিলাম।” আমি জিজ্ঞাসা করিলাম,- “কি কথা?” নিয়োগী-পুত্ৰ উত্তর করিল,— “আমি নিশ্চয় বুঝিতেছি যে, তিন-চারি দিনের মধ্যেই আমার মৃত্যু হইবে। আমার বড় ভয় হইতেছে যে, মৃত্যুর পর আমি ঈশ্বরের নিকট কি করিয়া দাঁড়াইব । ঘোর নরক। ঘোর নরক! ভাবিলে শরীর আমার শিহরিয়া উঠে।” ጳ এই কথা বলিয়া, বেচু কাঁদিতে লাগিল। আমি তাহাকে সান্তুনা করিতে লাগিলাম। আমি বলিলাম,- “বেচুবাবু! ঈশ্বর দয়াময়। মানুষের শরীরে যে সামান্য দয়া আছে, সে কেবল সেই দয়া-সাগরের এক বিন্দুমাত্র। যদি আপনি কোন পাপ করিয়া থাকেন, তাহার নিমিত্ত আন্তরিক অনুতাপ করুন। তাঁহাই পাপের প্রায়শ্চিত্ত। দয়াময় আপনাকে ক্ষমা করিবেন।” নিয়োগী-পুত্র পুনরায় বলিল,- “দেখুন, মদনাবাবু! এই আসন্নকালে সকল বিষয় আমি প্ৰত্যক্ষ ՀIՓ7-ՀԱՃii 89 sNAls viði (SS BS! ro www.amarboi.com ro