পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবার যাইতে পার, তাহা হইলে হয় ।” আমি জিজ্ঞাসা করিলাম,- “গদাধর মোড়ল কে? মিহির উত্তর করিল,- “তিনি বাবার বন্ধু, আমাদের স্বজাতি। কলিকাতায় তিনি ব্যবসা করেন। শ্যামবাজারে তাঁহার বাসা, তোমার সহায়তায় যে রাত্রে আমি পুলিশের হাত হইতে নিস্তৃতি পাই, সেইদিন বাবার নিকট যাহা কিছু নগদ টাকা ছিল, তাহা তিনি আমাকে প্রদান করিয়া বলিলেন যে, এ টাকা ফুরাইয়া গেলে তুমি গদাধর মোড়লের নিকট যাইবে, যখন যাহা তুমি আবশ্যক হইবে, গদাধর তোমাকে দিবে। আমাকে কদাচ তুমি পত্ৰ লিখিবে না। কারণ সেই পত্রের অনুসরণে পুলিশে তোমার সন্ধান পাইতে পারে।” একটু চুপ করিয়া মিহির পুনরায় বলিল,— “তোমার সহিত সাক্ষাৎ হইবার পূৰ্ব্বেও আমি গদাধর মোড়লকে পত্র লিখিতাম, পিতাকে লিখিতাম না। গদাধর মোড়ল পিতাকে আমার সংবাদ দিতেন। ছদ্মবেশ ধারণ করিয়া যেদিন বাটী যাইতে ইচ্ছা হইত, সে সংবাদও গদাধর মোড়লের দ্বারা পিতাকে জানাইতাম। পিতা, মাতা ও রাধারাণী সকলে আমার জন্য বসিয়া থাকিতেন। আমি উপস্থিত হইলে, জানালার গরাদে তুলিয়া, ঘরে প্রবেশ করিবার নিমিত্ত রাধারণী পথ করিয়া দিত।” আমি জিজ্ঞাসা করিলাম,- “সে, রাত্ৰি তুমি কিরূপে পলায়ন করিলে? আর তাহার পর এত দিন কোথায় ছিলে? তুমি যে নিরপরাধ, তাহা যখন প্রমাণ হইল, তখন আমি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়াছিলাম। সে সংবাদপত্র তোমার হাতে প 登警 হইতে এইমাত্র শুনিলাম। সুে রাত্রি পুলিশের্ত্যেমকে লুইয়া গেল। তাহার পর, বাসাড়েগণ যে ও ভগিনীর সহিত সাক্ষাৎ করিলাম তীহঁর পর বাটীর সদর দরজা দিয়া পলায়ন করিলাম, অশ্বথ গাছ দিয়া নহে। দিন দুই কলিকাতার এক খোলার ঘরে লুক্কায়িত রহিলাম। তাহার পর, কাপড় ছোপাইয়া, গেরুয়া বস্ত্র ধারণ করিয়া, সন্ন্যাসীর বেশে সে বাটী হইতে বাহির হইলাম। একদল সন্ন্যাসীর সহিত প্রথম জগন্নাথ যাইলাম। তাহার পর, নানা তীৰ্থস্থান ভ্ৰমণ করিয়া কলিকাতা প্রত্যাগমন করিলাম। পিতা যাহা কিছু টাকা দিয়াছিলেন, সে সমুদয় খরচ হইয়া গিয়াছে। টাকার জন্য গদাধর মোড়লের নিকট গমন করিলাম। তাহার দেখা পাইলাম না। তাহার পর আজ নয় দিন পীড়িত হইয়া বিছানায় পড়িয়া আছি। সে রাত্রি পিতা আমাকে তোমার পরিচয় দিয়াছিলেন; তুমি কোন আফিসে কাজ কর, তাহাও তিনি আমাকে বলিয়াছিলেন। তাই আজ তোমাকে সংবাদ দিতে পারিলাম। তোমার বাসায়, কি গদাধর মোড়লের বাসায় লোক পাঠাইতে আমি সাহস করিতাম না। সে যাহা হউক, আমার হাতে এখন একটিও পয়সা নাই। গাড়ী কি পালুকি ভাড়া কোথায় পাইব যে, তোমার বাসায় যাইব?” আমি বলিলাম,- “সে জন্য তোমার কোন ভাবনা নাই। গদাধর মোড়ল বোধ হয়, তোমার পিতার ঠিকানা জানেন?” মিহির উত্তর করিল,- “বোধ হয় কেনা! পিতার ঠিকানা তিনি নিশ্চয় জানেন।” মিহিরকে আমি আমার বাসায় লইয়া যাইলাম। পরিকৃত শুভ্র বসন পরাইয়া, তাহাকে পরিষ্কৃত বিছানায় শয়ন করাইলাম। তৎক্ষণাৎ ডাক্তার আনিয়া তাহাকে দেখাইলাম। ডাক্তার 3ԳC) fi:Ilă zi, o go sel - www.amarboi conf**