পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাহার পর, সভ্যদিগের মধ্যে বাদানুবাদ উপস্থিত হইল। সনাতন নস্কর, ভূমিকম্প মহাশয়, মহাশয় যাহা দেখিয়াছিলেন, তাহা সত্য, অথবা পাগলের ভ্ৰান্তি, এই কথা লইয়া ঘোর বাদানুবাদ উপস্থিত হইল। হলধর বলিলেন,- “এ সমুদয় ঘটনা প্রকৃত ঘটে নাই। হয় পাগল অবস্থায় আর না হয় ঘনশ্যাম বলিলেন,- “এ সমুদয় ঘটনা সত্য ঘটিয়াছিল। এমন অদ্ভুত ঘটনা কখন মিথ্যা হইতে পারে না।” হলধর উত্তর করিলেন,- “গড়গড়ি মহাশয় যদি শ্বশুরালয়ে শয্যাশায়ী হইয়া রহিলেন, তাহা হইলে কি করিয়া তিনি কলিকাতা গমন করিলেন?” দুই পক্ষের বাদানুবাদ শ্রবণ করিয়া অবশেষে মহাদেববাবু ধীর-গভীর স্বরে আপনার রায় প্ৰকাশ করিলেন । মহাদেববাবু বলিলেন,- “গড়গড়ি মহাশয় যাহা দেখিয়াছিলেন, তাহা সম্পূর্ণ সত্য, তাহার জড়দেহ শ্বশুরালয়ে পড়িয়াছিল। নাক্ষত্রিক দেহ অবলম্বন করিয়া তিনি কলিকাতায় গমন করিয়াছিলেন।” হলধর বলিলেন,- “সে কথা সম্ভব। তা হইতে পারে। সেই যারে বলে তাড়িত-দেহ। অদ্ভুত ঘটনাসমূহ সম্বন্ধে আডিডাধারী মহাশয় এইরূপ মত প্ৰকাশ করিলেন। তাঁহাতে সকলের মন হইতে সন্দেহ দূর হইল। প্ৰফুল্লমনে সকলে স্ব স্বগৃহে গমন করিলেন। 8tro দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboicon-37°