পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুস্তফি মহাশয়ের ক্রমে ক্ৰমে দুইটি পুত্র ও একটি কন্যা হইল। সংসারের খরচ বাড়িল । আরও বেতন বৃদ্ধি হইল; কিন্তু সংসারের কষ্ট ঘুচিল না। নরোত্তম মাশ্চন্টক কলিকাতা ছাড়িয়া যে দিন দেশে চলিয়া গেলেন, সেই দিন হইতে মুস্তাফি মহাশয় তাহার। আর কোনও সংবাদ পান নাই। এই সময়ে সহসা একদিন তিনি কলিকাতায় আসিয়া উপস্থিত হইলেন। অনেক দিন পরে দুই বন্ধুতে পুনরায় সাক্ষাৎ হইল। মাশ্চন্টক মহাশয় মুস্তাফির বাটীতে রহিলেন। রাত্রিতে আহারাদির পর দুই বন্ধুতে অনেক কথা হইল। তৃতীয় অধ্যায় মাশ্চটকের অভু্যুদয় মাশ্চন্টক মহাশয় বলিলেন,- “স্কুল ছাড়িয়া আমি দেশে যাইলাম। বহুদিন পূৰ্ব্বে আমার মাতার কাল হইয়াছিল। পিতা আমার বিবাহ দিলেন। চারি বৎসর পরে আমার পিতার পরলোক হইল। সংসারের ভার আমার গলায় পড়িল। আমাদের কিছু জমি আছে। চাষ করিয়া আমি সংসার প্রতিপালন করিতে লাগিলাম। আমার ধ্ৰু১বিধবা পিসী ছিলেন। তাঁহার কিছু টাকা ছিল। তাহার পরলোক হইলে সেই টাকাণ্ড পাইলাম। সেই টাকা লইয়া এক্ষণে আমি পাটের ব্যবসা আরম্ভ করিয়াছি। কৃষকদিগ্রেপ্পনিকট হইতে পাট ক্রয় করিয়া, পূৰ্ব্বে সেই স্থানেই বিক্রয় করিতাম। কলিকাতায় ধ্রুবিক্রয় করিলে অধিক লাভ হইবে, সেই জন্য আমি কলিকাতায় আসিয়াছি।” মুস্তফি মহাশয় জিজ্ঞাসা করিলেন- “পাটের ব্যবসায় শুনিয়াছি বেশ লাভ আছে।” মাশ্চন্টক মহাশয় উত্তর করিলেন,- “লাভ আছে সত্য, কিন্তু পুঁজি অধিক না থাকিলে, ভালরূপে কাজকৰ্ম্ম করিতে পারা যায় না। তাহা ব্যতীত কৃষকদিগকে টাকা দাদন করিতে হয়। টাকা অনেক সময়ে মারা যাইবার সম্ভাবনা ।” মুস্তাফি জিজ্ঞাসা করিলেন,- “সন্তানাদি কি?” মাশ্চন্টক মহাশয় উত্তর করিলেন,- “একটি পুত্র ব্যতীত অন্য সন্তানাদি হয় নাই। পুত্রটির বয়স এক্ষণে দশ বৎসর।” আরও পাঁচ বৎসর কাটিয়া গেল। মাশ্চন্টক মহাশয় পাট লইয়া মাঝে মাঝে কলিকাতায় আগমন করেন, পাট বেচিয়া পুনরায় দেশে চলিয়া যান। কলিকাতায় আসিয়া তিনি মুস্তফির বাসায় অবস্থিতি করেন। এইবার আসিয়া তিনি সহসা জিজ্ঞাসা করিলেন,- “তোমার কন্যার নাম কি?” মুস্তফি উত্তর করিলেন,- “প্ৰভাবতী।” মাশ্চন্টক জিজ্ঞাসা করিলেন,- “বয়স কত?” “মুস্তাফি উত্তর করিলেন,- “নয় বৎসর।” মাশ্চন্টক বলিলেন,- “দেখ যাদব! তুমি আমার চিরকালের বন্ধু। আমার ইচ্ছা, তোমার সহিত সম্বন্ধটা একটু পাকাপাকি করি । তোমার কন্যার সহিত অধরের বিবাহ দিলে হয় না?” 73777 6o787871 fillig ož35 g5 RG a www.amarboi.com MV 8byዒ