পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

স্বীকৃতি

আমেরিকা প্রবাসী দুই সহোদর ডা. সৈয়দ আশরাফুজ্জামান ও সৈয়দ ইকবাল হাসানের অর্থানুকূল্যে ত্রৈলোক্যনাথ-রচনাসংগ্রহ প্রকাশ করা সহজতর হলো। উভয়ের কাছে আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

বর্তমান মুদ্রণে বসুমতী সাহিত্য মন্দির-প্রকাশিত দুই খণ্ড ত্রৈলোক্যনাথের গ্রন্থাবলীর (কলিকাতা, তারিখবিহীন) পাঠ অনুসরণ করেছি। ময়না কোথায়? বইটি কোনো কারণে ওই গ্রন্থাবলীর অন্তর্ভুক্ত না হওয়ায় তার পাঠ নেওয়া হয়েছে গুরুদাস চট্টোপাধ্যায়-প্রকাশিত প্রথম সংস্করণ (কলিকাতা, ১৩১১) থেকে। কঙ্কাবতীর দ্বিতীয় সংস্করণে মুদ্রিত অনামা শিল্পীর কয়েকটি ছবি আমরা বর্তমান সংস্করণে ব্যবহার করেছি।

এই রচনাসংগ্রহ-সংকলনে সাহিত্য প্রকাশের স্বত্বাধিকারী মফিদুল হকের উৎসাহ এবং বাংলা একাডেমীর গ্রন্থাগারের দায়িত্বে নিযুক্ত সহপরিচালক আমিরুল মোমেনীনের সহায়তা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদেরকে আন্তরিক ধন্যবাদ।

সম্পাদক