পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

एच्छष प्धीJाग्न রেলপথে যমদূত “নিশ্চয় প্ৰাণত্যাগ করিব।”— মনে মনে তিনি এইরূপ সঙ্কল্প করিলেন । দোকান হইতে একগাছি বৃহৎ দড়ি ক্রয় করিলেন। কি করা। কৰ্ত্তব্য, সে বিষয় যখন তিনি স্থির করিলেন, তখন তাঁহার মন অনেকটা সুস্থ হইল। তামাক খাইতে এইবার তাঁহার ইচ্ছা হইল। গুটিকত সিগারেট ও একটি দিয়া সলাই তিনি ক্রয় করিলেন। সিগারেটের ধূম পান করিতে করিতে তিনি দ্রুতবেগে পথ চলিতে লাগিলেন। অন্ধকার হইল। প্ৰায় একপ্রহর রাত্রি হইল। তিনি নগরের বাহিরে মাঠে গিয়া উপস্থিত হইলেন। খুবই নিৰ্জ্জন। সুবিধামত একটী গাছ খুজিতে খুঁজিতে সম্মুখে রেল পড়িল। তারের বেড়া পার হইয়া, রেল-পথের উপর গিয়া তিনি উপস্থিত হইলেন। রেল-পথের উপর দাড়াইয়া তিনি মনে মনে ভাবিতে লাগিলেন,- “গলায় দড়ি দিয়া মারি কেন? এই রেলের উপর দিয়া সৰ্ব্বদাই কলের গাড়ি যাতায়াত করিতেছে। রেলের উপর গলা রাখিয়া শুইয়া থাকি না কেন? শত শত গাড়ীর চাকা আমার গলার উপর দিয়া চলিয়া যাইবে। নিমেষের মধ্যে আমি দুই খণ্ড হইয়া যাইব । কখন মরিলাম, তাহা আমি টেরও পাইব না।” এইরূপ ভাবিয়া চাদর দ্বারা মুখ ঢাকিয়া রেলের উপর গলাটী রাখিয়া নিঃশব্দে গাড়ীর প্ৰতীক্ষায় তিনি শুইয়া রহিলেন। আত্ম-হত্যা-জনিত পাপ ক্ষমা করিবার নিমিত্ত একান্ত মনে তিনি ভগবানকে ডাকিতে লাগিলেন। অল্পক্ষিণ পরে স্থানে কোথা হইতে একটা লোক আসিয়া উপস্থিত হইল। মুখ হইতে ঈষৎ চাদর য়া তিনি সেই দিকে চাহিয়া দেখিলেন; পুতেঁয়হীর বোধ হইল যে, লোকটার মূৰ্ত্তি অতি এক দিকের দুইটি ও অপর দিকের দুইটী রেল সে তুলিয়া দূরে নিক্ষেপ করিল। তাহার পর বৃহৎ এক কাষ্ঠখণ্ড উত্তোলন করিয়া আড়াআড়ি রেলপথের উপর রাখিয়া দিল। রেলের দুই পার্শ্বে নিম্নভূমি ছিল, ঠিক খালের ন্যায়। তাহার উপর একটী পুল ছিল। পুলের অপর পার্শ্বের রেলও সে এইরূপে তুলিয়া ফেলিল ও কাঠ দিয়া পথ বন্ধ করিয়া দিল । মুস্তফি মহাশয় এতক্ষণ চুপ করিয়াছিলেন। কিন্তু লোকটার দুরভিসন্ধি বুঝিতে পারিয়া, আর তিনি চুপ করিয়া থাকিতে পারিলেন না। শশব্যস্ত তিনি উঠিয়া বসিলেন। তাহার পর তিনি তাহাকে বলিলেন, — “ওরে করিস কি? এখনি হয় তো মানুষের গাড়ি আসিবে। যে স্থান হইতে রেল তুলিয়াছিস ও যে স্থানে কাঠ দিয়াছিস, সেই স্থানে গাড়ি আসিয়া উলটিয়া পড়িবে। সমুদয় গাড়ি একেবারে খালে গিয়া পড়িবে। তাহা হইলে শত শত লোকের প্রাণ বিনষ্ট হইবে। রেল যেমন ছিল, শীঘ সেইরূপ করিয়া রােখ। লোকটা খোট্টা ছিল। হিন্দি কথায় সে উত্তর করিল,- “তুই বেটা আবার কে? রেল কোম্পানি বিনা দোষে আমাকে ডিসূমিস করিয়াছে। তাই রেল কোম্পানিকে আমি জব্দ করিব। তাহাদের কল ও অনেক গাড়ি ভাঙ্গিয়া যাইবে, তাহাদের অনেক টাকা ক্ষতি হইবে। তুই এখান হইতে চলিয়া যা; তোর কথায় কাজ কি?” মুস্তফি বলিলেন, —“শীঘ্য পুনরায় রেল জুড়িয়া দে। তাহা না করিলে চীৎকার করিয়া আমি লোক জড় করিব। আর তোরে আমি চিনিয়া রাখিলাম ! তোরে আমি ধরাইয়া দিব।” Welf (Seff 8 sNAls viði (SS BS! ro www.amarboi.com ro