পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাস্তবিক তত সময় লাগে নাই। অতি অল্প সময়ের মধ্যে এই সমুদয় ঘটনা ঘটিয়াছিল। জ্বলন্ত দিয়া সলাই দ্বারা মুস্তাফি চাদরের অন্য ধার ধরাইলেন, চাদর জুলিয়া উঠিল। লীেহ সাবলীটী হাতে ধরিয়া মুস্তফি মহাশয় সেই জ্বলন্ত চাদর এক পার্শ্বে উচ্চ করিয়া নাড়িতে লাগিলেন । =ीय पक्षJाश সৌভাগ্যের উদয় গাড়ী অতি নিকটে আসিয়া পড়িল। গাড়ীর পরিচালক কি দেখিতে পাইবেন? তিনি এ সঙ্কেত কি বুঝিতে পরিবেন? তিনি কি গাড়ী থামাইবেন? গাড়ী যতই নিকটবৰ্ত্তী হইতে লাগিল, মুস্তাফি মহাশয়ের বুক ততই টিপু টিপু করিতে লাগিল। মুস্তফি মহাশয় ভাবিলেন,- “যা! আমার সকল চেষ্টা বিফল হইল।” কারণ, গাড়ী থামিবার কোন লক্ষণ তিনি দেখিতে পাইলেন না। আর বিলম্ব নাই। লোকটা যে স্থান হইতে রেল তুলিয়াছিল, গাড়ী তাহার অতি নিকট আসিয়া পড়িল। কখন শত বজাঘাতের ন্যায় শব্দ হৰ্থ১ কখন লোকের কাতরধ্বনি তাহার কর্ণকুহরে প্রবেশ করে, তাহা শুনিবার নিমিত্ত তিনি কোঃ পাতিয়া রহিলেন। তথাপি প্ৰাণপণে মুস্তফি মহাশয় সেই জলুল্লুক চাদর নাড়িতে লাগিলেন। গাড়ী। তবুও থামে না! হায়! সব চেষ্টা বুঝি বৃথা হইল! “হেঙ্গশ্বর! চীৎকার করিয়া উঠিলেন। কারণ, ঠিক ষ্ট্রে বিপদের স্থানে আসিয়া গাড়ি থামিয়া গেল। “হে ঈশ্বর ! তোমাকে ধন্যবাদ!"\ঞই কথা বলিয়াই মুস্তফি মহাশয় পুনরায় অজ্ঞান হইয়া পড়িলেন। পুনরায় যখন তিনি চক্ষু চাহিলেন, তখন তিনি দেখিলেন যে, দিন হইয়াছে। ফ্যাল ফ্যাল নয়নে এদিকে ওদিকে তিনি নিরীক্ষণ করিতে লাগিলেন। একটী বড় ঘরের ভিতর, একখানি খাটের উপর, দুগ্ধফেন-নিভা শয্যায় আপনাকে শায়িত দেখিয়া, তিনি ঘোরতর আশ্চৰ্য্যান্বিত হইলেন। এ কি স্বপ্ন!! তাহার পর ক্রমে ক্ৰমে গত রাত্রির কথা তাঁহার স্মরণ হইল। গত রাত্রির সে সমস্ত ঘটনা কি স্বপ্ন! তিনি দেখিলেন যে, তাহার মস্তকের অৰ্দ্ধভাগ কাপড়ের ফালি দ্বারা বাধা রহিয়াছে, আর সেই বন্ধনে একটী চক্ষুও আচ্ছাদিত হইয়া আছে। তাহা দেখিয়া বুজিতে পারিলেন যে, গত রাত্রির ঘটনা স্বপ্ন নহে। ক্ৰমে ক্ৰমে গত দিবসের কথাও তাঁহার স্মরণ হইল। আফিসের টাকা সম্বন্ধে কি ভয়ানক বিপদে তিনি পড়িয়াছেন, তাহাও তাঁহার মনে হইল। আমি প্ৰাণ বিসৰ্জন করিতে পারি নাই, এইবার নিশ্চয় আমাকে জেলে যাইতে হইল, এইরূপ ভাবিয়া তিনি হতাশ হইয়া পড়িলেন। তিনি উঠিয়া বসিতে চেষ্টা করিলেন, কিন্তু যেই তিনি মাথা তুলিলেন, আর তাঁহার মাথা ঘুরিয়া উঠিল। সেজন্য পুনরায় তিনি শয়ন করিলেন। ঘরের এদিকে ওদিকে পুনরায় চাহিয়া দেখিলেন যে, সে সাহেবদের ঘর, বাঙ্গালীর ঘর নহে। এই সময়ে ঘরের ভিতর এক জন উৎকল বোহারা প্ৰবেশ করিল। তাহাকে তিনি জিজ্ঞাসা করিলেন, — “আমি এ কোথায় আসিয়াছি?” (*00 frr:Ruig aniž3. g3 ze! A www.amarboi.com%3"*"*"***"******