পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেহারা উত্তর করিল,- “এ রেলের বড় সাহেবের ঘর। একটু অপেক্ষা করুন, সাহেবকে আমি ডাকিয়া আনি। আপনার জ্ঞান হইলেই খবর দিবার নিমিত্ত সাহেব আমাকে আদেশ করিয়াছেন।” এই কথা বলিয়া বেহারী চলিয়া গেল। কিছুক্ষণ পরে সাহেব আসিয়া উপস্থিত হইলেন। সাহেব জিজ্ঞাসা করিলেন, — “বাবু! তুমি এখন কেমন আছ?” মুস্তফি মহাশয় উত্তর করিলেন,- “আমি এখন ভাল আছি; এখানে আমি কি করিয়া আসিলাম?” সে কথার তখন কোন উত্তর না দিয়া, সাহেব তাঁহাকে জিজ্ঞাসা করিলেন,- “গুটিকতক কথা তোমাকে জিজ্ঞাসা করিতে ইচ্ছা করি, তাহার উত্তর দিতে তোমার কি কষ্ট হইবে?” মুস্তফি মহাশয় উত্তর করিলেন, — “না, আমার কষ্ট হইবে না। আপনার যাহা ইচ্ছা, তাহা আমাকে জিজ্ঞাসা করুন।” গত রাত্রির ঘটনার কথা সাহেব তাহাকে জিজ্ঞাসা করিলেন । “আমি রেল পার হইতেছিলাম। এমন সময় দেখিলাম যে, একটা লোক রেল তুলিয়া ফেলিতেছে।” এইরূপে আরম্ভ করিয়া আদ্যোপােন্ত সমস্ত বৃত্তান্ত তিনি সাহেবকে প্ৰদান করিলেন। সাহেব বলিলেন,- “কেবল রেল সে তুলিয়া ফেলে নাই। রেলপথের উপর আড়াআড়ি বৃহৎ একখানি কাঠ সে রাখিয়াছিল। কাল রাত্ৰিতে ভয়ানক দুর্ঘটনা ঘটিত। সে গাড়ীতে অনেকগুলি বড় বড় সাহেব ও মেম ছিলেন। তাহা শত শত দেশী লোকও ছিল। কত লোকের যে প্ৰাণ বিনষ্ঠ হইত, তাহা বলিতে পারা s VO2 বড় দুষ্ট লোক, সেজন্য তাহাকে আমরা বরখাস্ত লাইবার নিমিত্ত, গত রাত্রিতে সে এই কাজ করিয়াছিল। যাহা হউক, সে ধরা পড়িয়াছে। যে সাবল সে ফেলিয়া গিয়াছিল, যাহার সহায়তায় জ্বলন্ত চাদর উচ্চ করিয়া তুমি নাড়িতে সমর্থ হইয়াছিলে, সেই সাবল হইতেই সে ধরা পড়িয়াছে। শত শত লোকের প্রাণ বিনষ্ট করিতে সে চেষ্টা করিয়াছিল, সেজন্য নিশ্চয় তাহার দ্বীপান্তর হইবে। কিন্তু বাবু, তুমি কে? মাঠের মাঝখানে এরূপ অপথ দিয়া তুমি কোথায় যাইতেছিলে?” মুস্তফি কাদিয়া ফেলিলেন। কাঁদিতে কাঁদিতে তিনি নিজের সমস্ত পরিচয় প্ৰদান করিলেন। সেই সমস্ত কথা শুনিয়া সাহেব কিছুক্ষণ গভীরভাবে চুপ করিয়া রহিলেন। তাহার পর তিনি বলিলেন,- “বাবু! তুমি বড় মন্দ কাজ করিয়াছ। আফিসের টাকা গ্ৰহণ করা যে কিরূপ গুরুতর অপরাধ, তাহা জানিয়া শুনিয়া কেমন করিয়া তুমি এ কাজ করিলে? টাকার জন্য আমি এ কথা বলিতেছি না। তুমি আমাদের যে উপকার করিয়াছ, তাহার জন্য আমরা তোমার নিকট বিলক্ষণ ঋণী হইয়াছি। টাকায় সে ঋণ পরিশোধ হয় না। টাকা তোমাকে দিব । তাহা ব্যতীত তোমার অনেকগুলি টাকা আমার কাছে আছে। আমি তোমার অপরাধের কথা বলিতেছি। সাহেবেরা গত কল্য যদি সিন্দুক খুলিয়া থাকেন, তাহা হইলে কি করিয়া তোমাকে রক্ষা করিব, এখন সেই কথা ভাবিতেছি।” মুস্তাফি উত্তর করিলেন, — “হাঁ সাহেব, আমি ঘোরতর অপরাধ করিয়াছি। সেই অপরাধের YRyali (çifçiliğif (*OS sNAls viði (SS BS! ro www.amarboi.com ro