পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেখিতে পাইলে আর রক্ষা থাকে না। যখন কাঁচা তেঁতুল না থাকে, তখন মুঠা মুঠা তেঁতুল পাতা চিবাই। আমি মরিয়া গেলে ছেলের পুনরায় বিবাহ দিয়া ইহারা অনেক টাকা পাইবেন। সেই জন্য ইহারা আমাকে এত যন্ত্রণা দেন। আর সেই জন্য পেট ভরিয়া আমাকে খাইতে দেন। না। ইচ্ছা যে, না খাইয়া আমি মরিয়া যাই। তা এইবার ইহাদের মনস্কামনা সিদ্ধ হইবে।” মা বলিলেন, — “বালাই!” start way: মহাত্মা-দর্শন মা বলিলেন, — “বালাই! তোমাকে আমরা আর এখানে রাখিব না। আর কখন তোমাকে এখানে পাঠাইব না। একটু পূৰ্ব্বে যদি বলিতে, তাহা হইলে কোন কালে তোমাকে আমরা এখােন হইতে লইয়া যাইতাম।” প্ৰভা বলিল,— “তা করিলে কি ভাল হইত? সকলে তাহা হইলে আমার নিন্দা করিত।” মা ও কন্যা বসিয়া বসিয়া কাঁদিতে লাগিলেন। কিছুক্ষণ পরে মুস্তফি মহাশয় ফিরিয়া আসিলেন। তিনি বলিলেন যে,--“ডাক্তার এখনি মাসিবেন।” ডাক্তার আসিলেন। প্রভার বক্ষঃস্থল তিনি বলিলেন যে,- “মেয়েটীর দুই দিকেই নিমােনিয়া হইয়াছে। দুই দিকের শ্বফ্ট প্রশ্বাস-যন্ত্র বন্ধ হইয়া যাইতেছে। পীড়া অতিশয় কঠিন। পুনরায় দুই ঘণ্টা পরে আমি স্মৃত্ত্বির ঔষধাদির ব্যবস্থা করিয়া ডাক্তারািঠচলিয়া গেলেন। সন্ধ্যা বেলা অধর ও মাশ্চন্টক মহাশয় বাড়ী আসিলেন। কলুকে ও ছিছক পােড়ার কথা মুস্তফি মহাশয় গৃহিণীর নিকট শুনিয়াছিলেন। রাগে অধীর হইয়া মাশ্চাটককে তিনি বলিলেন,- “তোমাদের মত নিষ্ঠুর লোক পৃথিবীতে নাই! নরকেও তোমাদের স্থান হইবে না। কাল প্ৰাতঃকালে আমি আমার কন্যাকে এখান হইতে লইয়া যাইব । স-মানে ছাড়িয়া দাও, ভালই; না ছাড়িলে, আদালতে আমি নালিশ করিব। নালিশ করিলে, তোমাদের জেল হইবে, তা জান?” মাশ্চন্টক মহাশয় উত্তর করিলেন,- “স্বচ্ছন্দে তুমি লইয়া যাইতে পার। ও বীেয়ে আর আমাদের কাজ নাই। গুণ করিবার জন্য সে দিন সে আমার ছেলের ভাতের ভিতর শিকড় দিয়াছিল! কোন দিন আমার ছেলেকে মারিয়া ফেলিবে। অমন রাক্ষসী বীেয়ের আমার কাজ নাই; পুত্রের আমি পুনরায় বিবাহ দিব। কত লোকে আমার সাধ্য সাধনা করিতেছে।” মুস্তাফি বলিলেন,- “হী, ঐ চৌদ্দ বৎসরের মেয়ে গুণ জ্ঞান জানে। বলিতে একটু লজ্জা হয় না? তোমাদের সহিত তর্ক করা বৃথা। যাহাদের ধৰ্ম্মাধৰ্ম্ম জ্ঞান নাই, ভগবানে যাহাদের ভয় নাই, তাহাদের আর আমি কি বলিব!” সন্ধ্যা বেলা ডাক্তার পুনরায় আসিলেন। প্রভাকে কলিকাতা লইয়া যাইবার কথা মুস্তাফি মহাশয় তাহাকে বলিলেন। বাহিরে গিয়া ডাক্তার বলিলেন,- “কাহাকে লইয়া যাইবেন? আর সে সময় নাই। সময় থাকিতে সে আয়োজন করিলে হইত। মেয়েটাকে একেবারে কালে Ο Χ o sig ofiżg5 Qg5 3KG! My www.amarboi.com mu Ο ΣΣ