পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কণা মাত্ৰ পাইয়া সজন লোক দয়াদ্রাচিত্ত হয়। পরমেশ্বর সকলের মনে বঁাচিবার ইচ্ছা! দিয়াছেন। আমার আমিত্ব অক্ষুন্ন থাকে, সেজন্য সকলেই লালায়িত। জীবনে ছলনা করিবার নিমিত্ত ঈশ্বর এ ইচ্ছা জীবের মনে প্ৰদান করেন নাই। জীবকে তিনি অনন্ত জীবন প্ৰদান করিয়াছেন।” আমি জিজ্ঞাসা করিলাম,- “মানুষ হইবার পূৰ্ব্বে জীবের অবস্থা কি ছিল?” মহাত্মা উত্তর করিলেন,- “যাহাকে লোকে জড়পদাৰ্থ বলে, অব্যক্ত ভাবে জীবের বীজ প্রথমে তাঁহাতে নিহিত ছিল। মহাশক্তি দ্বারা প্ৰতিপালিত হইয়া, জীব প্ৰথমে উদ্ভিদূ ও তাহার পর প্রাণিজগতে জন্মগ্রহণ করে। অবশেষে মানুষ হয় ও তখন তাহার মনে ন্যায় অন্যায়জ্ঞান ভালরূপে বিকসিত হয়।” আমি জিজ্ঞাসা করিলাম,- “যাহারা ভাল কাজ করেন, তাহারা এইরূপ সুখের স্থানে আগমন করেন। যাহারা ভাল কাজ করেন না, মৃত্যুর পর তাঁহাদের কি হয়?” মহাত্মা উত্তর করিলেন, — ‘পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া যাহারা অর্থ উপাৰ্জ্জন করিয়া কেবল নিজের উদর পূর্ণ করে ও আপনার পরিবারবর্গকে প্রতিপালন করে, জগতের হিতের নিমিত্ত যাহারা কোন কাজ করে না, এরূপ লোক ঠিক পশুর ন্যায়, অর্থাৎ পশুরা যাহা করে, ইহারাও তাহাই করে। মৃত্যুর পর এরূপ লোক একপ্রকার সূক্ষ্ম দেহ ধারণ করিয়া পৃথিবীতে হউক অথবা পৃথিবীর ন্যায় অন্য কোন স্থানে হউক, কিছুকাল বিচরণ করে। সেই সময় আমরা তাহাকে শিক্ষা প্ৰদান করি। আমাদের শিক্ষায় যদি তাহার চিত্ত ও পরিশুদ্ধ হয়, তাহা হইলে সে এ স্থানে আগমন করিতে সমর্থ হয়। আমাদের শিক্ষায় চিত্ত একান্তই উন্নত না হয়, তাহা བའི་ཨ་ལ་ལ་མི་སྦཁ་ཚན་ཁ་ལ་ཁ་ཅ་ཐ་ཐཁས་གྲྭ་ཀུན་ জন্মগ্রহণ করিতে হয়।” 3) ܣܛܘܢ সপ্তদশ অধ্যায় মন্দ কাজ ও ভাল কাজ প্রভাবতী বলিতেছে — “আমি জিজ্ঞাসা করিলাম,- যাহারা পরের অনিষ্ট করে ও নানারূপ পাপ করে, তাহদের কি হয়?” মহাত্মা উত্তর করিলেন, — মৃত্যুর পর কদাকার সূক্ষ্ম দেহ ধারণ করিয়া তাহারা অন্ধকারময় জগতে গমন করে ও সে স্থানে নিদারুণ যন্ত্রণা ভোগ করে। বহুকাল যন্ত্রণা ভোগের পর, আমরা তাহাকে শিক্ষা দিতে আরম্ভ করি। শিক্ষা-লাভে যদি তাহার চিত্ত পরিশুদ্ধ হয়, তাহা হইলে সে এই স্থানে আগমন করিতে সমর্থ হয়। যদি তাহার চিত্ত পরিশুদ্ধ না হয়, তাহা হইলে সে নিকৃষ্ট জীব অথবা মানুষ হইয়া পুনরায় জন্মগ্রহণ করে।” আমি জিজ্ঞাসা করিলাম,— ‘মৃত্যুর পর স্ত্রী পুত্র কন্যা প্রভৃতি আত্মীয় স্বজনের সহিত সম্বন্ধ বিচ্ছিন্ন হয় না?” মহাত্মা উত্তর করিলেন, — ‘ঈশ্বর দয়াময়। মানুষকে দিন কত কষ্ট দিবার নিমিত্ত মানুষের মনে তিনি স্নেহ মমতা ভালবাসা প্ৰদান করেন নাই। মানুষের সহিত তিনি ছিলনা করেন নাশ Σ8 দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.comf","র্ডলাক্যনাথ ********