পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই কথা বলিয়া আপনার ঘরে গিয়া শয়ন করিলেন । “ডাক্তারি ঔষধে মন্দ দ্রব্য আছে। ও-সব বস্তু আমি ছুইতে পারিব না।” এই কথা বলিয়া শ্বাশুড়ী ঠাকুরাণী রোগীর নিকট একবারও আসেন নাই, রোগীর ঘরে। পৰ্যন্ত একবারও প্রবেশ করেন নাই । স্বামী অধর বাড়ী ছিলেন না। পাড়ার লোক অনেকে প্ৰভাবতীকে দেখিতে আসিয়াছিলেন। তাহার মধ্যে এক বিধবা ব্ৰাহ্মণী প্ৰভাবতীকে বড় ভালবাসিতেন। তাঁহার পুত্রের নাম গোপাল, সেজন্য সকলে তাঁহাকে “গোপালের মা” বলিয়া ডাকিত। বার বার আসিয়া, প্ৰভাবতীর মায়ের নিকট বসিয়া, তিনি অনেক কাদিয়াছিলেন ও অনেক দুঃখ করিয়াছিলেন। প্রতিবেশিগণের অনেকে মুস্তফি মহাশয়কে জানিতেন, মুস্তফি মহাশয়কে অনেকে ভক্তি করিতেন, ও তাঁহার দুঃখে তাহারা ঘোরতর ব্যথিত হইয়াছিলেন। প্ৰাতঃকালে আসিয়া তাহারা বলিলেন, — “মুস্তফি মহাশয়! আপনি কলিকাতায় প্রত্যাগমন করুন। এ সময় যাহা কিছু কৰ্ত্তব্য, সে সমুদয় আমরা করিব। সেজন্য আপনার কোন চিন্তা নাই।” প্রভাবতীর মুখে মহাত্মার বিবরণ ও তাঁহার প্রদত্ত উপদেশ শ্রবণ করিয়া, মুস্তফি মহাশয়ের ও তাহার গৃহিণীর মন অনেকটা শান্ত হইয়াছিল। তাঁহারা ভাবিলেন যে,- “অনন্ত-জীবনের তুলনায় মনুষ্য-জীবন কয়টা দিন! দুই দিন পরে প্রভাবতীর সহিত পুনরায় আমাদের সাক্ষাৎ হইবে।” এই বলিয়া তাহারা মনকে প্ৰবোধ দিতে দূর্গকিন্তু তথাপি মানুষের প্রাণ অনুজল তাহারা সংবরণ করিতে পারিলেন না; চক্ষু ফুট্ৰিক্ষ্ম” আপনা-আপনি জল আসিতে লাগিল। কাদিতে কাদিতে তাহারা কলিকাতায় প্ৰ |400p উনবিংশ অধ্যায়। দৈবের ঘটনা দুই মাস কাটিয়া গেল। পূজার পূৰ্ব্বে একদিন মুস্তফি মহাশয় মনে করিলেন,- “প্ৰভাবতীর পীড়ার সময় ওপারের ডাক্তার অনেক বার আসিয়াছিলেন, রাত্রি জাগিয়া অনেক পরিশ্রম করিয়াছিলেন। প্ৰভাবতীর আয়ু ছিল না, সে বঁাচিল না, ডাক্তারের তাহাতে দোষ কি? ডাক্তারকে আমি গিয়া ধন্যবাদ করি ও আরও কিছু টাকা দিয়া আসি।” এইরূপ ভাবিয়া, এক দিন আফিসের পর ঠিক সন্ধ্যার সময়, ওপারে যাইবার নিমিত্ত তিনি একখানি নীেকায় গিয়া বসিলেন। কিছুক্ষণ পরে সেই নীেকায় তাহার বৈবাহিক মাশ্চন্টক মহাশয় ও তাঁহার পুত্র অধর আসিয়া উপস্থিত হইলেন। মুস্তফি মহাশয় একবার মনে করিলেন যে, এ নীেকা পরিত্যাগ করিয়া অন্য নীেকায় যাই। পুনরায় ভাবিলেন যে,- “আমার লজ্জা কি! আমি তো আর কোন দোষ করি নাই। তবে এই পাষণ্ড দুইটার মুখ দেখিলেও পাপ হয়, এই যা৷ ”

  • "***" ooi*" sig oriż35 g35 RFG a www.amarboi.com My GANA