পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এইরূপ ভাবিয়া, নীেকার এক পার্শ্বে তিনি চুপ করিয়া বসিয়া রহিলেন। বৈবাহিক অথবা জামাতার সহিত কোনরূপ বাক্যালাপ করিলেন না। তাহাদের দিকে চাহিয়াও দেখিলেন না। নীেকার অপর লোকেরা মাশ্চন্টক মহাশয়কে শশব্যস্তভাবে অভ্যর্থনা করিল। “আসুন, মাশ্চন্টক মহাশয় আসুন! আজ আমাদের সুপ্ৰভাত যে, আপনার সহিত সাক্ষাৎ হইল।” এইরূপ বলিয়া তাহারা সকলে সরিয়া বসিল এবং মাশ্চন্টক মহাশয় ও তাঁহার পুত্রকে বসিবার নিমিত্ত উত্তম স্থান দিল। নির্দিষ্ট লোক-সংখ্যা যখন পূর্ণ হইল, মাঝিরা তখন নীেকা ছাড়িয়া দিল। ভয়ানক একটানা, ছিড়িয়া যেন পলাইবার উপক্রম করিতেছে। বিয়ার পাশ দিয়া ও জাহাজ সকলের সম্মুখ দিয়া কলকল শব্দে জল প্রবাহিত হইতেছে। কোন স্থানে জল ঘূর্ণিত হইয়া গৰ্ত্ত হইয়া পড়িতেছে, কোন স্থানে জল প্রবলবেগে নিম্ন দিকে শোষিত হইতেছে, কোন স্থানে ফুটিয়া পুনরায় উপরে উঠিতেছে। দুই একজন বাবু বলিলেন, — “মাঝি সাবধান!! আজি বড় টান।” কিছু দূর গিয়া মাঝি একটা বয়ার সম্মুখ দিয়া যাইতে চেষ্টা করিল। অল্প অল্প অন্ধকার হইয়াছে। মাঝি ঠিক বুঝিতে পারিল না। নীেকা, বিয়া পার হইতে পারিল না। দুরন্ত স্রোতের বলে নীেকা গিয়া বয়ার উপরে পড়িল। নীেকাখানি জলপূৰ্ণ হইয়া তৎক্ষণাৎ ডুবিয়া t2ख्न । মুস্তফি মহাশয় একটু বাহিরের দিকে বসিয়াছিলেন, আর তিনি উত্তম সীতার জানিতেন। একবার ডুবিয়া পুনরায় তিনি ভাসিয়া উঠিলেন। বিয়া আবদ্ধ থাকে, সম্মুখে তিনি সেই মোটা শৃঙ্খল দেখিতে পাইলেন। সেই তিনি ধরিয়া ফেলিলেন। স্রোতের বলে শৃঙ্খল হইতে তাহার হস্ত জ্বলিত হইবার উপক্রম হইল। অনেক কষ্টে তিনি বিয়ার উপর পড়িলেন। বিয়া হেলিয়া দুলিয়া তাঁহাকে ফেলিয়া দিবার উপক্ৰম করিল। বয়ার আঙুটা ধরিয়া অতি কষ্টে তিনি বসিয়া সেই সময় আর একটী লোক ভাসিয়া সেই বয়ার সেই শৃঙ্খল ধরিয়া ফেলিল। একবার উপর দিকে চাহিয়া লোকটা চীৎকার করিয়া বলিল,— “যাদব, যাদব! আমাকে বাঁচা ভাই! আমাকে ধৰ্ব ভাই! আমাকে তুলিয়া নে ভাই। এ সময় সে সব কথা ভুলিয়া যা! তুই আমার চিরকালের বন্ধু।” কোন কথা না বলিয়া, মুস্তফি মহাশয় বৈবাহিক মাশ্চন্টক মহাশয়কে অতি কষ্টে বয়ার উপর তুলিয়া লইলেন। বিয়ার উপর উঠিয়া মাশ্চন্টক মহাশয় কাতরস্বরে বলিয়া উঠিলেন,- “অধর কোথায় গেল? অধর বুঝি ডুবিয়া মরিল! হায়, হায়, আমার সর্বনাশ হইল!” নীেকার আর কে কোথায় গেল, তাহা তাহারা বলিতে পারেন না, কিন্তু দৈবের ঘটনা! অধর সেই সময় ভাসিয়া উঠিল, আর সেই বয়ার সেই শৃঙ্খল সেও আসিয়া ধরিল। উপর দিকে চাহিয়া, বিয়ার উপর পিতাকে দেখিয়া, অধর বলিল,- “বাবা! আমি শিকল ধরিয়া রাখিতে পারিতেছি না, নীচের দিকে আমাকে টানিয়া লইতেছে। শীঘ আমাকে ধর, আমাকে বাঁচাও, তা না হইলে আমি যাই।” মাশ্চন্টক মহাশয় অতি বিনীতভাবে বলিলেন,- “যাদব! যাদব! আমাকে রক্ষা করুত্ব ভাই! অধরকে ধরিয়া তুলি, আমার সে শক্তি নাই, ভাই! আমার অধরকে বাঁচা, ভাই!’ 6ቅ&br figlig anż3. g35 ze - www.amarboi.com%E77*"*"***"*"******