পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাশের সেই স্থান যেন একটু ফাটিয়া ফাক হইল। তাহার ভিতর হইতে এক জ্যোতিৰ্ম্ময়ী বিদ্যুৎ-বরণী দেবকন্যা বাহির হইল। তাহার শরীর হইতে যেন কিরণবৃষ্টি হইতে লাগিল। সেই কিরণে সমস্ত আকাশ আলোকিত হইল। সেই বিদ্যুৎ-বরণী হু হু শব্দে পৃথিবীতে নামিতে লাগিল। সেই বিদ্যুৎ-বরণী জাহাজের সম্মুখে উপস্থিত হইয়া, গঙ্গা-জলের ভিতরে প্রবেশ করিল। অল্পক্ষণ পরে সেই বিদ্যুৎ-বরণী পুনরায় জল হইতে উঠিল। কিন্তু এবার সে একেলা ছিল না। এক জন উজ্জ্বল দেব-শরীর-বিশিষ্ট মহাপুরুষের হাত ধরিয়া সে জলের ভিতর হইতে উঠিল। তাঁহার হাত ধরিয়া পুনরায় সেই বিদ্যুৎ-বরণী আকাশে উঠিতে লাগিল। রহিলেন। অবশেষে তিনি বলিয়া উঠিলেন,- “ঐ আমার পুত্রবধু প্ৰভাবতী। আর ঐ তাহার পিতা যাদব মুস্তাফি। জ্যোতিৰ্ম্ময় দেবশরীর ধারণ করিয়া উহারা দুই জনে আকাশে চলিয়া গেল। কিন্তু আমার পুত্ৰ অধর জলের ভিতর পড়িয়া রহিল। সে আর উঠিল না! অধর কোথায় গেল! ময়না কোথায় গেল! টুকটুক!” উপরে উঠিয়া সেই দুই দেব-মূৰ্ত্তি আকাশে বিলীন হইয়া গেল। সেই সময় নিম্নের বায়ু ঈষৎ কম্পিত হইল। সেই কম্পিত বায়ু মাশ্চন্টক মহাশয়ের গায়ে আসিয়া লাগিল। পুত্রের মৃত্যু স্বচক্ষে দর্শন করিয়া পূৰ্ব্বেই তিনি জ্ঞানহীন হইয়াছিলেন। অবশিষ্ট যাহা কিছু জ্ঞান ছিল, সেই কম্পিত বায়ু লাগিয়া তাহাও এক্ষণে বিনষ্ট হইয়া গেল। তিনি ক্ষিপ্ত হইলেন। সেই বায়ু লাগিয়া তাহার অৰ্দ্ধ অঙ্গ পড়িয়া গেল। পক্ষাঘাত রোগ দ্বারা আক্রান্ত তাহার অৰ্দ্ধ অঙ্গ অবশ অসাড় হইয়া গেল। খলখল শব্দে তিনি হাসিয়া উঠিলেন। বয়ার উ ত গড়াইয়া তিনি জলে পড়িলেন। সেই সময় সেই স্থানে একখানি নীেকা আসিয়া উপিস্থত হইল। মাঝিরা তাঁহাকে জল হইতে নীেকার উপর তুলিল। নীেকায় বসিয়া এদিক ওদিকে চাহিয়া তিনি বলিলেন, —— “অধর কোথা গেল! ময়না কোথা গেল! s" নীেকার মাঝিরা দেখিল যে, ত নাই, তাহার অৰ্দ্ধেক শরীর পড়িয়া গিয়াছে। কলিকাতার কিনারায় গিয়া, অন্যান্য আরোহীদিগকে চড়াইল। যে নৌকা ডুবিয়া গিয়াছিল, তাহার আরও কয়েক জন লোক বাঁচিয়াছিল। কেহ অন্য বয়ার উপর বসিয়া, কেহ। কিনারায় দাঁড়াইয়া, সমুদায় ঘটনা দেখিয়াছিল। তাঁহাদের অনেকেও আকাশের সেই বিদ্যুৎবরণী দেবকন্যাকে দেখিয়াছিল। তাহারা সেই সব গল্প করিতে লাগিল। মাশ্চন্টক মহাশয় ওপার হইতে প্ৰতিদিন নীেকা করিয়া কলিকাতায় আসিতেন। সকলেই তাঁহাকে জানিত। তাহার দুঃখে সকলে দুঃখিত হইল। কলিকাতা হইতে নীেকা ছাড়িয়া দিল। যথাসময়ে ও-পারের ঘাটে গিয়া পৌঁছিল! প্রতিবেশী ও বন্ধুবান্ধব কয়েক জনে মিলিয়া কোন মতে মাশ্চন্টক মহাশয়কে বাড়ী লইয়া গেল। একটী ঘরে তাঁহাকে একখানি তক্তপোষের উপর শয়ন করাইল। মাশ্চন্টক মহাশয় উঠিয়া বসিতে পারেন না; অৰ্দ্ধাঙ্গ নাড়িতে চাড়িতে পারেন না। তাঁহার জ্ঞান নাই। তিনি লোক চিনিতে পারেন না। অন্য কোন কথা তিনি বলিতে পারেন না। তাহার মুখে কেবল এই কয়টী কথা— “অধর কোথা গেল! ময়না কোথা গেল! টুকটুকু!” এই কয়টী কথা কখন তিনি উচ্চৈঃস্বরে বলিতেন, কখন বা বিজবিজ করিয়া আপনি বকিতেন, কখন বা উহা বলিয়া কাঁদিতেন। সকলে যখন তাঁহাকে বাড়ী লইয়া আসিল, তখন তাঁহার গৃহিণী অতি কাতরস্বরে জিজ্ঞাসা ଅଙ୍ଗୂ (~rity! S sNAls viði (SS BS! ro www.amarboi.com ro