পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অৰ্দ্ধ অঙ্গ অবশ হইয়া গিয়াছিল। কিন্তু অপরাদ্ধ অঙ্গ দ্বারা যত দূর সম্ভব, তিনি লম্বফ ঝম্বফ করিতে লাগিলেন ও “মায়ান ময়না” বলিয়া চীৎকার করিতে লাগিলেন । তাহার মনের ভাব এই যে,- “ভাত শীঘ আমাকে দাও, আমার আর বিলম্ব সহ্য হয় না।” গোপালের মা বুঝিলেন যে,- “আমার এ স্থানে থাকা উচিত নহে।” এইরূপ ভাবিয়া তিনি বলিলেন, — “দিদি। তবে তোমরা আহার কর, আমি এখন যাই, কিছুক্ষণ পরে বাসন লইয়া যাইব ।” কিছুক্ষণ পরে গোপালের-মা পুনরায় গমন করিয়া দেখিলেন যে, দুই জনে ভাত দাল ও পারেন না। তক্তপোষের উপর বসিয়াই তিনি আহার করিয়াছেন। বিছানা শগুড়িতে মাখামাখি হইয়াছে। যাহা হউক, গোপালের-মা সে সমুদয় ব্যাপার দেখিয়াও দেখিলেন না। আপনার বাসন লইয়া তিনি চলিয়া আসিলেন। গোপালের-মা এইরূপে দশ দিন ভাত যোগাইলেন। কিন্তু তাহার অবস্থা ভাল ছিল না। গোপাল ছাপাখানায় কাজ করিত, তাহার বেতন কেবল আট টাকা ছিল। সেই আট টাকায় গোপালের মাতা অতি কষ্টে সংসার চালাইতেন। অন্য দুইটী লোককে তিনি যে, প্রতিপালন করেন, তাহার সে ক্ষমতা ছিল না। যখন দুঃসময় পড়ে, যখন অন্নের সংস্থান না থাকে, তখন মানুষের ক্ষুধা অতিশয় বৃদ্ধি হয়, উদর আর কিছুতেই পূর্ণ হয় না। মাশ্চন্টক মাশ্চটক্‌নীর তাহাই হইয়াছিল। অনেক দিন উপবাসের পর উদরপূর্ণ করিয়া আহার করিয়া, মাশ্চটক মহাশয়ের অল্প উদরাময় পীড়া হইল। তাহাতে ক্ষুধা তুষ্ট্ৰণ্ড বৃদ্ধি হইল। তিনি একেলা তিন জন র মা এক বেলা তাহাদিগের আহার মৃত্যু সন্ধ্যা বেলা মাশ্চন্টক মহাশয়ের বড়ই ক্ষুধা ল!” এই কথা বলিয়া তিনি রাত্রিতে উচ্চৈঃস্বরে সংবাদ দিলেন। মাশ্চটকদিগের যাহা হইয়াছে, আদ্যোপােন্ত সমুদয় বৃত্তান্ত তাঁহাকে বলিয়া পাঠাইলেন। তিনি যাহা করিয়াছেন ও তাঁহার অবস্থা কিরূপ, সে সকল কথাও তাঁহাকে জানাইলেন । মাশ্চন্টক মহাশয়ের যে সৰ্ব্বস্বান্ত হইয়াছে ও তাঁহার বাটী যে নিলাম হইয়া গিয়াছে, এ কথা সুরেশ ও তাহার মাতা পূৰ্ব্বে শুনিয়াছিলেন। কিন্তু এতদূর অন্নকষ্ট যে হইয়াছে, তাহা তাহারা জানিতেন না। সুরেশের মাতা সমস্ত দিন এই কথা ভাবিতে লাগিলেন। অপরাহে সুরেশ আফিস হইতে বাটী আসিল। সন্ধ্যার পর আহারাদি হইলে সুরেশের মাতা বলিলেন,- “সুরেশ বাবা! আমার একটী কথা রাখিতে হইবে।” সুরেশ জিজ্ঞাসা করিল,- “কি মা?” মাতা উত্তর করিলেন,- “মাশ্চটকদিগের বড় কষ্ট হইয়াছে।” মাতা বলিলেন, — “কেবল তাঁহা নহে। অনাহারে তাহারা মৃতপ্রায় হইয়াছে।” সুরেশ বলিল,- “পাপের ফল! ভগবানের দণ্ড! উত্তম হইয়াছে।”

        • t76**** ifGNRIligi oiiğiq5 q<q5 38! mv www.amarboi.com ~v Sa