পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনা-করা জাদুগরের গল্প আদি কথা মন্ত্র পড়িয়া যাহারা কোন আশ্চৰ্য্য কাজ করিতে পারে, তাহাদিগকে জাদুগর বা গুণী লোক বলে। জাদুগর সত্য সত্য আছে কি না, সে কথায় এখন প্রয়োজন নাই। তবে যাহারা জাদুগর সাজিয়া উপাৰ্জ্জন করে। “সোনা করিয়া দিব।” এই কথা বলিয়া অনেক সন্ন্যাসী ও ফকীর লোককে প্রতারণা করে। কোন লোকেরা বাটী গিয়া তাহারা বলে, “তোমার ঘরে যত রূপার গহনা ও টাকা আছে, সে সমুদয় আমার নিকট আনয়ন কর, মন্ত্রবলে ও দ্রব্যগুণে সেই রূপাকে আমি সোনা করিয়া দিব। একদিনে বড়মানুষ হইব, এই লোভে গৃহস্বামী ঘরের সমস্ত রূপার দ্রব্য ও নগদটাকা তাহাকে প্ৰদান করেন। অবশেষে সন্ন্যাসী সেই সমস্ত দ্রব্য লইয়া পলায়ন করে। কিন্তু লোককে যাহারা প্রতারণা করে, কখন তাহাদের ভাল হয় না। অসৎ লোকদিগের নিদারুণ কষ্টভোগ করিতে হয়। কখন একটিও মিথ্যা। S. বলিব না, যে কাজ মিথ্যা আমার বিশ্বাস, সে কাজ কখনই করিব না, কখন অসৎব ক্টেরিব না, – বালককাল হইতে এইরূপ প্ৰতিজ্ঞা করিতে হয়। মিথ্যা কথা, মিথ্যা ব ব্ৰহাৰ্দষ্ট ইতরের কাজ। মিথ্যাবাদী লোককে ভাগবান নিদারুণ দণ্ডে দুণ্ডিত করিয়া থাকেন্য৪% মিথ্যাবাদী লোক কিরূপ ভগবানেরওঁকীপে পতিত হয়, তাহার দৃষ্টান্তস্বরূপ তােমাদের নিকট আজ আমি একটি গল্প করিব গুল্পটি সম্পূর্ণ সত্য। যে লোকটির গল্প আমি করিব, অতি প্রখর বুদ্ধি ও নানা বিদ্যায় তাহার মন বিভূষিত ছিল; কিন্তু জীবনের প্রারম্ভে তিনি গুটিকত মিথ্যা কথা বলিয়াছিলেন। সে জন্য এত বুদ্ধি— এত বিদ্যা থাকিতেও তাঁহার জীবনটি মাটি হইয়া গিয়াছিল। সমস্ত জীবন তাঁহাকে কষ্টভোগ করিতে হইয়াছিল। যেদিন তাঁহার মৃত্যু হইল, কেবল সেই দিন তাহার দুঃখের শেষ হইল। পাছে মিথ্যা কথা মুখ দিয়া বাহির হয়, পাছে কোনো কুকাজ করিয়া ফেলি, পাছে কোনো নীচ চিন্তা মনে উদয় হয়, তাহার জন্য সৰ্ব্বদা সাবধান হইতে হয়। কিসে টাকা হয়, সে জন্য সকলেই চেষ্টা করিয়া থাকে। সীসা ও পারাকে রূপা এবং লীেহ ও তামাকে সোনা করিতে পারা যায়, অনেককাল হইতে লোকের মনে এইরূপ একটা বিশ্বাস আছে। এক পয়সার তামাকে সোনা করিতে পারিলে, অনায়াসে দশ টাকা লাভ হয়। অৰ্থেপাৰ্জনের ইহা অপেক্ষা সহজ উপায় আর কি হইতে পারে? সে জন্য তামাকে সোনা করিবার নিমিত্ত অতি প্ৰাচীনকাল হইতে লোকে চেষ্টা করিতেছে। সেকালে কত দেশে। কত লোকে এই কাজে জীবন উৎসর্গ করিয়াছিল। যে বিদ্যা-বলে লোকে এই চেষ্টা করিত, সেকালে WSsig 7 G?WO6?* sNAls viði (SS BS! ro www.amarboi.com ro