পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুস্তমের আশ্বাসবাক্যে রাজা কিয়ৎ পরিমাণে শান্ত হইলেন, তাহাকে লইয়া পাত্ৰমিত্ৰগণের সহিত পুনরায় তিনি অন্তঃপুরে প্রবেশ করিলেন। পূৰ্ব্বের ন্যায় রুস্তম ভানুমতীর শয্যার নিকট গিয়া দাঁড়াইলেন। ভানুমতীর নাক, কান ও জিহ্বা যে পুড়িয়া গিয়াছে, পূৰ্ব্বে তিনি তাহা জানিতেন না। চন্দ্ৰসম ভানুমতীর মুখমণ্ডল ঘোরতর বিশ্ৰী হইয়া গিয়াছে, তাহা দেখিয়া তিনি সাতিশয় দুঃখিত ও ভীত হইলেন। যাহা হউক, ভানুমতীর বামহাত হইতে তিনি কুঁজে রাজার আঙটি খুলিয়া লইলেন। দক্ষিণ হাত হইতে নূতন আঙটি তিনি খুলিলেন না। তাহার পর, ভানুমতীর অঙ্গে শিশির ঔষধ সিঞ্চন করিলেন। শিশির ঔষধ পড়িবামাত্র ভানুমতীর খড়ের দেহ রক্তমাংসের দেহ হইয়া গেল। ভানুমতী পুনরায় মানুষের আকার পাইলেন বটে, কিন্তু তাঁহার নাক, কান ও জিহ্বা সুস্থ হইল না। নাসিক-কৰ্ণবিহীন মুখ অতি কদাকার অবস্থাতেই রহিয়া গেল। ভানুমতীর খড়ের দেহ রক্তমাংসের দেং হইল। গুঞ্জ বাজার আবদ্ধ হইল। কিন্তু ঊহার নাসিকা, কর্ণ ও জিহবার অবস্থা দেখিয়া রাজার হািরখে

క్ష్యా “মহারাজ! ভয় করিবেন না। ভানুমতীর মুখ ধোঁয়করিবার নিমিত্ত আমি পুনরায় যাইতেছি। শীঘ্রই

ଦ୍ବିତ এই কথা বলিয়া রুস্তম রাজার নিকট হইতে বিদায় হইয়া পুনরায় সেই প্ৰান্তর অভিমুখে গমন করিতে লাগিলেন। প্রান্তরে উপস্থিত হইয়া রাত্রির জন্য অপেক্ষা করিতে লাগিলেন। রাত্রি হইলে পুনরায় সাদি ও তারার সহিত তাঁহার সাক্ষাৎ হইল। ভানুমতীরর সমুদয় বৃত্তান্ত তিনি তাহাদিগের নিকট বর্ণনা করিলেন। সেই সমুদয় কথা শ্রবণ করিয়া তারা বলিল,-"ভানুমতীর নাক, কান ও জিহবা ভাল করিবার কেবল একমাত্র উপায় আছে। জাদুগর গুরুর নাক কাটিয়া তাহার রক্ত যদি ভানুমতীর নাক, কান ও জিহ্বায় লাগাইতে পারা যায়, তাহা হইলে সেই সমুদয় স্থান সুস্থ হইয়া পূৰ্ব্বের बJांश श् ।" রুস্তম বলিলেন, — “প্ৰাণের ভয়েও জাদুগর-গুরু স্ব-ইচ্ছায় আমার সহিত আসিবে না। কারণ, আপনার নাক কাটাইতে কে আর ইচ্ছা করে? তাহাকে বলপূৰ্ব্বক ধরিয়া আনিতে হইবে। তাহার দেহ শুষ্ক ও হালকা, কিছুদূর তাহাকে আমি ধরিয়া আনিতে পারি। কিন্তু এতদূর তারা বলিল,— “সেদিন নিশাপুরে যখন আমি দাই-মায়ের সহিত সাক্ষাৎ করিয়াছিলাম, তখন তিনি আমাকে শমশের তলোয়ারের কথা, ভানুমতীর কথা, আর আমাদের উদ্ধারের কথা বলিয়া দিয়াছিলেন। আর সাদি! তোমার সেই পক্ষিীরাজ ঘোড়ার কথাও তিনি বলিয়াছিলেন। মজার গল্প G sNAls viði (SS BS! ro www.amarboi.com ro