পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাবিল যে ভানুমতীর সহিত আর কিছুক্ষণ হুটুপুটি করিলে তাহার এমন যে তরিবৎ করা দাড়ি, তাহা সব ছিড়িয়া যাইবে। এইরূপ ভাবিয়া সে ভানুমতীর হাত ছাড়িয়া দিল, আর বলিল,- “রও! তোমাকে ধরিবার নিমিত্ত যাহাদের দাড়ি নাই, এমন সব লোক এখনি ডাকিয়া আনিতেছি। এই কথা বলিয়া কুজো রাজা ঘোরতর রাগান্বিত হইয়া সে ঘর হইতে প্ৰস্থান করিল। আসিয়া বসিলেন। তাহার পর তিনি দেখিলেন যে, ভূমির উপর সামান্য একটি টুপি পড়িয়া রহিয়াছে। হুটুপুটি করিবার সময় কুঁজে রাজার পকেট হইতে টুপিটি পড়িয়া গিয়াছে। খাটের একধারে বসিয়া ভানুমতী টুপিটি নাড়িয়া নাড়িয়া ঘুরাইয়া-ফিরাইয়া দেখিতে লাগিলেন। অবশেষে তিনি টুপিট আপনার মাথায় পরিলেন। স্ত্রীলোক! এত বিপদে পড়িয়াও স্ত্রীলোকের স্বভাবটুকু কোথায় যাইবে? ঘরে বড় একখানি আবৃশী ছিল। টুপি পরিয়া তাঁহাকে কেমন দেখাইতেছে তাহা দেখিবার নিমিত্ত ভানুমতী আবৃগীর নিকট গিয়া দাঁড়াইলেন। কিন্তু আশ্চৰ্য কথা। ভানুমতীর প্রতিবিম্ব আবুলীর উপর পড়িল না। বিস্মিত হইয়া ভানুমতী ভাবিতে লাগিলেন,- “এ বড় অদ্ভুত কথা! কিছু পূৰ্ব্বে আমার ছায়া আবৃগীর উপর পড়িয়াছিল। এখন আৱাসীর উপর আমার ছায়া পড়ে নাই কেন?” ভানুমতী মাতা হইতে টুপিটি খুলিয়া লইলেন, আর সেই মুহূৰ্ত্তে আবৃগীতে তিনি আপনাকে দেখিতে পাইলেন। পুনরায় তিনি টুপি পরিলেন, আর সেই মুহূৰ্ত্তে আবৃগী হইতে তাঁহার ছায়া অন্তৰ্হিতু হইল। এইরূপ দুই-চারি বার তিনি করিলেন। তখন তিনি মনে মনে ভাবিতে লাগিল্পেনা ৯৯... “হা, বুঝিয়েছি! মাথায় এই টুপি পরিলে লোকে অদৃশ্য হইয়া যায়। টুপিটর গুণ ཆུ་ অতি সাবধানে টুপিট লইয়া ভানুমৃত্যু পুনরায় খাটের উপর আসিয়া বসিলেন। কিছুক্ষণ পরে লোকজন লইয়া কুজো বাহিরে দ্বার ঠেলিতে লাগিল। ভানুমতী দ্বারে খিল দিয়াছিলেন। দ্বার সে পারিল না। কিন্তু জাদুবলের কাছে সামান্য একটা দ্বার কতক্ষণ বন্ধ থাকিতে ”পারে? মন্ত্রবলে কুজো রাজা তৎক্ষণাৎ দ্বার খুলিয়া ফেলিল। সেই সময় ভানুমতী মাথায় সেই টুপিটি পরিধান করিলেন। ঘরের ভিতর প্রবেশ করিয়া কুজো রাজা ও তাহার দাড়িহীন লোকগণ ভানুমতীকে দেখিতে পাইল না। সকলেই স্তব্ধ হইয়া দাড়াইল। আশ্চৰ্য্য হইয়া কুজো রাজা আপনার পকেটে হাত দিয়া দেখিল, পকেটে সে টুপি নাই। ভানুমতীকে কেন দেখিতে পায় নাই, কুজো রাজা তাহা বুঝিতে পারিল। সকলকে সে বলিল,- “শীঘ্ৰ দ্বার বন্ধ করা। ভানুমতি এই ঘৱেই আছে। চারিদিকে হাত দিয়া সকলে অনুসন্ধান কর। চক্ষুতে দেখিতে না পাইলেও আমাদের হাতে সে ঠেকিয়া যাইবে।” মজার গল্প sNAls viði (SS BS! ro www.amarboicom ro 2 a.